নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামনে এগিয়ে যাওয়া থামাবেন না

১৭ ই জুন, ২০২২ রাত ১১:২২

মার্কিন লেখক মেশেল লোরি বলছেন, একজন মানুষ সব সময় একই রকমভাবে সফল হবে না, সেটা সম্ভব নয়।

আর সফল না হতে পারলে মুষড়ে পড়ার কিছু নেই।

"আমাদের সব সময় শেখানো হয় আমাদের সবকিছু পারতে হবে। আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে।

কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্যেও সময় চাই।"

"নিজের ভেতরকার শূণ্যতা পূরণের জন্য সময় দরকার একজন মানুষের, সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যেও তো অবসর লাগে।"

সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময় হতে পারে, আলাদা করে ভাবুন সারাদিনে কী কী কাজ করলেন, কেমন ভাবে করলেন, আরো ভালোভাবে কিভাবে করা যেত।

এই সময়ে ফোন ঘাটা বাদ দিয়ে, টিভি না দেখে কেবলই নিজেকে কিছুটা সময় দিন।



আমরা সকলেই একমত গভীর রাত কেটে ভোর আসে। গভীর রাত মানেই কিন্তু এমন নয় যে সকাল হবে না। একসময় সকাল হবেই তাই ভেঙে পড়ার কিছুই নেই। আমাদের তরুনদের অনেকেই অল্পতে হতাশ হয়ে যায় যা অনুচিত। হতাশা মানুষ কে ভেতর থেকে এমন ভাবে শেষ করে দেয় যে, যা আপনি সহজে পারেন তাও করতে আপনার ভয় লাগবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন।

"একজন পর্বতারোহী যখন ওপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, দুই তিন ধাপ নিচে নেমে যান। কিন্তু ওপরে ওঠা থামান না তিনি।

আমি সেরকম, পিছলে পড়ি কিন্তু ওপরে ওঠা থামাই না আমি, কোনদিন থামাবও না।"

৬০ ও ৭০ এর দশকে পশ্চিমা দেশগুলোতে নারীরা কাজ করেছেন পোশাক কারখানায়।

অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্পে এডিথের বাবা মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল, তিনি বেঁচে যান।

পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন।

"মানুষ আমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে। কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাবার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না।"

বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্রান্ড বলছেন, অন্যরা আপনার সম্পর্কে কী পাত্তা দেবার অত দরকার নেই।

কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদনের ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন।

"আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কী ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরো বহু মানুষ তা পছন্দ করে না বলেই মনে হয়।"

"আমি বিশ্বাস করতে শিখেছি, আমাকে কেমন দেখায় সেটা সব সময় গুরুত্বপূর্ণ নয়।"

"আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যপার না। এটা মনে রাখা জরুরী বলে আমি মনে করি।"

অনেক সময়ই কোন খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের কবর হয়ে গেছে, বা আমরা ডুবেছি।

কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায়, যেমন আমরা ভাবতে পারি নতুন কোন কিছুর বীজ বোনা হয়েছে।

অভিনেত্রী কেলেসি ওকাফর বলছেন, "আমার স্থির বিশ্বাস, আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন।

ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার আমাদের।"
কোন কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ।

বরং ভাবুন এটা আপনার জীবনের একটা 'কমা' মানে স্বল্প বিরতি, 'ফুলস্টপ' বা শেষ নয়।

চলচ্চিত্র ব্যক্তিত্ব লিলি কলিন্স বলছেন, "আমি সব সময় নিজেকে বলি, কোনকিছু 'নেতিবাচক' হওয়া মানে সেটা 'না' হয়, বরং সেটা হচ্ছে 'এখন নয়'।"

এখন বা এই মুহূর্তে হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই এমন কিছু কাল হবে না, তার কোন মানে নেই।

জীবনের এক পর্যায়ে আমার মনে হতো আমাকে দিয়ে কিছু হবেনা। এখন আমি অনেক কিছুই পারি। তার মধ্যে একটি সিনেমাটোগ্রাফি বানাতে পারি।

পোস্টটি এখান থেকে লেখা হয়েছে ।

আমি ব্লগে ভিডিও আপলোড দিতে জানতাম না । ব্লগার সাড়ে চুয়াত্তর (সাচু) ভাই শিখিয়েছেন। ভিডিও আমার এড ফার্ম থেকে বানানো একটা সিনেমাটোগ্রাফির অংশ বিশেষ। মডেল এভ্রিল । পোস্টটি সাড়ে চুয়াত্তর ভাই কে উৎসর্গ করা হলো।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

ফেইথ" মানব সভ্যতার সবচেয়ে কাছের সঙ্গী।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: নিজের প্রতি বিশ্বাসটা মরে গেলে সব শেষ।

২| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি চট্রগ্রামের কোথায় থাকেন??

