![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
এই ঢাকা নগরীতে বসবাস করা প্রায় ৫০% জনগন গ্রাম থেকে এসেছেন। কারন, এখানে কাজ পাওয়া যায়। গ্রামে শুধু চাষ করা যায়। যারা অফিস আদালতে কাজ পায় তারা একটি রেডিমেট টয়লেটও পায় প্রাকৃতিক ডাকের সাড়া দেবার জন্য। সমস্যাটা হলো যারা রাস্তায় থাকে; যেমন রিক্সাওয়ালা, হকার, ছিন্নমুল। দিনের বেলা প্রশাব আর রাতের বেলা হাগুও করা যায় এখানকার ফুটপাতে - রাস্তায়। জীবন যাত্রার মান উন্নয়নের ধারাবাহিকতায় এই ঢাকা শহরের প্রতি এক বর্গকিলোমিটারে একটি টয়লেট স্থাপন করা যেতে পারে। কোথাও কোথাও গোসল খানাও করা যেতে পারে ছিন্নমুলদের কথা মাথায় রেখে। প্রাইভেট গাড়ির ভেতরে এসিতে বসে রঙ্গিন জানালার ওপাশের প্রশাবে ভেসে যাওয়া রাস্তা ভালো করে দেখা যায়না এবং প্রশাবের কটুগন্ধও নাকে আসে না।
একটি ভালো কিছু করে বা তৈরী করা ও তার যত্ন নিয়ে ঠিকঠাক করে রাখতে পারাটা একটি শিল্প। এর জন্য প্রচুর শিক্ষার প্রয়োজন, বিশেষ শিক্ষার প্রয়োজন। অনেকতো হলো পরীক্ষায় পাস করানো। এবার মনুষত্বের অন্যান্য ব্যাপারগুলো গঠনে মনোযোগ দেয়া যাক।
[ছবি: বাংলাদেশ স্কাউটস - এর ওয়েবসাইটের ব্যানার। ]
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
গ্রীনলাভার বলেছেন: স্কাউট কন্টিনিউ করা উচিৎ। স্কাউট, গার্লস্ ক্যাডেট - এগুলো স্মার্ট একটি জেনারেশন তৈরীতে সাহায্য করবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
একবার স্কুলে থাকতে স্কাউট এ ছিলাম কিছুদিন।