![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
ইন্টারভিউ বোর্ডের কমন একটা প্রশ্ন হল, "আপনি আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন?"। একটা সময়ে এই প্রশ্নটা সত্যিই কঠিন একটা প্রশ্ন ছিল আমার কাছে। কেন কঠিন ছিল বলছি। এক কোম্পানিতে জব করছি। আমরা প্রোগ্রামার আছি ১০০ এর উপরে। সবাই এক ফ্লোরে বসে কাজ করি - বিশাল খোলামেলা ফ্লোর। এনভায়রনমেন্ট নিয়ে কোন প্রশ্ন নেই। এইচআর চমৎকার। অফিস কলিগরা খুবই মাইডিয়ার টাইপের। তো মাথায় ভুত চাপল - জব চেন্জ করব। বিডিজবসে্ এপ্লাই করে এক কোম্পানিতে ডাক পেলাম। তো ইন্টারভিউতে যাওয়ার আগে এক বড় ভাইকে জিজ্ঞাস করলাম এই কঠিন প্রশ্নটা সম্পর্কে। উনি বললেন যে, গুড এনভায়রনমেন্ট, লেটেস্ট টেকনোলজিতে কাজ করার আগ্রহ - এসবের কথা বলতে।
গেলাম কোম্পানিতে ইন্টারভিউ দিতে। বাসাবাড়ির এক এপার্টমেন্টের ৩/৪ টা রুম নিয়ে একটা অফিস। সর্বসাকুল্যে ৮/১০ জন প্রোগ্রামার। শুরু হল ইন্টারভিউ। তো সেই কমন প্রশ্নের পালা। কেন আমি চাকরি সুইচ করতে চাই। বলব না বলব না করেও বলে ফেললাম, "ভাল সেলারির জন্য।" বলেই ভাবলাম, হাড়-হাভাতে ভাবল নাতো আবার।
যাই হোক। শুধু যে ঐ একটাই অপ্রীতিকর প্রশ্ন আছে, তাই নয়। আবার এগুলো যে শুধু আমাদের দেশীয় সংস্কৃতি তাও নয়। ইন্টারভিউ বোর্ডের সব ইন্টারভিউয়ার দের মাথায় যে আজগুবি সব প্রশ্নের ঝড় চলতে শুরু করে - এটা সার্বজনিন। যেমন কয়েকটা দেখলেই বুঝবেন (সাথে আমার নিজের উত্তরগুলাও। মানে আমি হইলে মনে মনে যা যা উত্তর দিতাম ) -
আপনাকে এক বাক্স পেন্সিল দেয়া হল। পেন্সিল দিয়ে সাধারনভাবে আমরা যে যে কাজ করি, তা না করে আর কি কি করা যায় তার ১০ টি লিস্ট তৈরি করে দেখান। - (জব পোষ্ট - গুগোল এডমিনিসট্রেটিভ এসিসট্যান্ট)
[প্রশ্ন শুনে আমিও ভেবাচেকা খাইছিলাম। এক খাতায় লিখা ছাড়া আর কত কি করা যায় পেন্সিল দিয়া!!!]
এই লিফট্টি ঠিক আছে কিনা টেষ্ট করবেন কিভাবে? (জব পোষ্ট - সফট্ওয়্যার ডেফেলপমেন্ট ইন্জিঃ - মাইক্রোসফট্)
[আরে বেটা লিফট্টা একবার চালায়ে দেখলেইতো হয় চলে কিনা। বেটা আহাম্মক]
আপনি যদি মার্স গ্রহ থেকে এসে থাকেন তাহলে সমস্যাগুলোর সমাধান করবেন কিভাবে? (জব পোষ্ট - সিনিয়র রিক্রুটিং ম্যানেজার - আমাজন)
[মার্সের প্রানীদের আইকিউ কেমন জানি?]
