![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে কিসের এতো মিল?
নদীর নাকি গধুলী?
যত বার গধুলী বেলায় নদীর কাছে গিয়েছি
যেন তোমাকেই ছুয়েছি।
হয়ত তোমার চুলের মতই বয়ে চলে নদী
নাকি সন্ধ্যে হলে তোমার চোখেই ফিরে আসে পাখি?
হয়ত তোমার কানের মত কোথাও বেকেছে নদী
নাকি তোমার চোখেই ছল ছল করে নদী?
©somewhere in net ltd.