![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
দেশের নিরাপত্তা রক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে অত্যন্ত সফলতার সাক্ষর রেখে আসছে। শুধু নিরাপত্তায় নয়, যেকোন দুর্যোগে, প্লাবনে, কঠিন সময়ে, প্রায় অসম্ভব কাজ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থেকেছে। নিরবে তাদের কর্তব্য পালনে সচেষ্ঠ থেকেছে। শুধু নিরাপত্তায় নয়, শিক্ষার বিস্তারেও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও স্থাপন করেছে।
এখন সময় এসেছে বাংলার যুবক শ্রেনীকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। ঐ ধাপ থেকে, যেখানে এসে আমরা মাদকের গ্রাসে ছিটকে পরছি, অত্যন্ত মেধাবী সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে সমুদ্রের ওপারের কোন দেশে পাড়ি দিচ্ছি, সমস্ত মেশিন কিনে আনাকেই আমরা স্বাভাবিক ধরে নিতে শিখছি, ভদ্রতা-শৃঙ্খলাবোধ হারাচ্ছি।
শুধুমাত্র আর্মি ট্রেনিং বাংলাদেশের যুবক শ্রেনীকে আত্ননির্ভরশীল হতে শেখাবে; শৃঙ্খলাবোধ এনে দেবে; জীবনের মুল্যায়ন করতে শেখাবে। পৃথিবীর উন্নত দেশ গুলোর যুবক সম্প্রদায়কে আমরা দেখছি অত্যন্ত স্মার্ট, ভদ্র। এরজন্য শিক্ষার পাশাপাশি শারিরিক প্রশিক্ষনও দায়ী।
[এডিট - পেন মিসটেক শৃঙ্খলতাবোধ]
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
গ্রীনলাভার বলেছেন: জাতীয় ভাবে স্কুলগুলোতে বাধ্যতামুলক করে স্কাউট/বিএনসিসি(ক্যাডেট) শুরু করা যায়। [এডিটেড]
২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: স্বজাতি স্বচেতনা।ভাল লাগলো পোস্টটি দেখে। তবে তালগাছ ভাইয়ার সঙ্গে আমিও একমত আজ বিপুল জনসংখার চাপ বা অর্থনৈতিক কারনে যুব সম্প্রদায়কে আর্মি প্রশিক্ষণে বাধ্যতামুলক করাটা প্রায় অসম্ভব।তবুও ন্যূনপক্ষে একটি ট্রেনিং করলে মন্দ হয়না।
ধন্যবাদ,শুভেচ্ছা নেবেন।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
গ্রীনলাভার বলেছেন: কর্মব্যস্ত একটি দিন আমি উপভোগ করি। কিন্তু দিন শেষে বাসড্রাইভার-বাসড্রাইভার, হেলপার-যাত্রী - এদের কিলাকিলি দেখে আর বাসে বাসে বডির ঘষাঘষির আওয়াজ শুনে খুব ক্লান্ত বোধ করি। দুঃখিত, দেরীতে কমেন্ট করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা।
৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৯
নিশাচর-শাহীন বলেছেন: দেশত্ববোধ দেখে ভাল কিছুর ভাবনা চলে আসলাে ।আর ভাববো না এবার কাজ করবো
কোন ব্যবস্থা কি করা যায়?দিক নির্দেশনাহীন আমাদের মত হাজারো বাঙালীদের জন্য
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। স্কাউট বা বিএনসিসি এর জন্য একটা ক্যাম্পেইন করব। স্কাউট/বিএনসিসি জাতীয়করন নিয়ে। হয়তো একটু সময় লাগবে।
৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে তরুনদের জন্য কর্মক্ষেত্র তৈরী করতে হবে। তখন কাজের চাপে ঠিকই বদ অভ্যেস গুলো চলে যাবে। তবে স্কুলে থাকতে ছোটখাট ট্রেনিং দেয়াই যায়।।
আর্মির কথা শুনলে, ১৫ আগস্ট আর ৭ নভেম্বরের কথা মনে পড়ে। কেন জানি এদের আমি সহ্য করতে পারি না।।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
গ্রীনলাভার বলেছেন: এটা ঠিক বলেছেন; কাজ পেলে কেউ বিপথে যাওয়ার চিন্তাও করবে না।
এটা ঠিক যে আর্মিদের স্পেশাল কিছু ট্রেইনিং হয়। এবং আর্মি ট্রেইনিং যুবকদের মানসিক দৃড়তা এনে দেবে।
আমি সমবেদনা প্রকাশ করছি।
৫| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সময়ের দাবি। সরকার এব্যাপারে ভাবলে বাস্তবায়ন করাটা সহজ হয়।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
গ্রীনলাভার বলেছেন: আপনি ঠিক ধরেছেন। শুধু আমাদেরকে ভাবতে হবে। অর্থের জন্য বাস্তবায়ন আটকাবে না।
৬| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাচ্চারা যেন মাঠে খেলাধুলা করে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সে ব্যবস্থা আগে করতে হবে।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
গ্রীনলাভার বলেছেন: মাঠের ব্যাপারে কি বলব ভাই! কলম চলছে না বা কলমের কালিতেও কুলাচ্ছে না।
৭| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনি কি কোথায়ও এই ব্যাপারে পড়েছিলেন?