১৭ ই জুন, ২০২২ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পাচলাইশ।

৩| ১৮ ই জুন, ২০২২ রাত ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার আরো সফলতা কামনা করছি।

১৮ ই জুন, ২০২২ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই। আমি কিন্তু সিরিয়াসলি আপনার আশ্রমে শ্যূট করার প্ল্যান করছি ।

৪| ১৮ ই জুন, ২০২২ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট দিয়েছেন। মিমটিম দিয়ে সময় নষ্ট করেন নাই।
পোষ্টে ভালো ভালো লোকদের দামী দামী কথা আমাদের জানিয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।

১৮ ই জুন, ২০২২ রাত ১২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মিম আসলে ব্লগের স্ট্যান্ডারের সাথে যায়না। - ( বানীতে - ব্লগার চাঁদগাজী)
আসলে এটা একপ্রকার টেস্টিং পোস্ট ছিল । ভিডিও আপলোড হয় কিনা দেখতে চেয়েছিলাম।
মনে করছিলাম কেউ পড়বেনা। দেখি কয়েকজন পড়ে মন্তব্যও করছেন।

৫| ১৮ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: গোফরান ভাই আপনার পোস্টের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমরা সহজে মুষড়ে পড়ি। কিন্তু এই ধরণের পরিস্থিতি থেকে উত্তরনের উপায় আছে। দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়। অনেক কিছুই নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর।

আপনার এড ফার্মের ভিডিওটা অনেক ভালো হয়েছে।

পোস্টটা আমাকে উৎসর্গ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৮ ই জুন, ২০২২ রাত ১২:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সাচু ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। জীবনের একপর্যায়ে আমার মনে হয়েছিল আমি শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া এবং পরিশ্রম দিয়ে আজকের এই সামান্য আমি।

আলহামদুলিল্লাহ আমার আমার করা সব কাজ ক্লাসি হয়।


ভিডিও আপ শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০২২ রাত ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি
তবে আমাকে শ্যূট কইরেন না।
তাইলে কিন্তু মইরা যামু!

১৮ ই জুন, ২০২২ রাত ১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নূরু ভাই।

হাহাহা এই শ্যুট সেই শ্যুট নয়। আউটডোর ফটোশ্যুট। উনার আশ্রমে খুব ভালো মাণের ফটুশ্যুট করার স্পেস আছে।

৭| ১৮ ই জুন, ২০২২ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:


৩য় বিশ্বের শিক্ষিতদের দায়িত্ব হচ্ছে, বাকীদের শিক্ষিত করার জন্য পদক্ষেপ নেয়া।

১৮ ই জুন, ২০২২ রাত ১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: অবশ্যই । ঠিক না হওয়ার অবকাশ পর্যন্ত নেই।

৮| ১৮ ই জুন, ২০২২ রাত ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই।
হাহাহা এই শ্যুট সেই শ্যুট নয়। আউটডোর ফটোশ্যুট। উনার আশ্রমে খুব ভালো মাণের ফটুশ্যুট করার স্পেস আছে

আগে কইবেন তো!
দেহেন তো কি ডরান ডরাইছি!!
সবাই খালি ডর দেহায়!

১৮ ই জুন, ২০২২ রাত ১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লল !!
আর ডরায়েন না।

৯| ১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর পোস্ট ভাই। শিক্ষণীয় বাণী সম্পর্কিত পোস্ট পড়তে ভালো লাগে।

১৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ আপনার মন্তব্যের জন্য।

১০| ১৮ ই জুন, ২০২২ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: সফলতা আর ব্যর্থতা একটা আপেক্ষিক ব্যাপার। তবে কেউ বিশ্বাস করেন বা নাই করেন, তবুও এটা সত্য যে ব্যর্থতার মধ্যে থেকেই অনেক শিক্ষা অর্জিত হয় যা আপনার পরবর্তী সফলতার জন্য অনেক উপকারী। এসব উপকার গুলো এমন যে আপনার প্রত্যাশিত সফলতাকে আপনার হৃদয় আঁকড়ে ধরে থাকতে সহায়তা করে।

আপনার পোস্ট এর বিশয়বস্তু খুব সুন্দর হয়েছে।

১৮ ই জুন, ২০২২ দুপুর ২:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রদ্ধেয় জুলভার্ন ভাই,
আপনার মন্তব্য আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
অনেক ধন্যবাদ বড়ভাই।

১১| ১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: সোনাগাজী বলেছেন: ৩য় বিশ্বের শিক্ষিতদের দায়িত্ব হচ্ছে, বাকীদের শিক্ষিত করার জন্য পদক্ষেপ নেয়া।

চাঁদগাজী সাহেব কিন্তু কথাটা খুব সুন্দর বলেছেন। দামী কথা বলেছেন। আমি আমাদের দেশেরর কোনো মন্ত্রীদের মুখে এরকম দামী এবং ভালো কথা শুনি নাই। এমন কি প্রধানমন্ত্রির মুখেও না।

১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার উস্তাদ চাঁদগাজী সবসময় লিজেন্ডারি বক্তব্য দিয়ে থাকেন। হক কথা সবসময় তেতো হয়, তাই অধিকাংশই উনাকে ভুল বুঝে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.