নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গগণজয়

জানতে চাই..

গগণজয় › বিস্তারিত পোস্টঃ

একটি বিয়ে, জিন্স প্যান্ট এবং আমার চিন্তা

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫

এই তো কয়দিন আগে আমি একটা বিয়ের দাওয়াত খেতে আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। প্রত্যন্ত গ্রামে এক বাড়িতে দাওয়াত পেয়েছি। শুক্রবার দুপুরে দাওয়াত। আশা ছিল দুপুরে ভাত আর গরুর মাংস খাব (বিয়ে বাড়ির গরুর প্রতি আমার একটা দুর্বলতা আছে)। কিন্তু গিয়ে দেখি পোলাওয়ের গন্ধ।বুঝালাম সামাজিক ব্যপার, তোমার আর্থিক অবস্থা যায় হোক না কেন, বিয়েতে পোলাও করতেই হবে। আমার সাথে গেছে আমার এক খালাত ভাই যিনি পেশায় কলেজ লেকচারার। আমরা দুজনাই জিন্স প্যান্ট আর সাথে টি-শার্ট পরে গেছি। প্রচন্দ গরম সেদিন।

গিয়ে দেখি খুব বেশি লোকের আয়জন নয়। অনুষ্ঠানের মাঝে একটা অসচ্ছলাতা আছে।

খাওয়া দাওয়ার দায়িত্বে আছেন দু- তিন জন যুবক, আর সাথে কিছু মাঝ বয়সি চাচা টাইপ মানুষ।

আমার আব্জারভেশন টা সেখানেই। দেখলাম এখানে আসা শিশু থেকে যুবক বয়েসি যারা তারা সবাই জিন্সের প্যান্ট পরেছেন। অথচ মাঝ বয়েসি থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পরেছেন লুঙ্গি আথবা পায়জামা।

জিন্সের প্যান্ট বাংলায় কখন থেকে পরা শুরু হয়েছে আমার জানা নেই। যদি বাংলাদেশের সিনেমার দিকে তাকাই তবে আমার জানা নেই নায়ক রাজ রাজ্জাক জিন্স পরেছিলেন কিনা? তবে নায়ক জাফর ইকবাল কে দেখেছি।

জিন্স সম্পরকে জানতে উইকি তে দেখলাম,এই মহান আবিষ্কার টি হয়েছিল কাউ বয় দের জন্য, আবিষ্কার কর্তা হচ্ছেন জ্যাকব ডেভিস যিনি পেশায় ছিলেন দরজি। ১৯৫০ এর পর থেকে জিন্স টিনেজারদের মাঝে জনপ্রিয় হতে শুরু করে। তারপর বিশ্ব জয় করে এখন সারা পৃথিবিতেই জিন্সের জয় জয় কার।

আগে আমার বাবা বলতেন যে আমরা গরমের দিনে জিন্স কিভাবে পরে থাকি। আমাকে দেখে নাকি তার নিজেরই গরম লাগে। অথছ এখন আমাদের সবার কাছেই জিন্স সারা বছরের নাম্বার ওয়ান চয়েস।

এখন জিন্স সবাই পরছেন।শহরে,গ্রামে প্রত্যন্ত গ্রামে, শিশু থেকে বৃদ্ধ, ধনি থেকে কাঙ্গাল সবাই পরছেন জিন্স। রাজমিস্ত্র্য, রঙ মিস্ত্রি থেকে মাঠে খেটে খাওয়া মানুষ ও আজ জিন্স পরছেন। এই একটা জ়ায়গায় আমরা সবাই এক কাতারে দাড়িয়েছি। দামের অবশ্য বিশাল ফারাক আছে। কিন্তু জিন্স তো জিন্স ।

আমাদের সংস্কৃতিতে জিন্স ছিল না।কিন্তু এখন সেটা আমাদের সংস্কৃতিতে চলে এসেছে এবং পোষাকের দিক দিয়ে অন্তত আমাদের একটা সাম্যে নিয়ে এসেছে। :)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩০

কোহকাফের বাসিন্দা! বলেছেন: হুমম। জিনিষটা আমার চোখেও পড়ে গ্রামে গেলে। শুধু তাই না, দেখবেন লেটেস্ট কাটিং-এর জিনসই পড়ছে সবাই।

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৪

গগণজয় বলেছেন: জ্বি। আমার চোখে ও তাই পড়েছে।

২| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩

কালোপরী বলেছেন: হুম

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৫

গগণজয় বলেছেন: হুম।।

৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫৬

লজিক মানুষ বলেছেন: :|| :|| :|| এইডা কিছু হইলো???

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৬

গগণজয় বলেছেন: না ভাই কিছুই হইল না। সরি।

৪| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

আর জিন্সে সবাইকে মোটামুটি মানিয়েও যায়।

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৭

গগণজয় বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

গগণজয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.