নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামুর সব ব্লগার কে নিমন্ত্রণ।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০



জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।



লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন।তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোন ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, কূল নেই। মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন। সকল মানুষের মনে আল্লাহ বাস করেন। লালন, মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তা রূপে। খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যা সহজেই খাঁচা রূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দি করে রাখা যায় না।

আর এিই অচিন পাখি গান এর সাথে মিল রেখে আমাদের ফোক নাইট অচিন পাখি

ফেসবুক ইভেন্ট : অচিন পাখি

ভ্যানু: জেলা শিল্পকলা একাডেমি, চট্রগ্রাম।

গেট ওপেন: সন্ধ্যা ৬ টা।

আপনারা স্বপরিবারে ও স্ববান্ধবে আমন্ত্রিত।

লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি-কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণেই লালনের সেই সংগ্রামে বহু শিষ্ট ভূস্বামী, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন ।

অনুষ্ঠানের মুল আয়োজক যেহেতু সামুর একজন অখ্যাত ব্লগার তাই চট্রগ্রামে অবস্থানরত সকল ব্লগার দের সম্মান প্রদানে কোন ত্রুটি হবেনা ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন চ্যানেল আই বাংলার গানের লালন শিল্পী শাহরিয়ার চৌধুরী ও জনপ্রিয় সংগীত শিল্পী লুবনা জান্নাত।

লালন গানের সাথে ফ্যাশান প্যারেডে করিওগ্রাফি ও স্টাইলিং এ থাকবেন মিস বাংলাদেশ লিনা খান

আপনারা স্বপরিবারে স্ববান্ধবে আমন্ত্রিত ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি অবশ্যই আসবেন।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভকামনা রইলো।
তবে ঢাকা থেকে যাওয়া হবেনা বোধ হয়
তাই মিস করবো খুব।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ। আমি জেমস এর কনসার্ট দেখার জন্য চিটাগাং থেকে ঢাকা চলে যাই। কয়েকদিন আগে ফোক ফেস্ট দেখতে গিয়েছিলাম। আপনিও চলে আসেন ব্রো। চট্রগ্রাম খুব সুন্দর জায়গা।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকা হোক নিরন্তর।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

লোনার বলেছেন: অনেকেরই জানা নেই যে, লালন ফকির অন্যান্য বাউলদের মতই স্ত্রী-জননেন্দ্রিয়ের পূজারী ছিলেন। এক সময়কার বাউল প্রেমিক, পরবর্তী জীবনে মৌলবাদী মুসলিমে পরিণত হওয়া (ফরিদা পারভিনের প্রাক্তন স্বামী) শ্রদ্ধেয় আবু জাফরের একটা চমৎকার গবেষণা কাজের সিরিজ রয়েছে এখানে:view this link

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ কামানা !!!


(আমার ব্লগে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল)

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: গেসিলাম। দুধ চা নাই আপনার ওখানে।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

মাঝিবাড়ি বলেছেন: লালনকে সবাই বুকে ধারণ করা উচিৎ!

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

নায়না নাসরিন বলেছেন: ফরিদা পারভীনের কন্ঠে লালনের গান চমৎকার শুনতে লাগে ভাইয়া ।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক। লালন আমাদের নিজেদের গান। সবার হৃদয়ে হাজার বছর বেচে থাকুক লালনের গান।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ও অসাধারণ লাগে সিস নায়না নাসরিন।

মুবাইল থেকে জবাব দিচ্ছি। মুবাইল থেকে প্রতিউত্তর দেওয়া যায়না। মন্তব্য আকারে জবাব দিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.