নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

সুখপাঠ্য - এলেবেলে - ১

১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৮

বহুদিন পর এক রম্য রচনা পড়লাম। লেখক হুমায়ুন আহমেদ।



রচনার শুরু বেকায়দা অবস্থার বর্ননা দিয়ে। হুমায়ুন আহমেদ বৈশাখী মেলায় গিয়েছেন মেয়েদের সঙ্গে নিয়ে। ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে গেল। সবাইকে আইসক্রিম কিনে দেয়া হল। তো মেজো মেয়ে বাবার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলল, এক কামড় খাও বাবা। তার দেখাদেখি অন্য মেয়েরা সবাই তার দিকে আইসক্রিম বাড়িয়ে দিল। ওদের থেকেও এক কামড় খেতে হবে। এরই মাঝে ভিড় জমে গেল। ছোট ছোট চারটি মেয়ে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে এবং একজন বয়স্ক লোক কপ্‌ কপ্‌ করে সবার আইসক্রিমে কামড়ে দিচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল, "বাবা আমিও ঐ লোকটাকে আইসক্রিম খাওয়াব!"



শিশুরা কাউকে বিব্রত করতে চাইলে তখনই সত্য কথা বলে থাকে - এটি হুমায়ুন আহমেদের বদ্ধমুল ধারনা। একটি উদাহরন - মাঝে মাঝে হুমায়ুন আহমেদ একজন সংস্কৃতিবান মহিলার বাসায় যেতেন। সেখানে সাহিত্য নিয়ে অতি উচ্চমার্গের কথাবার্তা হয়। এবং মহিলাটি নানান সময় হুমায়ুন আহমেদের লেখালেখি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। একদিনের কথা। বাংলাদেশে কেন এখনও বড় উপন্যাসিকের জন্ম হল না এ নিয়ে কথা চলছে। হঠাৎ মহিলাটির ছোট মেয়ে এসে বলল, চাচা, আম্মু না আপনাকে ছাগল ডাকে। মহিলা অধিক শোকে পাথর হয়ে যাওয়ার তত্ত্বটি আবারও প্রমান করলেন।



তো হুমায়ুন আহমেদ কাউকে "না" বলতে পারেন না। টিভির প্রযোজক যে যখনই নাটক চান তিনি লিখে দেন। ঈদের নাটক, ধারাবাহিক নাটক, হাসির নাটক। এই নাটক লিখা বহু কষ্টের কাজ। হাসির নাটক দু'পাতা লিখে অন্যকে পড়ে শোনালে হাসার বদলে তারা আরও গম্ভীর হয়ে যায়। কখনও কখনও মনে হয় পাগলা গারদের পাগল ছাড়া এই নাটক দেখে কেউ হাসবে না। তো একদিন তিনি শুনছেন তাঁর বড় মেয়ে টেলিফোনে তার বান্ধবীকে বলছে - জানিস, আমার বাবার না খুব মেজাজ খারাপ। সারাদিন সবাইকে ধমকাধমকি করছে। হাসির নাটক লিখছে তো এই জন্যে।



বই পড়ে আমরা হরহামেশাই বিভ্রান্তিতে পড়ি। হুমায়ুন আহমেদ নিজেও পড়েছেন। তাঁর শৈশবের ঘটনা। ক্লাস ফোরে পড়ছেন। সেই সময় "এক বৃন্তে দু'টি ফুল" নামের এক বই পড়ে তিনি প্রথম জানতে পারেন যে প্রেম একটি স্বর্গীয়, মহৎ এবং অতি উঁচু স্তরের ব্যাপার। তো তিনি তার সদ্যলব্ধ জ্ঞান সাথে সাথে কাজে লাগালেন। পাশের বাসার পরী নামের এক বালিকাকে ডেকে কাঁঠাল গাছের নিচে নিয়ে গেলেন। ফিস ফিস করে বললেন - পরী আমি তোমাকে ভালবাসি।

পরী চোখ বড় বড় করে মাথা ঝাঁকিয়ে বলল - "তুই অসভ্য"। ঘটনা এখানেই শেষ হয়নি। মেয়েরা পেটে কথা রাখতে পারে না। কাজেই পাঠক পাঠিকারা এর পরের অবস্থা সহজেই অনুমান করতে পারছেন.....