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
গ্রীনলাভার বলেছেন: বেশ কয়েক বছর আগে মুনির হাসান ভাই উনার ব্লগে ইসরায়েলীদের নিয়ে লেখা একটি বই এর অনুবাদ সংক্ষেপে লিখেছিলেন। সেখানে তিনি বিষয়টি উপস্থাপন করেছিলেন। যদিও আমি পোষ্টটি এখন খুজে পাচ্ছি না। এরপর আমার ব্যক্তিগত বেশ কিছু চাক্ষুষ প্রমান ও বয়োজোষ্ঠদের সাথে আলোচনা-পর্যালোচনা থেকেই আমার এই ধারনা।
৮| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আলাদা টেইনিং এর বদলে স্কুল কেলজ লাইফে স্কাউটিং আর বিএনসিসি বাধ্যতামূলক করেও কিছূটা ন্যাশনাল ষ্টেমিনা পলিশড করা যায়! সাথে এর জন্য সনদের ব্যবস্থা এবং সেই সনদ প্রাপ্তদের অগ্রাধিকার সিস্টেম থাকলে সকলেই নিজ থৈকেই প্রশিক্ষনটা গ্রহণ করবে আশা করা যায়।
কোরীয়ান বসের ষ্টেমিনা দেখে অবকা হলে তিনি জানিয়েছিলন বাধ্যতামূলক আর্মি টে্নিং এর কথা! এমনও নাকি হয়েছে বড়লোকের অলস ছেলেরা ট্রেনিং থেকে মুক্তি পেতে ডানহাতের ট্রিগার ফিঙ্গার কেটে ফেলত!!!!!!!!!
তাদের কর্ম সক্ষমতার ফলতো জাতীয় উন্নয়নেই দেখছে বিশ্ব!
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
গ্রীনলাভার বলেছেন: স্কুল পর্যায়ে স্কাউট/বিএনসিসি অবশ্যই সুফল বয়ে আনবে। বিশেষ করে শৃঙ্খলাবোধ।
৯| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: এই রকমই হওয়া উচিত।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
গ্রীনলাভার বলেছেন: একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করতে হবে নূর ভাই। স্কুলগুলোতে স্কাউট/বিএনসিসি এর সুফল জানিয়ে সমস্ত ছাত্রের জন্য স্কাউট/বিএনসিসি বাধ্যতামুলকের আওতায় আনতে হবে। আমাদের পরবর্তী জেনারাশন এর সুফল পাবে।
১০| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্যস্ততা করা গেলে ভালো হতো।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
গ্রীনলাভার বলেছেন: আমাদের পরবর্তী জেনারাশন এর সুফল পাবে। আমরা নাহয় একটু কষ্ট পেলাম। কিভাবে ক্যাম্পেইন করা যায়?
১১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
কালীদাস বলেছেন: দুনিয়ার অনেক দেশেই এটা বাধ্যতামূলক। বাংলাদেশে আপাতত করা উচিত হবে না, মধ্যবিত্ত হওয়ার পর বা আনএমপ্লয়মেন্ট রেট আরও কমার পর করলে ভাল হবে। কারণ অন্তত দুইটা: ট্রেনিং পাওয়ার পর এরা হাউকাউ করা শুরু করবে পারমানেন্ট করার জন্য, যেটা আমাদের মত গরীব দেশের জন্য একবারেই অবাস্তব। সেকেন্ড: পুনরায় বেকার জীবনে ফিরে যাবার পর এই বিদ্যার কুব্যবহার করবে নিঃসন্দেহে অনেকেই। নৈতিকতার লেভেল খুবই নিচু বর্তমান ক্লুলেস জেনারেশনের।
বরংপ্রথম কমেন্টের রিপ্লাইটা অনেকটা বাস্তবসম্মত। বয়স্কাউট, বিএনসিসিতে ইনভলভমেন্ট আরও বাড়ানো গেলে সেটা খুবই ইফেক্টিভ হত পরেরে লেভেলে ম্যাচুরিটি গ্রোআপে।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাবছি স্কাউট/বিএনসিসি নিয়ে স্কুলসমূহে এর উপকার গুলো কিভাবে পৌছে দেয়া যায়। যাতে তারা উৎসাহ পায়।
আর, সীমিত আকারে এন্টারপ্রেইনার/পার্মানেন্টলি এমপ্লয়েড যুবকদেরকে কিছু ট্রেইনিং দেয়া শুরু করা যেতে পারে। এতে মানসিক দৃড়তা বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক দেশে আর্মি ট্রেনিং প্রাপ্তবয়স্ক সবার জন্য বাধ্যতামূলক। তবে সেসব দেশে ট্রেনিং এর পাশাপাশি ভাতাও দেয়া হয়। তাই অর্থনৈতিক কারণে আমাদের দেশে এটা বাস্তবায়ন করা কঠিন...