নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিকারের স্বাধীনতার খোঁজ কোথায় পাব!!

নিজের সম্পর্কে নিজে না বলাই ভালো।

ভুমিহিন জমিদার

নিজের সম্পর্কে না হয় নাই বললাম

ভুমিহিন জমিদার › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো সহজ শৈশব

১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৩

শৈশবে ফেলে আসা সহজ দিন গুলো খুব মিস করছি অনেক দিন ধরে। দায়িত্ব পালনের হিসাব নিকাশ, নিজের ও আসে পাশের মানুষ গুলোর চাওয়া-পাওয়ার অঙ্ক, নিজেকে বার বার গুছাতে গিয়ে আরও বেশি এলোমেলো করে ফেলতে ফেলতে বড় বেশি ক্লান্ত লাগছে নিজেকে।

শৈশবের সেই মাঠ জুড়ে ভাবনাহীন দৌড়ে বেরানো, ধানের খেতে লুকোচুরি, রাতের উঠোনে চাঁদের বুড়িকে নিয়ে অনেক জল্পনা কল্পনা, একটু দেরি হলেই মায়ের খাওয়ার জন্য বকাবকি, ধমক খেয়ে ঘুমতে যাওয়া, কতই না নির্ভাবনার, কতই না সহজ ছিল!

এখনও দৌড়ে বেড়াচ্ছি, তবে মাথায় হাজার ভাবনা নিয়ে বাসে ওঠার জন্য। এখনও লুকোচুরি খেলছি, দায়িত্ব আর হিসাব নিকাশের সাথে। এখনও অনেক কল্পনা মনের ভিতরে, ভবিষ্যৎ জীবন নিয়ে।

এখন আর ঘুমুতে যাওয়ার জন্য মা ধমক দেয় না, বেশ আদর মাখা কণ্ঠেই বলে মা। তবুও বুকের ভিতর হু হু করে ওঠে মায়ের ঘুম পাড়িয়ে দেয়ার কথা মনে করে। সকাল গড়িয়ে দুপুর, বিকেল হয়ে যায়, খেতে বসে মেসের রান্না করা অখাদ্য অনিচ্ছা সত্ত্বেও মুখে দিয়ে মনে পড়ে মায়ের রান্না কত দিন খাই না!!

মাঝে মাঝে ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে আমিও গলা মিলাই ওল্ড স্কুল এর সাথে- মাঝে মাঝে চিৎকার করি, ফিরে এসো সহজ শৈশব!!!!

চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,

রোজ রাতে আর হয় না দেখা হয় না নেয়া হামি॥



রোজ রাতে আর চাঁদের বুড়ী কাটে না চড়কা রোজ,

ও বুড়ী তুই আছিস কেমন হয় না নেয়া খোঁজ,

কোথায় গেল সে রূপকথার রাত হাজার গল্প শোনা,

রাজার কুমার কোথায় তোমার পক্ষীরাজ সে ঘোড়া॥



কেড়ে নীল কে সে আজব সময় আমার কাজলা দিদি,

কেরে তুই কোন দৈত্য-দানব সব যে কেড়ে নিলি?



কেরে তুই কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে,

কেরে তুই কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে॥



আলাদিন আর জাদুর জ্বিনী আমায় ডাকছে শোন,

ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো॥



আলিবাবা দরজা খোলা চল্লিশ চোর এলে,

সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে।

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি,

তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি॥



কেড়ে নীল কে সে আজব সময় আমার কাজলা দিদি,

কেরে তুই কোন দৈত্য-দানব সব যে কেড়ে নিলি?

কেরে তুই কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে,

কেরে তুই কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে॥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: সময় সব কেড়ে নেয়। জীবন-যৌবন,উচ্ছলতা-উদ্যামতা সবকিছু। আপনি,আমি কেহই এর বাহিরে নই।
আজ আমাদের ব্যস্ত থাকতে হয় সংসারের ঘানি টানতে।
ভুল স্রোত না ভাই জীবনের ধর্মই এটা।।

২| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩১

ভুমিহিন জমিদার বলেছেন: তবুও মন কি আর সেটা মানে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.