| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গ্রীনলাভার
	আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
[এই হল অ্যাপালেচিয়ান ট্রেইল। ভাল নাম 'AT'। পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ২,১৭৫ মাইল বিস্তৃত]
[জর্জিয়া থেকে মেইন পর্যন্ত লম্বা এই AT দেশটির মধ্যে যেমন বড় তেমনি পৃথিবীর দীর্ঘতম ট্রেইল গুলোর মধ্যেও একটির জায়গা দখল করে নিয়েছে]
[নিউ জার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট সহ ১৪ টি স্টেটকে ভাগ করে এই ট্রেইল নিজের পথ বের করে নিয়েছে]
[আলোচনার সুবিধার জন্যে এই ট্রেইলটিকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। ১. দক্ষিনের পর্বতমালা, ২. ভার্জিনিয়ার উচ্চভুমি, ৩. মধ্য-আটলান্টিকের নিম্নভুমি এবং ৪. নতুন ইংল্যান্ড]
[বেনটন মেককেয় - এই ট্রেইলটির প্রস্তাবক। প্রস্তাব করেছেন ১৯২১ সালে। তিনি একাধারে বন-অধিকর্তা এবং নিউজপেপার এডিটর ছিলেন। তিনি মনে করতেন, এই ট্রেইলটি উড়ু উড়ু মনের শহুরে মানুষদের মাঝে তেপান্তরের মাঠে হারিয়ে যাওয়ার মতো উৎসাহজনক কিছু একটা তৈরী করতে পারবে।]
[তো বেনটন সাহেব প্রায় ১৬ বছর লাগিয়ে এই ট্রেইলটির কাজ ১৯৩৭ সালে শেষ করেন]
[সে এক মহা কর্মযজ্ঞ। প্রচুর সংখ্যক সেচ্ছাসেবী এর পথঘাট, মানচিত্র এবং স্থানীয় ট্রেইল ক্লাব তৈরীতে কাজ করেছিলেন]
[গাছ এবং পাথরের উপর দেয়া সাদা দাগের আস্তর হাইকারদেরকে পথ চিনিয়ে দেয়। এই পথ চিহ্নিতকরনকে AT-সিগনেচার ও বলে]
[আজও কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই ট্রেইলটি নিয়মিত পরিষ্কার, ট্রেইলের উপর পরে থাকা গাছপালা সরানো, ট্রেইল মার্কারগুলোকে ঠিকঠাক রাখা, এবং হাইকারদেরকে সম্ভাব্য বিপদ সম্পর্কে জানানোর কাজ করে যাচ্ছে]
[কেউ যদি একবারে পুরো ট্রেইল হাঁটতে চায় তাহলে তাকে বলা হয় থ্রু-হাইকার। আর কেউ যদি অল্প একটু হাঁটতে চায় তাহলে তাকে বলা হয় ডে-হাইকার বা সেকশন হাইকার]
[প্রতি বছর প্রায় ২০০০ পথব্রাজক এই AT'র সম্পুর্ন পথটি হাঁটার উদযোগ নেয়। আর প্রায় ২/৩ মিলিয়ন লোক এই ট্রেইলটির কিছু অংশ কিছু অংশ করে হেঁটে থাকে]
[আর থ্রু-হাইকারদের মাত্র এক-চতুর্থাংশ বা ৫০০ লোক পুরোটা পাড়ি দিতে পারে]
[দুই ধরনের থ্রু-হাইকার আছে। একদল হল উত্তরমুখী। এরা জর্জিয়া থেকে মেইনের দিকে যায়। আরেক দল দক্ষিনমুখী। এরা মেইন থেকে জর্জিয়ার দিকে যায়। তবে অধিকাংশ থ্রু-হাইকার হল উত্তরমুখী। এরা জর্জিয়া থেকে মার্চ/এপ্রিলে শুরু করে। আর শেষ করে মেইনে, সেপ্টেম্বর নাগাদ]
[অধিকাংশ হাইকার রা দিনে ১৫ মাইল করে পাড়ি দেয়। আর মোটামুটি ৬ মাস লাগিয়ে ফেলে পুরোটা হেঁটে আসতে]
[কোন কোন হাইকার উচ্চ ক্যালরি যুক্ত খাবার দাবারে ব্যাগ ভর্তি করে ফেলে। যেমন, চকলেট বার। হাজার হোক শরীরের শক্তি কমানো যাবে না। অধিকাংশরা দিনে মোটামুটি ৬০০০ ক্যালরি খরচ করে ফেলে]
[এখন পর্যন্ত ১০০০ এরও কম লোক মেইন থেকে জর্জিয়া অর্থাৎ দক্ষিনমুখী অভিযানে অংশ নিয়েছেন। কারন অভিযানটি শুরু হয় কাথাদিন পর্বত দিয়ে। আর এটিই হল ট্রেইলটির সবচেয়ে কষ্টকর অংশ]
---পরের পর্ব---  
 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:১৮
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।।  
  
