নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

শত কোটি টাকার মশা মারার ঔষধ নয়; সাত কোটি মশারি লাগবে আমাদের।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

অফিসে যাবার জন্য সাত সকালে বাসে উঠেছি। আর যাই কই; অমনি মশারা আমার পায়ে হামলে পড়ল। পুরো এক ঘন্টা অস্থির এক সময় কাটিয়ে অফিসে আসলাম। অফিসে ঢুকেই এরোসলের গন্ধে নিশ্বাস আটকে গেল। মলুদ মিঞাকে ডেকে লম্বা করে সালাম দিলাম একটা। আর কিছু বলতে ইচ্ছে হল না। এরোসলের গন্ধ মিলিয়ে যেতেই টেবিলের নিচে মশারা দ্বিগুন উৎসাহ নিয়ে আমার খোলা পায়ের উপর ঝাপিয়ে পড়ল। দাতে দাত চেপে অফিস করছি। আর সময় গুনছি কখন বাসায় যাব। বাসায় গিয়েই মশারি টাংগিয়ে ভেতরে বসে বসে ফ্যানের বাতাস খাব। তখনই শান্তি। এটা ভাবতেই মনটা খুশীতে ভরে উঠছে। মনে মনে একটা গানও চলে এল "আমার খোলা পাআআআআ...."



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মশা যে মিথ্যা ভাষন বোঝে না
মশা যে চেতনা চেনে না

ব্যার্থতার সাত কাহন কেবলই চাপাবাজিতে ঢেকে রাখার অপচেষ্টায় ত্রাহি নাগরিক জীবন। X(

অতিষ্ঠ নাগরিক মশা মারার চেস্টা করে আর বলে সেই ডায়ালগ
শালা এক মচ্ছর, আদমীকে হিজড়া বানা দেতা হ্যায় (শালা একটা মশাই মানুষকে হিজড়া বানায়া দেয়) :P

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

গ্রীনলাভার বলেছেন: হাহ! ভালো বলেছেন।
মশা মন্ত্রীদেরকে কোটিপতি বানিয়ে ছাড়বে; দেখবেন।

২| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মশা নিয়ে দুইদিন পূর্বে দৈনিক প্রথম আলোতে একজনের মন্তব্য পড়ে হাঁসতে-হাঁসতে চেয়ার থেকে পইড়া যাওয়ার জোগাড়। মন্তব্যটা নিম্নরুপ:

"দেশে যে উন্নয়ন হইছে তা নিশ্চিত হই যখন দেখি মশার কয়েলের উপর মাশা বসে থাকে"

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬

গ্রীনলাভার বলেছেন: ঠা ঠা করে হাসির ইমো হবে।

৩| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মশা নিয়ে দুইদিন পূর্বে দৈনিক প্রথম আলোতে একজনের মন্তব্য পড়ে হাঁসতে-হাঁসতে চেয়ার থেকে পইড়া যাওয়ার জোগাড়। মন্তব্যটা নিম্নরুপ:

"দেশে যে উন্নয়ন হইছে তা নিশ্চিত হই যখন দেখি মশার কয়েলের উপর মাশা বসে থাকে"

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মশা এখন আমাদের প্রধান ও জাতীয় সম্পদ। ;)

৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

ক্স বলেছেন: দেশ এখন উন্নয়নশীল! কম কথা? ক্লাস থ্রি থেকে যে মিথ্যা শিখে শিখে আমরা বড় হলাম, তা আজ সত্যি হল। কম কথা? বহুদিনের কলঙ্ক থেকে জাতি এখন মুক্ত।

আর একটু মশার কামড়, একটু ডাস্টবিনের পচা গন্ধ, একটু ভাঙ্গা রাস্তা আর একটু আধটু যানজটে আটকে থেকে যারা উন্নয়নকে অস্বীকার করে, তারা চেতনাবিরোধী, তাদের বিরুদ্ধেই হবে চেতনার তৃতীয় মুক্তিযুদ্ধ।

৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: বিশ্বাস তো সেদিনই উঠে গেছে, যেদিন দেখলাম মশার কয়েলের উপর মশা বসে আছে খুব ভাব নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.