![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবার, বন্ধু-বান্ধবের সাথে আমোদ প্রমোদে মেতে থাকতে পছন্দ করি
সব জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে আসন্ন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিমিন হোসেন রিমি কে মনোনয়ন দেয়া হয়েছে। সিমিন হোসেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেঝো মেয়ে।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর ডিওএইচএস এর বাসায় তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করতে যান। বার্ধক্যজনিত কারণে জোহরা তাজউদ্দিন দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেলে গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের বিষয়ে কথা বলেন। এসময় সিমিন হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ গাজীপুর-৪ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। মহাজোট সরকার ক্ষমতায় এসে তানজিম আহমেদ সোহেল তাজকে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী করে। এরপর ২০০৯ সালের ৩১ জুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ঐ সময় সোহেল তাজের মান ভাঙানোর জন্য দফায় দফায় চেষ্টা করার পরও ব্যর্থ হয় সরকার। পরে অ্যাডভোকেট শামসুল হক টুকুকে দায়িত্ব দিয়ে সোহেল তাজকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়। কিন্তু তার পরও নিজ সংসদীয় আসনে নিস্ক্রিয় হয়ে পড়েন তিনি।
এরপর গত ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ফ্যাক্সযোগে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র পাঠান সোহেল তাজ। তার ব্যক্তিগত সহকারী পদত্যাগপত্র স্পিকারের দপ্তরে দিয়ে জমা দেন। কিন্তু সে পদত্যাগপত্রও গৃহীত হয়নি। তবে ০৭ জুলাই নিজের এসে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন তিনি।
সোহেল তাজের পদত্যাগ পত্র গৃহীত হলে গাজীপুর-৪ আসন শূন্য ঘোষণা করেন স্পিকার। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সবঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৫
হাবিবুল্লাহ ফাহাদ বলেছেন: হুম।বুঝতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক জয় হলো শেখ পরিবারের। হেরে গেলেন বঙ্গতাজ পরিবার। হায়! আফসোস। ক্ষমতা কি চিজ। সবাই কাইত হইয়্যা যায়। ধন্যবাদ মা-বাবার বেকার সন্তান।
২| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সোহেল তাজ একজন অভদ্র কাপুরুষ, বিদেশী বোউএর কথায় রাজনিতি ছেড়ে দিলেন। দেশের ভোটারদের কাছে এর কোন ব্যাক্ষা করেন নি, জনগনকেও কিছু বলেন নি, মিডিয়াতে তাকে অনেক জিজ্ঞাসা করলেও সম্পুর্ন নিশ্চুপ। সুধু কাপুরুষ না স্টুপিড কাপুরুষ।
সিমিন হোসেন রিমি যতেষ্ঠ ম্যাচিউর্ড এবং গুড সিলেক্সান বলা যায়। ৯০ দশকে তার লেখা পড়েছিলাম, ভোরের কাগজ ও প্রথম আলোতে ছাপা হত।
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১
হাবিবুল্লাহ ফাহাদ বলেছেন: আপনি কবে থেকে সিমিন হোসেন রিমি লেখা পড়েন বললেন?
৩| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩২
আধার রাতের আলো বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: সিমিন হোসেন রিমি যতেষ্ঠ ম্যাচিউর্ড এবং গুড সিলেক্সান বলা যায়। ৯০ দশকে তার লেখা পড়েছিলাম,ভোরের কাগজ ও প্রথম আলোতে ছাপা হত । !!!!!!! এখন আমার জানার বিশয় হোলো>>> প্রথম আলো পোটরিকা কট শালে চালো হোয়েসে ?????
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২
হাবিবুল্লাহ ফাহাদ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।
৪| ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ৭:০৩
পাস্ট পারফেক্ট বলেছেন: রাজতন্ত্র আর কারে বলে!!!!!! আবালচুদা বাঙ্গাল তাতেই খুশি!
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২
হাবিবুল্লাহ ফাহাদ বলেছেন: বাল আছে তয় কাজের না
:
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৩
মা-বাবার বেকার সন্তান বলেছেন: সেই একই আসনে একই দল থেকে এখন নির্বাচন করবে তাঁরই বোন সিমিন হোসেন রিমি। যেখানে সোহেল তাজ মাথা নত না করে পিতার আদর্শে বলিয়ান হয়ে ত্যাগ করেছে লোভ.....
সব সম্ভব বাংলাদেশ, ক্ষমতা আর কালো টাকার ধারা