![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতের খবরেই দেখেছিলাম যে মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ হেরে যাওয়া তে যত টা অবাক হই নি, এই সিদ্ধান্তে তার চেয়ে বেশি অবাক হয়েছি। উনি নাকি ব্যাথতার দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।ব্যাক্তিগত ব্যারথতা এই সিরিজে হইত আছে (৫,২৬,৩২ রান) কিন্তু তাই বলে অধিনায়কত্ব ছেড়ে দেয়া টা সমাধান নয়। প্রথম ৫ জন ব্যাটস ম্যান তিন ম্যাচের কোনো টাতেই ৫০ রান পেরুতে পারেন নি।
মুশফিক বাংলাদেশের কাপ্টেন হিসেবে তার যগ্যতা অনেক আগেই প্রমান করেছেন।সামনে থেকে লিড দেয়েছেন প্রায়শ। তার চেয়ে বড় ব্যাপার এই মুহুরতে অন্য কোনো যোগ্য অধিনায়ক ও নেই। মাহমুদ্দল্লাহ রিয়াদ সহ-অধিনায়ক হিসেবে আছেন যিনি নিজেই দলে মাঝে মাঝে জাইগা পান না।
সাকিব-আমিম এর অভিনয়কত্ব পরিক্ষিত। বাকি থাকেন অনভিজ্ঞ নাসির এবং আব্দুর রাজ্জাক যিনি আবার টেস্ট এ খেলেন না।
আমরা জানি মুশি একটু অবেগি কিন্তু আবেগ নিয়ে নয় এখন বাস্তবতা বুঝতে হবে।
সেই সাথে আমি আমাদের রাজনৈতিক নেতা দেরও বলব কিছু শিখুন। দায়িত্বের ভার নিতে শিখুন।
বাংলাদেশ ক্রিকেট বর্ড আশা করি মুশফিক কে বঝাতে সক্ষ্মম হবেন।
০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪
গগণজয় বলেছেন: ধন্যবাদ।
সাকিব- তামিম হবে।
২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:০৩
খোলাচোখে বলেছেন: নির্বাচক দের আগে তাদের ... কাজ সম্পর্কে জানতে হবে .... তারা যে টিম দেন সেই টিম নিয়ে ই অধিনায়কদের ... কেরতে হয় ...... মুশফিক এর বিকল্প সুধু সেই.... অধিনায়ক হিসাবে প্রমানিত .....
বার বার বলা হচ্ছে যে, টপ অডার এর বর্ত্যতাতে এই বিপর্যয়..... কিন্তু টপ অর্ডার এর সাজানো টা কি ঠিক ছিল???????
তামিম - আশরাফুল ওপেনিং এর জন্য ঠিক ..... ৩ নং পজিশনটা নিয়ে পরিক্ষা করার কি আছে??
আমার মনে হয় ৩নং পজিশনে হাবিবুল বাশার এর পরে ধারাবাহিক ছিল যেকোন ধরনের ক্রিকেট এ..... জুনায়েদ সিদ্দীক.... তাকে ফেরানো হোক.... তাহলে টিমএর বারসম্য আসবে....
দলটা এমন হতে পারে ...
তামিম
আসরাফুল/শাহরীয়ার নাফিস
জুনায়েদ
মুশফিকুর
সাকিব
নাসির
মাহমুদুল্লা/মমিনুল
রাজ্জাক/শুভ/সানী
মাশরাফি/শফিউল/রবিউল
জিয়াউর রহমান
রুবেল হাসেন/শাহাদাৎ
পজিশন মত আরো কিছু খেলওয়ার... রাখা যেতে পারে....
তহলে এই ধরনের বিব্রতকর অবস্থায় আর পঢ়তে হবেনা...
১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৫
গগণজয় বলেছেন: ৩ নং পজিসন নিয়ে আমাদের সমস্যা আছে। কিন্তু এই জায়গায় এর আগে রকিবুল খেলেছেন কিন্তু রেজ়াল্ট ভালো না।বার বার এক্সপ্রিমেন্ট করা হয়েছে। জুনায়েদ খেলেছেন এই জায়গায়,কিন্তু এখানেও ব্যারথতা। তাই এই জায়গা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনার সাথে সহমত হাবিবুল বাশার ছাড়া কেউ এই জায়গায় ফিট হতে পারেন নি। তবে আমি মাহ মুদুল্লাহ এর পজিশন টা আর ও উপরে দেখতে চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ সকাল ১১:০৪
আতাউররহমান১২০০৭ বলেছেন: সাকিব-আমিম কে ভাই ? বানান একটু সমস্যা আছে। যাই হোক আমিও খুব কষ্ট পাইছি সিদ্ধান্ত টা শুনে। এই মূহুর্তে মুশফিকের বিকল্প শুধুই মুশফিক।