আপনাকে যদি রাস্তার সাইনবোর্ড হতে হয় তাহলে কোনটি বেছে নিবেন? (জব পোষ্ট - সেলস্ এসোসিয়েট - প্যাসিফিক সানওয়্যার)
[I will choice - Go Right]
ধরুন এক রাশিয়ান গুন্ডা আপনাকে কিডন্যাপ করল। এরপর সে ছয় রাউন্ডের এক রিভলবারে পাশাপাশি ২ টা বুলেট ঢুকাল, সিলিন্ডারটাকে কয়েকবার ঘুরাল, এরপর আপনার মাথা বরাবর তাক করে ট্রিগার টিপে দিল। দেখা গেল, আপনি বেঁচে আছেন। এরপর গুন্ডাটি আপনাকে ঠান্ডা গলায় বলল, আপনি কি চান যে, সিলিন্ডারটি আবার ঘুরানো হোক এরপর শুট করা হোক। নাকি না ঘুরিয়েই আবার ট্রিগার চাপা হোক।
- এখন আপনার জন্য প্রশ্ন হল, প্রতিটা অপশনে আপনার গুলি বিদ্ধ হবার সম্ভাবনা কতটুকু? (জব পোষ্ট - ইন্টারনেট মার্কেটিং এনালিষ্ট - ফেসবুক)
[দুই ক্ষেত্রেই মনে হয় 30%। জানি নাহ। অংকে কাঁচা স্যার...]
একটি কৌতুক বলুনতো দেখি। (জব পোষ্ট - ফাইনেনসিয়াল এনালিষ্ট - জেপি মরগান চেজ)
[আপনেই বলেন। আমি শুনি।]
বলুন, কেন আমি আপনাকে এই চাকুরিটি দেব না। (জব পোষ্ট - রিক্রুটার - টুইটার)
[দিলে দিবেন না দিলে নাই। এত প্যাচান ক্যা?]
আট বছরের বালকের কাছে একটি ডায়নামো-কে কি বলে বোঝাবেন? (জব পোষ্ট - ইন্জিঃ টেকনিশিয়ান - টেসলা মটরস্)
[এইটা দিয়া বাতি জ্বালান যায়। কি বুঝলি?]
ইউনাইটেড এস্টেটসে কতগুলো রেডিও স্টেশন আছে? - উত্তরটা আপনি কিভাবে বের করবেন? (প্রোডাক্ট ম্যানেজার - গুগোল)
[কেমনে আবার? গুগলিং কইরা। হে হে হে হে....]
আপনি কি অনেক অনেক ক্ষমতায় বিশ্বাস করেন? (জব পোষ্ট - মার্চেনডাইজার - পেপসিকো)
[জ্বি, আপনারে অনেক নিচুস্তরের মনে হইতেছে]
সারা বছর ধরে অত্যন্ত প্রতিকুল আবহাওয়ার কাজ করতে আপনার কেমন লাগবে? (জব পোষ্ট - প্রোডাক্ট টেষ্টার - এমটিডি প্রোডাক্ট)
[মাগ্গো
]
আপনি যদি সনির একটি পন্য হতেন তাহলে কোন পন্যটি হতে বেশি পছন্দ করবেন? (জব পোষ্ট - রিটেইল সেলস স্পেশালিষ্ট - সনি)
[আমি এই বাইনোকুলারটাই হইতাম চাই]
আপনার জীবনের এমন একটি ঘটনার কথা বলুন যা নিয়ে আপনি গর্ব বোধ করেন। (জব পোষ্ট - এপল সফট্ওয়্যার ইন্জিনিয়ারিং ম্যানেজার)
[কত্তো কত্তো ঘটনা। কুনটা থুইয়া কুনটা কমু?]
-------------------------------------------
এই হল কিছু প্রশ্নের নমুনা। এইসব প্রশ্নের যে বাধাধরা কোন উত্তর আছে তা কিন্তু না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ঠিকঠাক উত্তর না দিতে পারলে আপনি শেষ - এমন ভাবার কোন কারন নেই। বিটটরেন্ট এর একজন বিগশটকে জিজ্ঞাস করা হয়েছিল, কেন আপনারা এ প্রশ্নগুলো করেন? প্রার্থীর কাছে থেকে আপনারা কি যাচাই করার জন্য এই প্রশ্নগুলো করেন? তিনি উত্তর দিয়েছিলেন - "আমাদের কোম্পানির মজা করার সংস্কৃতি আর সমস্যা সমাধানের প্রকৃতি বোঝানোর জন্য আমরা এই প্রশ্ন গুলো করি। ব্যাস।।"
[সমস্ত ছবি এবং তথ্য: গুগোল]
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
গ্রীনলাভার বলেছেন: হে হে হে হে.......
হি হি হি হি..........
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
মোটামানুষ বলেছেন: নতুন চাকুরীর মিষ্টি খাওয়াবেন না?
