![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ২১ শতাব্দি তে বাস করছি। আমাদের দেশে আজ স্যাটেলাইট চ্যানেল আছে, ইন্টারনেট আছে।সব কিছু হাতের মুঠই তবু আমরা সব সময় গুজব এর স্বিকার হচ্ছি। আর গুজব কে কেন্দ্র করে হানাহানি তে মারা যাচ্ছে মানুষ। এক চিটাগাং এ বৈদ্ধ বিহার, সাইদি কে চাদে দেখা আবার গতকাল হুজুর গ্রেফতার এর খবরে মারা গেল মানুষ। অথচ হাতের মুঠোই সারা দুনিয়া।
নতুন করে শুরু হয়েছে ৬ মের রাতের ঘটনা। কেউ বলছেন হতাহত হয়নি কেউ বলছেন ২৫,কেউ ১৪ আবার কেউ বলছেন ২০০০-৩০০০ জন। আমরা যা দেখি (মিডিয়া, সংবাদ পত্র) যদি সত্য হয় তবে তো হতাহত খুব বেশি না।কিন্তু এটা কে কেন্দ্র করে তিন দিন হরতাল হচ্ছে তারা কিন্তু বলছেন গন হত্যা। আমার প্রশ্ন, তারা যে কথা বলছেন তার সুত্র কি? যদি কোনো সুত্র থাকে তবে আমদের সাথেও শেয়ার করুন আমরা ও জানি । আমরা ও হরতালে অংশ নি। দেশের এরকম একটা পরিস্থিতিতে আমরা অন্ধকারে কেন থাকব?
কেউ কেউ বলছেন সরকার নাকি রাতের আধারে নিরিহ নিরস্ত ঘুমন্ত মানুষের উপর আক্রমন করেছেন। হেফাজত কিছুই করিনি। তারা আগুন দেই নি, ভাংচুর করিনি, তারা অবস্থান করমসুচি করিনি, তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়েনি। যদি তাই হই তবে সারা দিন টিভি তে কি দেখলাম।
ধরে নিলাম যে হাজার হাজার মানুশ মারা গেল তাদের লাশ গুম ও হয়ে গেল, আবার সরকার বাংলাদেশের ২৩ টা মিডিয়া চ্যানেল কে ম্যানেজ ও করলেন, দুটো চ্যানেল কে বন্ধ করলেন।তবে আন্তরজাতিক মিডীয়া কে কিভাবে ম্যানেজ করলেন? যেমন- আল জাজিরা, সি,এন,এন, বিবিসি। এই চ্যানেল গুলোতে হতাহতের সংখা এত কম কেন? এদের ম্যানেজ করা বাংলাদেশের কোণো সরকার এর পক্ষে সম্ভব না। আর আল জাজিরা তো এই খবর পাইলে কথাই নাই।
তারপর ও যদি এত মানুষ মারা গিয়ে থাকে তবে যারা সঠিক খবর জানেন তারা আমাদের ও জানান। আমরাও জানি।
হ্যা, সংখা কোন বিষয় হতে পারে না।যদি এক জন মানুষ ও মারা যাই তবে ও তার জবাব আমরা চাই। প্রয়জনে সেটা তেই হরতাল হবে।
তবে অসমরথিত খবরের বরাত দিয়ে গনহত্যা বলাও কিন্তু ঠিক না।
০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬
গগণজয় বলেছেন: ধন্যবাদ।
প্রতিটি খবর মিডিয়াতে (জাতিয় বা আন্তরজাতিক) আসে। একটু এদিক সেদিক হয়। কিন্তু এখানে খবর গুলোর মাঝে কোনো সামঞ্জস্য নেই। কথাও ১৪,২২, ১০০-৫০০ আবার ২০০০-৩০০০। আমার প্রশ্নটা সেখানেই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৭
মুক্ত আকাশ বলেছেন: জানিনা আসলে কতজন নিহত হয়েছে।সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। কতদিন কিংবা কত বছর কিংবা আসলেই কোনদিন জানা যাবে কিনা, সেটা বলা মুশকিল।
রাতের আধারে গুলি চালিয়ে কিংবা দিনের বেলায় কোন বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে করা গনহত্যার ফলে নিহত মানুষের সঠিক সংখ্যা দু এক দিন পরের আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে তার কোন নজীর কি আপনি জানেন?