![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
আজকে আমি আপনাকে বলব গরু মেরে জুতা দান এর সার সংক্ষেপ।
২০০৬ সালে ভারতের টালি সফ্টও্য়্যার বাংলাদেশে ৬০০০ টাকায় কিনতে পাওয়া যেত। তখন এই দামে বাংলাদেশের অনেক অনেক হেডম ওয়ালা সফ্টও্য়্যার কোম্পানিও একাউন্টিং সফ্টও্য়্যার বিক্রি করার স্বপ্ন পর্যন্ত দেখত না। এই দুঃখে তখন থেকেই বাংলাদেশের প্রথম সারির পাবলিক ইউনি এর ছাত্র গন বাইরের দেশের কাজ করে ডলার আয় করেই সুখী হওয়ার চেষ্টা করে আসছে। ইউরোপ আমেরিকাও বাংলাদেশকে দিয়ে ছুটা কাজ করিয়ে আরাম পায়। পন্চম শ্রেনীর একটি দেশের নাগরিকদের জন্যে কিছু করেও তারা আত্ন-তুষ্টি পেয়ে থাকে।
যেকোন দেশের ফাইন্যান্স সেক্টর বিশাল একটি সেক্টর। স্পর্শকাতর একটি সেক্টরও। জাতির ভাগ্য নির্ভর করে বলেই এই সেক্টরটি গুরুত্ব পেয়ে থাকে। যেমন স্টক মার্কেট, ব্যাংকিং। তো, বাংলাদেশের সেই সেক্টরটি এখন বাইরের দেশ গুলোর নিয়ন্ত্রন করে। ভারত জানে, বাংলাদেশের জিন্জিরার ২ হাত বাই ২ হাত দোকান ঘরে প্রতি মুহুর্তে কত টাকা লেনদেন হয়। সিংগাপুর জানে, আজকে এই মুহুর্তে শেয়ার এর সুচক কত। এটি সম্ভব হয়েছে টেকনোলজির মাধ্যমে। ভারত ৬০০০ টাকা দামের বিনিময়ে এই জাল বিস্তার করতে পেরেছে। আমাদের অনেক পড়াশুনা করানো প্রফেসরদের নিষ্ক্রিয়তার কারনে সিংগাপুর, ইংল্যান্ড, আমারিকা আমাদের ভাগ্য নিয়ন্তা - এটি হলো বাংলাদেশের জন্যে গরু মারার উদাহরন।
বাংলাদেশের আইটি সেক্টরে যে বাইরের দেশ গুলো বিভিন্ন সময়ে ট্রেনিং করিয়ে বাংলাদেশী দরিদ্র ইন্জিনিয়ার (যারা শুধু দেশীয় কাজ করে - যাদের সিংহভাগ প্রাইভেট ইউনি এর ছাত্র) দেরকে প্রমোট করার চেষ্টা করছে তাদের মধ্যে ভারত অন্যতম। শুধু মাত্র ইনস্টিটিউট নয় এখন বিশ্ববিদ্যালয় লেভেলেও তারা তাদের অগ্রযাত্রা অব্যহত রেখে তাদের মুন্সিয়ানার সাক্ষর রেখেছে। তারা এখন এই টপিক গুলো নিয়ে রিসার্চ করছে "কেন বাংলাদেশের সফ্টও্য়্যার ফার্মগুলো টুপ টাপ বন্ধ হয়ে যাচ্ছে।" - এটা হলো জুতা দান পর্ব।
যতদিন না বুয়েটিয়ান, ঢাকা ইউনি এর বিশ্বের শ্রেষ্ঠ বুদ্ধিমান ছাত্রগন এই হতদরিদ্র বাংলাদেশের লোকাল মার্কেটে না খেয়ে পেটে পাথর বেধে মাটিতে পা ছড়িয়ে বসে কাজ না করছে ততদিন আমাদের ভাগ্য আমরা নই, অন্য কেউ নির্ধারন করবে।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
ভিক্ষুকরা ভিক্ষা করার সময় বলে - বাবা আমি গরিব, আমারে কিছু দান করেন। - দেখেছেন নিশ্চয়ই। আমরা ভিক্ষার মজা পেয়ে গেছি।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩
তার ছিড়া আমি বলেছেন: ভাল। ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
গ্রীনলাভার বলেছেন: শুধু ভালো? কি ভালো? ভালো বক্তৃতা দিয়েছি? মন ভরেছে?