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
গ্রীনলাভার বলেছেন: আরে ভাই, আছেন কেমন?
এখন বেকার আছি ভাই।
নতুন চাকরি পাইলেই আপনেরে খবর দিমুনে।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
শান্তির দেবদূত বলেছেন: প্রতিটিই খুব বদ্ধিদীপ্ত প্রশ্ন।
গুলির প্রশ্নটার উত্তর হবে, সিলিন্ডারটা আবার ঘোরানো হোক। কারন, প্রথম বার যখন ঘুরানো হলো তখন গুলি খাওয়ার সম্ভাবনা ৬ এর মধ্যে ২ কিন্তু ব্ল্যাং ফায়ার হওয়ার পর তার পরের বার না ঘুরিয়ে গুলি খাওয়ার সম্ভাবনা ৫ এর মধ্যে ২, এখন আবার সিলিন্ডার ঘুরিয়ে নিলে সেই আগের মত ৬ এর মধ্যে ২ হবে সম্ভাবনা। তবে কপালের নাম গোপাল হইলে করার কিছু নাই
আমাদের দেশের একটা সেম্পল দেই,
পোষ্ট ডাক্তার।
প্রশ্নঃ পাপুয়া নিউগিনির প্রেসিডেন্টের নাম কি?
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
গ্রীনলাভার বলেছেন: ওয়াও। ধন্যবাদ ভাই। জানার আছে অনেক কিছু। আরো কিছু জ্ঞান দেন।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
এম আর ইকবাল বলেছেন: এম ডি সাহেব রাত ১০টা - ১২টা পযর্ন্ত অফিস করেন, আপনি কতক্ষন করবেন ?
উত্তরে বলেছিলাম ওনার সমান বেতন পেলে আরো দুঘণ্টা বেশী করবো ।
চাকরীটা হয়নি ।
১৫ বছর আগের কথা ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
গ্রীনলাভার বলেছেন:
আপনার বুকের পাটা আছে ভাই।
যাই হোক। প্রশ্নটাই ছিল আপনেরে না নেয়ার জন্য তেনা পেঁচানো।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
বেকার যুবক বলেছেন: হাসতে ই আছি। ছবির সাথে খমেন্ট গুলি দারুন হইছে।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
গ্রীনলাভার বলেছেন: দারুন মিলছে ভাই। আমিও বেকার আপনেও বেকার। আপনার খমেন্ট পাইয়া অনেক ভাল লাগতেছে।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
কালোপরী বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
গ্রীনলাভার বলেছেন: এই যে পরী, চলছে দিন কেমন?
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
চরম!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
গ্রীনলাভার বলেছেন: আপনার জন্য আরেকটা চরম -
এক বেকার যুবক ইন্টারভিউ দিয়া বাসায় আইসাই সব খাতাতে লিখে ফেলে। উত্তর সহ। যেন নেক্সট ইন্টারভিউতে কমন কোন প্রশ্নের উত্তর মিস না হয়। তো এক ইন্টারভিউতে ওরে নাম জিজ্ঞাস করল।
বেকার যুবক: আসলাম।
ইন্টারভিউয়ার: পুরো নাম?
বেকার যুবক: আসলাম উদ্দিন সাগর।
ইন্টারভিউয়ার: হুম।
বেকার যুবক: (মনে মনে) সালা কমন প্রশ্নও ভুল করস।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪
েবনিটগ বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
গ্রীনলাভার বলেছেন: চোখটিপি দেইখাই বুঝছি ভাইজানেরও কাহিনী আছে।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ব্যাপক বিনুদোণ!!!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১
গ্রীনলাভার বলেছেন:
১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
গ্রীনলাভার বলেছেন: এই যে কান্ডারী ভাই, টাসকি খাইছেন কেন? আপনেও কি এইগুলা জিগান?
১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
অগ্নি সারথি বলেছেন: চরম।
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
গ্রীনলাভার বলেছেন: আপসুস। একজনেরও "পোষ্টটি ভালো লাগেনি"
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
রুবন্স বলেছেন: দারুন লাগসে । চাকরির ইন্টারভিউ মানে আপনি গিনিপিক ার সবায় পেলেয়ার
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩
গ্রীনলাভার বলেছেন:
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
বেলা শেষে বলেছেন: good writing, good setup, good editing.
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
গ্রীনলাভার বলেছেন: থ্যাঙ্কু।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
ম্যাংগো পিপল বলেছেন: