নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবাহিত ব্যাচেলরের বাংলা ব্লগ!

হাবিবউল্যাহ

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড়বেশী এলোমেলো!

হাবিবউল্যাহ › বিস্তারিত পোস্টঃ

মা,আম্মা,আম্মাজান এবং তাদের উৎসর্গে কিছু বাংলা গান!যা আপনার ভাল লাগবেই।

১৪ ই মে, ২০১২ রাত ৩:৩৬

পোষ্ট আপডেট করে আরো কিছু গান দিয়ে দিলাম!



মা কে নিয়ে বাংলাতে অনেক গান আছে।আমাদের বাংলা মুভিতে মা নিয়ে গান অনেক জনপ্রিয়তাও পেয়েছে।অডিও শিল্পেও মা'র গান কম জনপ্রিয় নয়।



আমাদের শিল্পীরা মা কে নিয়ে কত গান যে করেছে তার কোন হিসাব নেই।এর মধ্যে জনপ্রিয় কিছু গান যার বেশিরভাগ ই এখনো আমার আপনার মুখে মুখে থাকে। সেইসব গান আপনাদের জন্য এই পোষ্টে নিয়ে আসলাম!



বাংলা মুভিতে মাকে নিয়ে কিছু গান এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজ। সাথে থাকবে অডিও সঙ্গীত এ জনপ্রিয় হওয়া গান ও! আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন।



প্রথমেই বর্তমান মুভি'র মান্না এবং আনোয়ারা'র এই গান।

মায়ের একধার দুশের দামঃ



খালিদ হাসান মিলুর দরাজ গলায় এই গান আপনার মনকে নাড়া না দিয়ে পারেইনা!! মায়ের কত কষ্ট সন্তানের জন্য হয়...এত সুন্দর করে আর কেউ বুঝি বলতে পারবেনা!



তারপর এই গানটা দেখেন...আপনি কাঁদতে বাধ্য হবেন!





শিশুকালে মা হারানোর অভাব কেউ কোনদিন পূরণ করতে পারেনা।পারবে বলেও মনে হয়না।এই পিচ্চিকে দেখে আমি ই কেঁদে ফেলেছি!





আবারো মান্না...এবার আম্মাজান এর জন্য!





বাংলার বেশিরভাগ মা ভক্তদের ই ফেভারিট এই গানটি...অস্বীকারের সুযোগ আছে কি???





এইবার দেখবেন অজান্তে মুভিতে মা'কে নিয়ে গাওয়া একটি সুইট সং!





এইটা সেসময়ের গান যে সময় কলিকাতারা আমাদের মুভি গান রিমেক করত!!!



মা এবং দেশ নিয়ে আমাদের সালমান শাহ ও একটি গানে ঠোট মিলিয়েছেন।বিক্ষোভ মুভির সেই গানটি খুব ই জনপ্রিয়তা পাওয়া একটি গান আমাদের চলচ্চিত্রে!!সাথে ৭১ ৭১ এর কিছু স্মৃতি ও আপনাকে মনে করিয়ে দিবে এই গান।



৭১ এর মা জননীঃ





মুভিটা অসাধারন ছিল।ছত্র রাজনীতি থেকে ৭১ কোন কিছু ই বাদ যায়নি এই মুভিতে!





বাপ্পারাজের একটা গান আছে চাপাডাঙ্গার বউ মুভিতে।ক্লাসিক গান আশা করি মনে আছে আপনাদের?



আমার সাধ না মিটিল আশা না ফুরিলঃ





নায়ক রাজের বিকল্প আমাদের চলচ্চিত্রে আর হবেনা ভাই।আমি শিউর!



এবার আসেন নায়ক রিয়াজের মা'কে নিয়ে একটি সুন্দর কিউট গান দেখি!



মা গো মা ওগো মাঃ





মুভির নামটি যদিও এই মুহুর্তে মনে পরছেনা।আপনাদের কারো জানা থাকলে জানিয়ে যাবেন আশাকরি!



এইবার একটু পুরনো গানে যাই।রোজিনা আলমগীরের দোলনা মুভিতেও কিন্তু একটি গান আছে।

আসেন তাহলে সেই চিরচেনা সুরের গানটিও দেখি।

তুমি আমার কতচেনা!





এই মুভির অন্যান্য গানগুলো ও জটিল ছিল!





এইবার আজিম সুজাতা যুগের একটি মুভির গান।ক্লাসিক গান তো অবশ্যই!



সবাই বল মা





ছোট কালের গান।আর গানটা ও অনেক সুন্দর।কি বলেন?



সবার গান শুনলেন।আমাদের ডিপজলের ও কিন্তু মায়ের হাতে বেহেস্তের চাবি নামক মুভি আছে।সেই মুভিতে মা'কে নিয়ে একটি ভাল গান ও আছে।সেই গানটা হইল

সবাইরে সব দান করিয়াঃ







আরো কিছু গান ও আছে মা'কে নিয়ে আমাদের মুভিতে।আমি শুধু বাছাই করা গানগুলো ই দিলাম।বলতে পারেন চেষ্টা করলাম।

যদি আপনাদের পছন্দ হয় তাহলেই আমার চেষ্টা সফল হবে!





#বাংলা মুভির মত আমাদের সঙ্গীত জগতের শিল্পীরাও মায়ের গানে পিছিয়ে নেই....



কুমার বিশ্বজিত থেকে ব্যান্ডের বাচ্চুদা, জেমস ও গেয়েছেন মা'কে নিয়ে।মনির খান পলাশ আসিফের ও মাকে নিয়ে দারুন কিছু গান কিন্তু আছে...



তো আসেন এইবার সেইসব গানগুলো ও দেখি।



প্রথমেই কুমার বিশ্বজিতেরঃ





এই গান পরে বাংলা মুভিতেও ব্যাবহার করা হয়েছে।



এরপর ব্যান্ড গুরু জেমসের বিখ্যাত সেই মা'র গান!

১০ মাস ১০ দিনঃ





গুরু জেমস আর আগের ফর্মে নাই...ভাবলে মাঝে মধ্যে দুঃখ লাগে।

যাইহোক এটা আমার অনেক ফেভারিট একটা গান।আমার ভাই ব্যান্ড এর গান শুনাতে মারত....সেই ভাই যখন এই গান শুনল তারপর থেকে আর ব্যান্ড এর গান নিয়ে কিছু বলেনা! থ্যাঙ্কস গড!!



আমাদের ব্যান্ডের আরেক বস গুরু আইয়ুব বাচ্চু'র হৃদয়গ্রাহী এই গানটা এক কথা অসাধারন!!!

মা গো মা তোমার মত কেউ না!





মা'র মত আসলেই কেউ হতে পারেনা....আর হবেওনা কোনদিন।মায়ের পায়ের নীচেই যেন আমরা আমাদের স্বর্গ কে খুঁজে পাই!





মা'কে নিয়ে মনির খানের একটা ক্লাসিক গান আছে।জানেন তো?গানের কথাগুলো কিন্তু সত্যি।তার বন্ধুর মা'র স্মৃতি কথা থেকে এই গানের সৃষ্টি হয়েছিল।

আসেন তাহলে শুনি



শুধু মা নেইঃ





পানের বাটা,চশমার কথাগুলো আমার সাথেও মিলে যায়।সবকিছুই আগের মত আছে শুধু মা নেই!!

এরকম গান মনির খান নিজেও আর কোন্দিন গাইতে পারবে বলে আমার বিশ্বাস হয়না!



প্রথমে ব্যান্ড তারপর রিমিক্স গানে চলে যাওয়া মেধাবী শিল্পী পলাশ ও মা'কে নিয়ে গান গেয়েছেন।গানের কথায় একধরনের আকুলতা প্রকাশ পায় যেটা আমাদের সবার মনের ই ভাষা!

