নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুল হাসান

হাবিবুল হাসান › বিস্তারিত পোস্টঃ

ভয় হয়

২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৯

মনে হয় ছেড়ে দেই, খুলে দেই নাটাই সুতো
উড়িয়ে দেই ঘুড়ি
সুনীল আকাশে।
যেখানে বাতাস বয়ে যাবে শব্দহীন
বৃষ্টি ছুয়ে দিবে আলতো ভালোবাসায়
পাখিদের সাথে হবে ছুটে যাওয়া।

ভয় হয়, হারানোর
পাওয়া কে না পাওয়া বা
না পাওয়া কে পাওয়ার আশার,
ভয় হয়,
নাটাই সুতোয় রেজিন দেয়ার সময়ই পেলাম না
পেলাম না রঙ্গিন করে যত্ন করে সাজানোর
অপরিসীম ভালোবাসা, অবাক করা মায়া
কিছুই হলোনা করা।
তাই ভয় হয়।

মুক্ত আকাশে কারো যত্ন করে শান দেয়া
সুতোর কাছে হারানোর ভয়
হারানোর ভয় উড়তে থাকা মেঘেদের নিয়ে
ভয় সহজ-সরল পাখিদের নিয়ে
ভয় আলতো বয়ে যাওয়া ওই হাওয়া কে নিয়ে
আমি যে সময়ই পেলাম না আপন করে সাজাতে।
তাই ভয় হয়।

ধরে রাখতে চাইলেও পারা যায় না
ঘুড়ি তো আর আপন করে
বুকের কাছে জড়িয়ে রাখার নয়
তার তো উড়ে যাওয়ারই শখ
শুধু জানতে হয় কখন যেতে দিতে হয়
আর কখন সুতোয় টান দিতে হয়।

ধন্যবাদান্তেঃ ইথার (হাফিজুর রহমান বিপ্লব)
লেখকঃ হাবিবুল হাসান

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫২

বিজন রয় বলেছেন: সুন্দর।
কল্পনার রাজ্যে ডুবে যাওয়ার মতো।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: ৬ বছর ৩ মাসে এটি আপনার প্রথম লেখা??!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.