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫
করুণাধারা বলেছেন: পোষ্টের শিরোনামের সাথে পোস্টের বিষয়ের কোন মিল পেলাম না। হতে পারে, আমার বুদ্ধি কম বলেই ধরতে পারিনি ব্যাপারটা।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
গ্রীনলাভার বলেছেন: হাহ! আমি দুইটা টপিক একসাথে তুলতে চে্য়েছি। ঢাকার রাস্তার অরাজকতা আর আমাদের দেশীয় আই টি সেক্টরের অবস্থা - যার কোনটির উপর আমাদের নিয়ন্ত্রন নেই।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৩
কালীদাস বলেছেন: কনটেন্টটা ভাল পোস্টের, টাইটেলের সাথে মেলাতে পারিনি যদিও।
লাস্টের লাইনটার সাথে একমত। দেশের সবচেয়ে স্বনামধন্য (!), জগদ্বিখ্যাত (!), আইটি বিশেষজ্ঞ (!!) নিজের সফটওয়ার বিক্রি হয়না বলে ফ্রি সফটওয়ারের মালিককে জেল খাটিয়ে ছেড়েছিলেন। মজার ব্যাপার হল নিজের সফটওয়ারটা বানানো ছিল সম্পূর্ণরুপে বুয়েটের ইন্জিনিয়ারদের, কোথাও সেটার উল্লেখ ছিল না এই হল কপিরাইট প্রটেকশন
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
গ্রীনলাভার বলেছেন: অনিয়ম গুলো ঠিক করা সম্ভব। কেউ কেউ ভুক্তভুগী হবে। কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে বিদেশ গমন সমাধান নয়। বাংলাদেশে ডলার ঢুকিয়ে (রেমিটেন্স বলা হয় হয়তো!) মাথাপিছু আয় হয়তো বাড়ানো সম্ভব, উন্নয়নশীল দেশ হওয়া হয়তো সম্ভব।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
তার ছিড়া আমি বলেছেন: আপনার সাবজেক্ট সিলেকশন ভাল। আপনি আইটি বিষয়ে বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীদের উপর রাগ ঝেড়েছেন। উপায় নাই ভাই। এদেশে মেধার কোন মূল্যায়ন নাই। সব মেধা পাচার হয়ে যায় বিদেশে। বিদেশে মেধা বিকাশের সুযোগ সুবিধা অনেক বেশী থাকে। বাহবা পায়, সে আরো আগ্রহী হয়। আমাদের দেশে আপনি কিছু করে দেখাতে গেলে আপনার গলা টিপে ধরা হবে, প্রথমে সরকার কর্তৃক অতঃপর জনগণ। তার মানে আপনার আবিস্কার এ দেশে অচল। বিদেশী হতে হবে, বিদেশী।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
গ্রীনলাভার বলেছেন: বুঝতে পারছি আমাদের বিদেশী ডিগ্রীধারী প্রফেসররা কেন বিদেশী পন্যে আসক্ত। কোন প্রফেসর মুখ ফুটে বলছে না বিদেশী পন্য কেন ভাল, কিভাবে ভাল! কোন প্রফেসর মুখ ফুটে বলছে না বিদেশীরা আমাদেরকে করুনা করে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো একটি বিষয় তুলে ধরেছেন। তবে আপনার রাগটা একটু কমান। দরিদ্র একটা দেশ এ ব্যাপারটা মাথায় রাখতে হবে।