 
২| 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন: 
[অপেক্ষা .................. ]
 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:১৭
গ্রীনলাভার বলেছেন: আসিতেছে...  
 
এট্টু ধৈর্য ধরতে হইবেক....
৩| 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:১৪
জাহিদ ২০১০ বলেছেন: আমার খাওন কই???????????
 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:১৯
গ্রীনলাভার বলেছেন: জাহিদ মিঞা, কাঙালী ভোজ খাওয়াইলাম কবে?
৪| 
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:৩৩
বশর সিদ্দিকী বলেছেন: ৬ মাস!!! ধৈর্য আর সময়ের ও তো একটা ব্যাপার আছে। তবে আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা যায়গা।
 
০৮ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫৭
গ্রীনলাভার বলেছেন: অ্যাডভেন্চার ভালো লাগলে সময় কোন না কোন ভাবে বের করতে পারবেন। আর ধৈর্যের কথা বললেন। ভাই, অধৈর্য হলেও যদি উপায় থাকত। পাগল হওয়াটা শুধু বাকী থাকবে।  
  
 
৫| 
০৮ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪০
ফ্যাট পান্ডা বলেছেন: চমৎকার
 
০৮ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫৮
গ্রীনলাভার বলেছেন: 'পোষ্টটি ভালো লাগল' - নামে একটা বাটন আছে উপরে। ওখানে একটা টিপি দেন। আরও চমৎকার হবে।  
   
 
৬| 
০৮ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৬ মাস!!!
 
০৮ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:০০
গ্রীনলাভার বলেছেন: জ্বি। চলেন যাই।  
  
 
৭| 
০৮ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৪
ধুম্রজ্বাল বলেছেন: ভালো লাগলো।
প্রথমজীবনে হাইকিং ক্লাবের সেক্রেটরী ছিলাম।
এখনো মন ছুটে যেতে যায় অজানা'র পানে
 
০৯ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৯
গ্রীনলাভার বলেছেন: আপনার ব্লগবাড়ি চমৎকার। ভ্রমনের স্বাদ পাওয়া যায়।
৮| 
০৮ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
রন৬৬৬ বলেছেন: Excellent post.
 
০৯ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩০
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।  
  
 
৯| 
০৮ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:১৬
কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং ![]()
পরেরটা দেখার অপেক্ষায় রইলাম।
 
০৯ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩২
গ্রীনলাভার বলেছেন: লিখে ফেলছি  
  
 
১০| 
০৯ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++
 
০৯ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩১
গ্রীনলাভার বলেছেন: প্লাস দেখে ভাল লাগছে।  
  
 
১১| 
০৯ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫০
মদন বলেছেন: ++++++++++++
 
১২ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৭
গ্রীনলাভার বলেছেন: অনেক অনেক ধইন্যা।  
 
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: বাহ।চমৎকার পোস্ট।ভাল লাগলো।