আসেন তাহলে পলাশের মা'কে নিয়ে গানটা শুনি।



মা তুমি আমার আগে যেওনা গো মরেঃ





আমরা মনে হয় কেউ ই চাইনা আমাদের ছেড়ে আমাদের মা চলে যাক।মায়ের কবরে মাটি দেয়া থেকে কষ্টের আর কিছু যে হয়না!





এবার আমাদের জনপ্রিয় গায়ক আসিফের মা'কে নিয়ে গান।



মা জননিঃ





আচ্ছা যদি মা আমাদের ছেড়ে চলেই যায় তাহলে কি আমাদের এমন ই লাগবেনা?মনে হবেনা মা'র সাথে চলে যাই?মা ছাড়া নিজের এই পৃথিবীতে কি একটা বিশাল শূণ্যতা সৃষ্টি হবেনা?

হবে হতেই হবে।কারন তিনি যে আমাদের মা!আমাদের গর্ভধারিনি!



মিথুন বাবু'র আরেক আবিস্কার আতিক হাসানের একটি গান আছে মা'কে নিয়ে।আশা করি সেই গানটি ও আপনাদের খারাপ লাগবেনা!

মা গো আমায় ফেলে কোথায় আছোঃ





কথাগুলি খুব ই সুন্দর এই গানের!



মা'কে নিয়ে বালামের একটা গান খুঁজে পেলাম।কালেকশনে সবার গান ই থাকা দরকার।বালামের গানটা ও দেইখেন!

মা গো মা ওগো মা







নতুন প্রজন্মের আরেফিন রুমির মা'কে নিয়ে গানটা ও বেশ ভাল হয়েছে।

পৃথিবীর একপাশে মা'কে রেখেঃ





মা'কে ছাড়া জীবনের আসলেই নেই কোন মানে!!!



খালিদ হাসান মিলুকে মনে আছে?মা'কে তার ২টা গান আমি শুনেছি।তবে এই গানটাতে মা'র সাথে মাটির কথা ও উঠে এসেছে!

আমার প্রিয় একটা গান।

কতদিন দেখিনা মায়ের মুখ!





এই গানটা আমি ভাল করে গাইতে পারি...একা একা না...সবার সামনেই।

মিলুর আত্মা শান্তি পাক!



আমাদের সোনিয়া ও মাকে নিয়ে গান করেছে।আসেন দেখি সেই গানটি।







মা'কে নিয়ে গান আছে চ্যানেল আই'র সেরা কন্ঠের আশিক এর ও।গানটা যদিও পুরাতন কিন্তু তার কন্ঠে মানিয়েছে বেশ।

জনমদুখী মাঃ





ক্লোজআপ ওয়ানের নোলক ও একটি গান গেয়েছিল।সেই গানটি ও আমাদের বাংলা মুভির ই গান ছিল।মা এবং তার সাথে দেশাত্মবোধ মিলিয়ে দারুন জমজমাট একটি গান।আসেন তাহলে নোলকের দরাজ গলায় সেই গানটি শুনি।

মা গো..............







সর্বশেষ মা'কে নিয়ে গাওয়া ভাল একটি গান হল ক্লোজআপ ওয়ানের রাশেদের গাওয়া।আসুন শুনি সেই গানটিও।

আমি খুজেছি তোমায় মাগোঃ





এরপরে মা'কে নিয়ে ভাল গান আমার চোখে পরেনি।আরো ভাল ভাল গান নিশ্চয় আমাদের আছে মা'কে নিয়ে।আপনাদের চোখে পড়লে আমাকে জানাবেন।আমি এখানে আপডেট করে দেব।



#মাকে নিয়ে যতই স্মৃতিকথা লিখি....শেষ করা যাবেনা।সেই মায়ের জন্য মাত্র নির্দিষ্ট একটি দিবস আমাদের দেশের জন্য,আমাদের জন্য মনে হয়না জরুরী। তারপর ও বিশ্বব্যাপি এই দিবস পালিত হয়।সেই ঢেউ থেকে আমরাও বাচতে পারিনি...



