![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি শিক্ষিত, সে মূর্খ।
আপনি ধনী, সে গরীব।
আপনি ব্রাজিল, সে আর্জেন্টিনা।
আপনি ভারত, সে পাকিস্তান।
আপনি হিন্দু, সে মুসলমান।
আপনি বৌদ্ধ, সে খ্রীষ্টান।
আপনি গণতান্ত্রিক, সে স্বৈরতান্ত্রিক।
আপনি লেলিনবাদী, সে মার্কসবাদী।
আপনি আস্তিক, সে নাস্তিক।
আপনি আওয়ামিলীগ, সে বিএনপি।
আপনি ধর্মগুরু, সে ধর্মভীরু।
আপনি বক্র, সে সরল।
আপনি গাড়ির মালিক, সে রিক্সাচালক।
আপনি সুশীল, সে একঘেঁয়ে।
আপনি ভোগে বিশ্বাস করেন, সে ভালোবাসায় বিশ্বাস করে।
আপনি মিউচুয়াল করেন, সে ঝগড়া লাগায়।
আপনি স্বল্পভাষি, সে বাঁচাল।
আপনি ভেজিটেরিয়ান, সে ননভেজ।
আপনি রাগী, সে সহিষ্ণু।
আপনি কনজার্ভেটিভ, সে খোলামেলা।
সমস্যাগুলো মূলত এগুলোই তো!
যার দরুণ জীবনের প্রতিটি মোড়ে মোড়ে আপনি তাকে ফেইস করছেন কিন্তু তার মেন্টালিটির সাথে না মিলার কারণে আপনি তার ছায়া ও দেখতে পারছেন না। খুব সুক্ষ্মভাবে যদি চিন্তা করেন, তাহলে উত্তর খুঁজে পাবেন। কেউ না কেউ তার নিজের স্বার্থের জন্য আপনাকে ইনফ্লুয়েঞ্ছ করছে। আর আপনি তার কথামত নিজেকে বেচে দিচ্ছেন। নিজের যে একটা বোধ আছে তা ভুলে যাচ্ছেন। কিন্তু কেন?
এতক্ষণ তো অনেকগুলো ডিফারেন্স দেখালাম। এতে ভালোই ইনফ্লুয়েঞ্ছড হয়ে নিজেকে রাজা ভাবতে ভুল করেন নি। খুব ভালো। এখন লাস্ট ১ টা ডিফারেন্স দেখাই!
আপনি মানুষ, সেও মানুষ।
আপনার রক্তে মমতার ঘ্রাণ আছে, তার রক্তেও এক ই ঘ্রাণ আছে।
আপনি মরণশীল, সেও মরণশীল।
আপনি ভালবাসতে জানেন, সেও ভালবাসতে জানে।
আপনি একা পরোপারে যাবেন, সেও একা যাবে।
কিছু ভুল বলছি? উঁহু, সব ঠিক।
তাহলে মানুষ হয়ে অন্য মানুষগুলো থেকে নিজেকে আলাদা করা জন্য এত অহংকার কিসের? কিসের এত দেমাগ? কিসের এত ভাব? মরার পর কিছু কি সাথে নিয়ে যাবেন? যদি না ই হয়ে থাকে, তাহলে কেনই বা চেঞ্জ হচ্ছেন না? আসলে আমরা অহংকারি না, আমরা আমাদের অবচেতন মনেই অহংকার টাকে নিজের ভিতর পুষে রাখি।
অনেকগুলো ক্ষুদ্র মিলে একটি ছোট হয়। আবার অনেকগুলো ছোট মিলে একটি বড় হয়। আবার অনেকগুলো বড় মিলে একটি বিশাল হয়। চিন্তার কারণে মানুষ রাজা হয়, চিন্তার কারণে মানুষ ফকির হয়। আমরা কতদূর যাবো কিংবা আমাদের কতদূর যাওয়া উচিত সেটা আমাদের থিঙ্কিং নির্ণয় করে দিবে। তবে শুরু টা কাউকে না কাউকে করতে করতে হবে।
"বর্ণ টা না হয় আমি আর আপনি মিলে সাজাই, বাকিরা দেখবেন বাক্য রচনা করবে।"
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২২
প্রিয় বিবেক বলেছেন: আপনাকে আমার এখানে আসতে বলে কে? সামনে থেকে সরেন মিয়া। সব জায়াগ্য পাকনামি করে।
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
আবু মুছা আল আজাদ বলেছেন: খুব ভাল লাগল ।
“আপনি ভারত, সে পাকিস্তান।
আপনি হিন্দু, সে মুসলমান।
আপনি বৌদ্ধ, সে খ্রীষ্টান।
আপনি গণতান্ত্রিক, সে স্বৈরতান্ত্রিক।
আপনি লেলিনবাদী, সে মার্কসবাদী।
আপনি আস্তিক, সে নাস্তিক।
আপনি আওয়ামিলীগ, সে বিএনপি।: এসব বৈপত্যি তৈরী করা হয়েছে। যাতে করে বিশ্ব এলিটরা আমাদের শাসন ও শোষন ও ইচ্চঅমত পরিচালনা করতে পারে। দেখতে পারেন: Click This Link
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৩
লাডল্লা পোলা বলেছেন: সাইনবোর্ড করে রাস্তার মোড়ে মোড়ে লাগানো উচিত । অল্প জ্ঞানীদের জ্ঞান বাড়াতে এই পোস্ট কাজে আসবে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
পড়ার মতো কিছু নেই, সময় নস্ট