খবিরুদ্দিন, একজন এলএমএফ ডাক্তার। তার ধারনা, বদহজমে যে সমস্ত লক্ষন দেখা যায় অবিকল একই লক্ষন প্রকাশ পায় প্রেমে পড়লে। বুক জ্বালা, অস্বস্তি, মাথা ঘুরা, রক্তচাপ বৃদ্ধি, পিপাসা বোধ এবং অনিদ্রা। তাঁর মতে প্রেম এবং বদহজম - এ দু'ট আসলে একই জিনিশ। এক বৃন্তে দু'টি ফুল। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বদহজমের অষুধ দিয়ে প্রেম রোগ সারানো যায়......











পাঠকদের সুখপাঠ্য বইটি পড়ার আমন্ত্রন রইল। :)









মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:২৪

চারশবিশ বলেছেন: ঠিক আছে

১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪

গ্রীনলাভার বলেছেন: বইটি কিনে পড়বেন নাকি নেট থেকে চুরি করবেন? :D :D

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:২৮

নিয়েল হিমু বলেছেন: আজ নেই স্যার । অনেক দেরিতে পড়লেন বইটা আপনি ।
এলেবেলে ১
এলেবেলে ২
নামে মনে হয় ২টি বই আছে ?

১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩২

গ্রীনলাভার বলেছেন: রম্য আরও কয়েকটা বইয়ের নাম বলুনতো। :)

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৩

গ্রীনলাভার বলেছেন: সামুতে ছবি আপলোড করলে এরকম ভেন্দামার্কা হয়ে যায় কেন?

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৭

কালোপরী বলেছেন: :)

১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪০

গ্রীনলাভার বলেছেন: পরী, বই কেনার অভ্যাস আছে? :D :D

৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে ১,২- দুইটাই আসে। বেশ কয়েকবার করে পড়সি ||

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৯

গ্রীনলাভার বলেছেন: এলেবেলে - ২ তে অফস্প্রিং ছেলেপেলের বর্ননা পড়ে ১০ মিনিট ধরে হাসছিলাম। তবে এলেবেলে - ১ টা জোস। কি বলেন?

৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: লেখা পড়ে তো মনে হল উনার নিন্দা চর্চা করলেন আবার আরো ব ই খুজেন কেন

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

গ্রীনলাভার বলেছেন: হা হা হা হা....
আপনার জন্যে একটা কৌতুক। দেখি হাসাতে পারি কিনা -

ফুলবাড়িয়া রেল স্টেশনে এক পাগল ট্রেনের ইন্জিনগুলিকে গম্ভীর গলায় উপদেশ দিচ্ছে - "বাবারা লাইনে থাকিস"।

৭| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৫৮

কালোপরী বলেছেন: অভ্যাস ছিল, যখন টাকা ছিল না


এখন টাকা আছে, অভ্যাস মরে গেছে :(

১৮ ই মে, ২০১৩ রাত ১:৪২

গ্রীনলাভার বলেছেন: বুঝতে পারছি। আগে স্কুল-কলেজে পড়তেন। তাই খালি আউট বই পড়তে মন চাইত।
আরে মন খারাপ করেন কেন? এর সমাধান তো খুবই সরল। আবার কলেজে ভর্তি হন গিয়া... :D :D :D

৮| ১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

কালোপরী বলেছেন: এত কষ্ট করে পড়াশোনা শেষ করেছি আবার মরতে যাই কলেজে হাহা


যাই সার্টিফিকেট নিয়ে আসি, খালি আলসেমি লাগে :P :P

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৮

গ্রীনলাভার বলেছেন: পড়াশুনা শেষ কইরা ফেলছেন? কাজটা ভাল করেন নাই। কয়েকদিন পরে গান গাইবেন - আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম..... :D :D :D

৯| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এলেবেলে পৈড়া মুখস্ত করে ফেলসি।

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

গ্রীনলাভার বলেছেন: আরো কয়েকটা রম্য বইয়ের নাম বলেনতো। হেসে হেসে কয়েকটা দিন পাড় করা যাক। :D :D :D

১০| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫১

কালোপরী বলেছেন: এই গান তো কবে থেকেই গাইতেছি :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.