আমার মত অনেকেই আছেন যাদের মা নেই।

সেই মায়ের সন্তানদের উৎসর্গ করলাম আমার এই পোষ্ট।



মা বিহীন আমরা খুব শান্তিতে নেই...বৌ গেলে বৌ পাওয়া যায় মা গেলে মা পাওয়া যায়না!



কথাটা দিবালোকের মতই সত্যি!



ভাল থাকুন সবাই!













মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১২ রাত ৩:৪২

হাবিবউল্যাহ বলেছেন: পোষ্ট একটু বড় হয়ে গেছে।আমার পছন্দের গানগুলো একজায়গায় রাখতে চেয়েছি।মাকে নিয়ে গান খুঁজে শুনতে ভাল লাগবেনা..তাই হাতের কাছে রেখে দেওয়া।

আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২| ১৪ ই মে, ২০১২ রাত ৩:৫২

বাংলার আগন্তুক বলেছেন: মা নিয়ে ভালো কালেকশান। এইরকম চিন্তা থেকে আমি একটা অডিও ক্যাসেট রেকর্ডিং করিয়েছিলাম ২০০১ সালে। গত ২/৩ মাস ধরে ভাবছিলাম ভিডিও সংগ্রহ করবো। সময়ের অভাবে কিংবা অলসতায় আর করা হয়নি। আপনার এই সংগ্রহ জমা রাখলাম। তবে একটা অনুরোধ রইলো পোস্ট যতই বড় হোক বাংলায় মা নিয়ে যত গান আছে তা সংগ্রহ করে এই পোস্ট আপডেট করতে থাকুন। পোস্ট প্রিয়তে নিলাম আর সাথে প্লাস।

১৪ ই মে, ২০১২ রাত ৩:৫৮

হাবিবউল্যাহ বলেছেন: ধন্যবাদ!
একসময় অডিও ক্যাসেটে বাছাই করে গান রেকর্ডিং করে কালেকশন করাটা অভ্যাস ছিল।এখন আর সেই জমানা নাই ভাই।

আরো কিছু গান বাকি রেখেছিলাম অনেক পুরনো মুভির।
আশা করি সামনে সেগুলোকেও আপডেট করে দিতে পারব!

৩| ১৪ ই মে, ২০১২ রাত ৩:৫৭

ফয়জুল আলম বেলাল বলেছেন: ধন্যবাদ সুন্দর কালেকশনের জন্য।
মায়ের উপমা মা
মাকে কোনকিছুতে প্রকাশ করা যায় না
ভাষায় ধারণ করা যায় না।

মধূর আমার মায়ের হাসি
চাদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে...

১৪ ই মে, ২০১২ রাত ৩:৫৯

হাবিবউল্যাহ বলেছেন: ধন্যবাদ!

মায়ের উপমা শুধুই মা!!!

৪| ১৪ ই মে, ২০১২ সকাল ৭:০৮

আজাইরা বলেছেন:
আমার দু চোখে পানি এসে গেল, ধন্যবাদ.

১৪ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮

হাবিবউল্যাহ বলেছেন: এই পোষ্ট তৈরি করার সময় আমার অবস্থা কেমন ছিল তাহলে চিন্তা করেন!

টিস্যুর প্যাকেট সামনে নিয়ে লিখেছি এই পোষ্ট!

৫| ১৪ ই মে, ২০১২ সকাল ৭:২২

অন্ধকারের রাজপুত্র বলেছেন: এটা এ্যড করতে পারেন >

মা - আরেফিন রুমি ...
অসাধারণ একটা সং ...হৃদয়ে নাড়া দিয়ে যায় ...

