![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে নাবালক আলোর সাথে
ঝিরি ঝিরি বৃস্টি
আর ধোয়া উঠা চায়ের কাপে আগুছালো চুমুক,
বহুতল দেয়ালের রুফ-টপ ক্যান্টিনে বসে আছি
এমনই সাধারন দৃশ্যপটে
দেখেছি তাকে ।
সাধারন ঢিলে ঢালা জামা
খুব সাধারন গায়ের রঙ হলদে সাদা
খুব সাধারন লম্বা চোখ
খুব সাধারন দীর্ঘায়িত হাসি
খুব সাধারন রুপ
অথচ এত সাধারন চেহারা আমি বহুদিন দেখিনি।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
গগণজয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
সানড্যান্স বলেছেন: এখন সাধারনেরা অসাধারন এর মাঝে লুকিয়ে থাকে, একজন সাধারনের জন্য কবিতায় বেশ হাহাকার দেখা যাচ্ছে
১২ ই মে, ২০১৩ রাত ১০:২৮
গগণজয় বলেছেন: জ্বি চাচু।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
তিথির অনুভূতি বলেছেন: খুব সাধারন রুপ
অথচ এত সাধারন চেহারা আমি বহুদিন দেখিনি।