![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য দেখা মুভি
1)now you see me
Now You See Me (2013)
director: Louis Leterrier ,known for: the incredible hulk, transporter-2,clash of titans.
২০১৩ সালে রিলিজ পাওয়া মার্ক রুফালো,মরগান ফ্রীমান অভিনিত থ্রিলার আকশন মুভি। ছবির প্রথমেই চার জন স্ট্রিট ম্যাজিশিয়ানের কাছে আসে অজানা আমান্ত্রন। আমান্ত্রনে সাড়া দিয়ে তারা পেয়ে যান এক টি মাস্টার প্ল্যানের ব্লু প্রিন্ট। নতুন নতুন স্টেজ শো করতে করতে বছরান্তে তারা হয়ে যান 'ফোর হরস ম্যান'। লাস ভেগাসে শো করে তারা ম্যাজিকের মাঝেই লুটে নেন ব্যাঙ্ক। আর তখন থেকেই তাদের পেছনে লাগে FBI আর Interpool অসম্ভব এই কান্ডের ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন ইলুইসান এক্সপার্ট Thaddeus Bradley(মরগান ফ্রী ম্যান)। হয়ে উঠে দারুন জনপ্রিয় তারকা সাথে উঠে ক্রিমিনাল। প্রতিটি চোখ ধাধাণো ম্যাজিক আর তার পেছনের চমৎকার ব্যাখ্যা নিয়ে এগিয়ে যাই কাহানি। আর সব শেষে অপেক্ষা করছে দারুন টুইস্ট।
বলতে গেলে উপভোগ্য একটি মুভি।
২। Trance (2013)
dir- Danny Boyle known for 127 hours,slum dog millenire
কাহিনি এক জন আর্ট অকশনার (Simon) এর যে কিনা এক জন জুয়ারি। একটি মাস্টার পিস ছবি চুরি কে কেন্দ্র করে কাহিনি। ছবি চুরির পর মাথায় আঘাত পেয়ে ভুলে যাই সে কোথায় লুকিয়ে রেখেছে সেই মাস্টার পিস ছবিটি। গ্যাঙ্গের অন্য সদস্যদের অত্যাচারের পর ও যখন ছবির রহস্য বের হয়ে আসে না তখন তারা সাহায্য নেয় এক জন হিপণোথেরাপিস্টের (Rosario Dawson)।তারপর শুরু হয় রহস্য উন্মচন। কিন্তু কাহিনি যতই এগিয়ে যায় ততই বাড়তে থাকে প্রশ্ন। অবশেষে কি সত্য বের হয় তা জানতে দেখতে হবে পুরো মুভি টি।
ড্যানি বয়েলের কাজ এখানেও দর্শক কে বসিয়ে রেখেছে সিটে। James McAvoy এবং Rosario Dawson এর অভিনয় ছিল চমৎকার।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
গগণজয় বলেছেন: ভালো লাগবে আশা করি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
তওসীফ সাদাত বলেছেন: প্রথম মুভিটি দেখেছি। অসাধারণ প্রেজেন্টেশন।
দ্বিতীয় টি দেখিনি। ওয়াচ লিস্ট এ রাখলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
গগণজয় বলেছেন: দেখে ফেলুন ভাল লাগবে আশা করি।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
হিমু্_017 বলেছেন: প্রথম টা দেখসি । সেই মুভি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
গগণজয় বলেছেন: সেকেন্ড টাও দেখুন।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: দুইটাই দেখছি টুইস্ট লাভারদের জন্য সেকেন্ড টা মাস্ট সি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
গগণজয় বলেছেন: সহমত।
আমার মত টুইস্ট লাভার দের খুব ভাল লাগবে।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: দেখেছি। দুইটাই ব্যপক টুইস্ট যুক্ত ম্যুভি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
গগণজয় বলেছেন: সহমত।
আমার মত টুইস্ট লাভার দের খুব ভাল লাগবে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: নাউ ইউ সি মি আছে, দেখা হয় নাই। আপনার রিভিউ পড়ে চরম লোভ লাগলো। ট্রান্স দেখসি। দুর্দান্ত লাগসে।
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
গগণজয় বলেছেন: দেখে ফেলুন ভাল লাগবে আশা করি।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
১ দেখসি।
২'র ব্যাপারে পড়ে ইন্টারেস্টিং মনে হলো, লিস্টেড ||