![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে বলছি
তুমি যদি ঘুমিয়ে থাক তবে তোমাকেই বলছি
এত বছর অব্দি শুধু তোমাকেই ভেবেছি
তোমার ছায়া হয়ে তোমার চুলে রোদ হয়ে
তোমার আচলের সুতো হয়ে আমিই ছিলাম
সপ্তমির ভোরে শিউলি হয়ে ঝরেছিলাম
মাছ কে তিরস্কার করেছ আথচ মাছের কাটা হয়ে
তোমার গলায় আমিই বিধেছিলাম।
বিকেলের এক পশলা ব্রিস্টি, পায়ে জরানো চোরাকাটায়
রাত্তি বেলা হাতের কাছে এক গেলাস পানি
আর কেউ নয় এ শুধু তোমার জন্য আমি।
তুমি যদি ঘুমিয়ে থাক তবে তোমাকেই বলছি
তোমার শিয়োরে আমি জেগে আছি।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
গগণজয় বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
খুলনার শের বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটা।