![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই পুরে
এই স্বপ্নচারী, স্বপ্নের ডানা মেলে উড়ছ বুজি খুব! এই স্বপ্নগুলো যে এক একটি মুক্তোর দানা। লাল-নীল স্বপ্ন বুনে চলছ প্রতিনিয়ত। মনের শুভ্রতায় লালন করছ স্বপ্ন গুলোকে। সেথায় মনের মত করে স্বপ্নের মানুষগুলোকে, তাদের জীবনকে সাজানোর জন্য রয়েছে নিরন্তর আকুতি ও প্রচেষ্টার শপথ। তার সাথে মিশে আছে করুনাময় আল্লাহ'র কাছে প্রতিদিনের প্রার্থনা।
যা পাওয়ার স্বপ্ন দেখো তা পাওয়ার জন্য প্রচেষ্টা চলছে উভয়মুখী। সে চেষ্টায় যখন কালো অন্ধকার গুহায় আসা এক ছিলতে আলোর মত একটু আবছা হলেও পথের খোঁজ পাও, মন অনাবিল কলহাস্যে মুখরিত হয়ে উঠে। করুনাময়ের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠে মন। মন ব্যাকুল হয়ে উঠে কাঙ্খিত বস্তুটাকে একটু করে ছুঁয়ে দেখতে।
"শৈশব আমার কেমন ছিল ভাবতে থাকি,
সেই স্কুল, তার সামনের পুকুরটি আর আমাদের আমগাছ
ঝড়ের রাতে বিজলির চকমকি, বজ্রের গর্জন
ভয়ে আধমরা হয়ে বিছানায় শোয়া মাকে
চার হাতপায়ে পেছিয়ে শক্ত করে জড়িয়ে ধরা।
ছুটির দিনগুলোতে মামাবাড়ি যাওয়া, আবার মলিন ফেরত,
কষ্টগুলো দলা পাকিয়ে উঠত গলার কাছে।
কিন্তু তবু বাড়ি ফিরে আসতাম স্কুলের জন্য নয়, বাবার ভয়ে।
হাইস্কুল ছুটি শেষে দুই কিলো দূর হতে বাড়ি আসতাম বাসে বা হেটে
এসেই ছুটতাম খেলার মাঠে, দুপুরটিই অভুক্ত থাকতো, আমি না।
হৈ-হুল্লোড় ছুটাছুটি, খেলাধুলো শেষে,
সন্ধ্যায় মার খেতাম একবেলা মায়ের কিংবা ভাইএর।
এরপর ক্লাস এইট আমি শান্তশিষ্ট, ভদ্রছেলে হয়ে গেলাম,
কঙ্কাল দেহটাকে একটু করুণা করতে শুরু করলাম।
তারপরও শুটকিই থেকে গেলাম আমি আজ অবধি।
অবশ্য যত্নটা নিয়মিত ছিলনা কখনই।
তারপর অনেক দিন গেল। মন অনেক ঘুরনি-বারতা দেখল।
উপরে উঠার স্বপ্ন ও বিশ্বাস মনে তৈরি হল কিন্তু কাজে ছিলনা খিপ্রতা
তাই মেধার সুনামটা কান ই শুনল দুপাশ থেকে কিন্তু চোখ দেখল না!
ইতোমধ্যে জীবনের একটা অধ্যায় শেষ করে ফেললাম।
এখন স্বপ্নটা দেখি আরেকটু পরিনত চোখে।
স্বপ্নচোখে খেলা করে আরও স্বপ্ন যা সত্যিই সুন্দর!
মুগ্ধ চোখে দেখি আর ভাবি জীবন টা বুজি আরেকটি সুন্দর অর্থ খুজে পেলো।
এলোমেলো আমাকে সাজানোর জন্য এমন স্বপ্নই আমি দেখি
প্রতিদিন প্রতিনিয়ত মনটাকে বোঝাই এইবার জীবনটাকে গোছাতে শেখ
নিজের প্রতি বিশ্বাসকে তুলে ধর কাজের মধ্য দিয়ে,
নিজেকে প্রমান করে নিজের স্থান করে নাও কাঙ্খিত উচ্ছতায়।
স্বপ্নিল ছোঁয়াটি এখন আমি চোখ বুজে অনুভব করি,
মনের ভেতর থেকে এসে ঠোটের কোণে ফুটে উঠে এক ছিলতে হাসি
কঠিন চাপের মধ্যেও একটি ভাললাগাবোধ, কিছু একটা পাওয়ার তীব্র ইচ্ছা
মনকে আচ্ছন্ন করে রাখে সবসময়। "
নিজেকে বদলে ফেলার ও আজন্ম লালিত স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কাজ শুরু করার কিছু টারনিং পয়েন্ট থাকে। আমার মনে হচ্ছে এটাই আমার টারনিং পয়েন্ট।
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
এম হাবিব আহসান বলেছেন: ধন্যবাদ আপু।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
আমি আগন্তুক বলেছেন:
"স্বপ্নিল ছোঁয়াটি এখন আমি চোখ বুজে অনুভব করি,
মনের ভেতর থেকে এসে ঠোটের কোণে ফুটে উঠে এক ছিলতে হাসি
কঠিন চাপের মধ্যেও একটি ভাললাগাবোধ, কিছু একটা পাওয়ার তীব্র ইচ্ছা
মনকে আচ্ছন্ন করে রাখে সবসময়.".....ভালো লাগলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
এম হাবিব আহসান বলেছেন: দোয়া করবেন যেন স্বপ্নটাকে আল্লাহর রহমতে সত্যি করতে পারি।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
ইখতামিন বলেছেন:
নতুন লেখা কই
ব্লগের শিরোনামটা তো পরিচিত মনে হচ্ছে।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
আরজু পনি বলেছেন:
ইখতামিন বলেছেন:
নতুন লেখা কই
ব্লগের শিরোনামটা তো পরিচিত মনে হচ্ছে। আমারও খুব পরিচিত মনে হচ্ছে
রহস্য উন্মোচন করে কৃতার্থ করবেন আশা করি
অনেক শুভকামনা রইল ।।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
এম হাবিব আহসান বলেছেন: লেখা আসবে শিগ্রই আপুমনি
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
কালোপরী বলেছেন: সন্ধ্যায় মার খেতাম একবেলা মায়ের কিংবা ভাইএর
আহারে কত যে মার খেয়েছি অথচ সেটা পড়াশুনার জন্য না কিংবা কি যে দুষ্টামি করতাম সেটাও মনে নাই
ভাল লাগল