![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিঃছিদ্র স্বপ্নের মাঝে
তোমার সাপের মত আগমন।
অতঃপর লখিন্দের মত আমি ম্রিতপ্রায়।
রাতের ভিতরে রাত জেগে উঠল
কোথাও যেন নির্জনতায় ঘুন পোকারা
পেল আশ্রয়,
আমি ও তোমার চোখে নিলাম প্রশ্রয়।
তারপর শুধু সবুজ ছুয়ে চলা রেলের মত
চলেছে অনন্ত স্বপ্ন।
আমার একান্ত ব্যাক্তি গত স্বাপ্নের মাঝে
তোমার সাম্রাজ্য বাদী আগ্রমন
অতঃপর আর পাচ টা দুর্বলের মত আমার আত্ম সমর্পন।
©somewhere in net ltd.