পোষ্টে অগণিত প্লাস এবং প্রিয়তে ! :)

১৪ ই মে, ২০১২ বিকাল ৪:০০

হাবিবউল্যাহ বলেছেন: এই গানটাও ভাল।
তবে তার নাকে নেওয়া সুরের কারনে এড করিনি।
যাক কমেন্টের ঘরে আপনি ই এড করে দিলেন!!!

ধন্যবাদ রাজপুত্র!

৬| ১৪ ই মে, ২০১২ সকাল ৭:৫৯

পানকৌড়ি বলেছেন: খুব ভালো লাগলো ........................

১৪ ই মে, ২০১২ বিকাল ৪:০১

হাবিবউল্যাহ বলেছেন: থ্যাঙ্কিউ

পানকৌড়ি!

৭| ১৪ ই মে, ২০১২ সকাল ৮:১৯

নুরুন নেসা বেগম বলেছেন: মা কে নিয়ে রবি চৌধুরীর একটা গান আছে- এক মায়ের অনুরোধে লেখা ও গাওয়া। ইউটিউবে দেখি না। খুবই আন্তরিকতা ও দরদভরা।খুঁজি--

১৪ ই মে, ২০১২ বিকাল ৪:০৮

হাবিবউল্যাহ বলেছেন: আমাদের পুরাতন সিনেমাতেও ভাল কিছু গান আছে মা'কে নিয়ে।
সামনে সেগুলো ও আপডেট করে দিব।

রবি চৌধুরির গানটা খুজতে হবে।দেখি পাই কি না!

ধন্যবাদ!

৮| ১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৩১

বাঙ্গাল বলেছেন: দুর্দান্ত কালেকশন। ধন্যবাদ

১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

হাবিবউল্যাহ বলেছেন: কমেন্টের জন্য শুক্রিয়া!


একটু বাঙ্গাল টাইপ কমেন্ট করলাম!যা একসময় াপনে করতেন....এখন তো আপনি নাই হইয়া গেছেন!

আশা করি বিয়ে করার পর আবার সিরিয়াস হইবেন!!!

৯| ১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৪৩

আহমাদ জাদীদ বলেছেন: ভাল লাগল...... :) :) :)

১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৫১

হাবিবউল্যাহ বলেছেন: :) :) :D
ধন্যবাদ জাদিদ!

১০| ১৪ ই মে, ২০১২ বিকাল ৫:১৮

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ এই চমৎকার পোষ্টের জন্য। 'পুরস্কার' ছবির সবাই বলো মা , 'সমাধি' ছবির মাগো মা ওগো মা, গান দুটি যুক্ত করলে পোষ্টের পূর্ণতা আসবে।

১৪ ই মে, ২০১২ বিকাল ৫:৪৪

হাবিবউল্যাহ বলেছেন: পুরষ্কার মুভির গানটা অনেক পুরনো তাই করিনাই...আগন্তুক ভাই বলার ভাবছি নতুন পুরাতন সবগুলাই আপডেটে দিয়া দিব।

মা নিয়ে জসিমের ও একটি গান আছে।মান্নার আরো একটা পেয়েছি।আমি শুধু আমাদের সময়ের গান গুলো দিতে চেয়েছি।

রিয়াজের একটা গান ও আছে,আছে শাকিবের যেগুলো ইচ্ছা করেই দেইনাই।
তবে এখন ভাবছি সবগুলাই দিয়ে দেব।আপডেট করে জানাব ভাই।

ধন্যবাদ!

১১| ১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০২

মাহমুদা সোনিয়া বলেছেন: সব গুলোই বেশ সুন্দর!! দারুণ পোস্ট।

১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩

হাবিবউল্যাহ বলেছেন: ধন্যবাদ!
পোষ্ট আপডেট করে আরো কতগুলো দিয়েছি।আশা করি দেখবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.