![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
ছুডু বেলায় আমরা Active And Passive voice পড়ছি। কি পড়ছি?
আমি ভাত খাই I eat rice - Active voice
উপরের sentence টার passive voice কি হইব? Rice is eaten by me। অর্থ কি? ভাত আমাকে দিয়ে খাওয়া হয়। - এহন আফনে আমারে একটা কতা কন, এই বাক্যডা এই ইহ জীবনে ব্যবহার করছেন নাকি করবেন নাকি করতে দেখছেন কাওরে। মাগার এইগুলাই শিখছি আমরা। ঘোড়ার ডিমের বাংলা বাক্যরে passive voice করছি, যেইগুলার ব্যবহার জীবনে করি নাই, আর ব্যবহার না কইরা না কইরা Active And Passive জিনিসটাই কি গেছি ভুইল্লা।
যাই হোক, এহন আসেন দেহি Active And Passive Sense টা কি জিনিস। একটু বইয়ের ভাষায় যদি বলি তাইলে subject বা কর্তা যদি নিজে থেইকা কুনু কাম করে তাইলে সেইটা হইল Active। - Active Sense ডা বুঝার লাইগা এই সংজ্ঞাডা ওক্কে।
এই যেমন ধরেন, আমি স্কুলে যাই। বালকেরা ফুটবল খেলছে। আমাদের হেডমাষ্টার স্যার আমাদেরকে ইংলিশ শেখান। বালকেরা ঘুড়ি উড়াচ্ছিল। তারা কাজটি সম্পন্ন করবে।
এখন আসেন Passive টা কি দেখি। বইয়ের ভাষা অনুযায়ী যদি আমরা কই - কর্তা কে দিয়ে কাজটি করানো হলে সেইটারে Passive কয়।
যেমন, বালকদের দিয়ে ফুটবল খেলা চলছে। আমাদেরকে ইংলিশ আমাদের হেডমাষ্টার স্যার কে দিয়ে শেখানো হয়। ঘুড়ি বালকদের দিয়ে উড়ানো হচ্ছিল। কাজটি তাদের দ্বারা সম্পন্ন হবে। - এহন আসেন, উপরের উদাহরন দেইখা আপনের মনে কি প্রশ্ন আইছে? - সেইটা নিচের মন্তব্যের ঘরে লিখেন। আমার মনে যেই প্রশ্নডা আইছে সেইটা হইল, Passive শিখনের কাম কি? সব Active এ কইলেইতো লেটা চুকে গেল। হে. হে.. হে...
কিন্তু একটা আছে। "জনগনের ভোগান্তি কমানোর জন্য খিলক্ষেত ফ্লাইওভার তৈরী করা হচ্ছে।" - Active ট্রান্সলেট করার চেষ্টা করেনতো দেখি।
আমি কিন্তু আমার এই সিক্যুয়েল আরম্ভ করার সময় একটা কতা কইছিলাম - আমাগোর বাপ-চাচা আর স্যারগোর থেইকা যে grammar শিখছি সেইগুলা ভুইলা যান। আমরা কিন্তু কুনু tense বা voice শিখুম না। আমরা শিখুম Sense। আমরা অনুভব করতে শিখুম। অনুভব করতে শিখুম কাজডা কখন ঘটল, কেমনে ঘটল, কেডা ঘটাইল।
টায়ার্ড লাগতাছে। আইজকা খাওন দাওনডা বেশি হইছে মন অয়। একটু রেষ্ট নিয়া আহি।
Passive Sense - নিয়া আরও যা লিখছি - কেন Passive?
--------------------------------------------------------------------------------
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
--------------------------------------------------------------------------------
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৭
গ্রীনলাভার বলেছেন: Honey is sweet when it is tested. - মধু মিষ্টি যখন এটি খাওয়া হয়। তার মানে কি? মধু না খাইলে তিতা থাকত। আমরা খাই বইলাই এটা মিষ্টি??? এইসব বোগাস ট্রান্সলেশন পড়ছি আমারা।