![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।
আমার বন্ধু মিলন বাইক চালায়।
তো সে বাইক নিয়ে মিরপুর গেছে। রাস্তায় বাইক নষ্ট হয়ে গেলো। মহাবিপদে। বাইক টেনেটুনে একটা গ্যারেজে নিয়ে গেলো। হাজার খানেক টাকা হলেই বাইক সারিয়ে ফেলা সম্ভব। মাসের শেষ। হাতে সেই সময় কোনো টাকাও নেই।
আমাকে ফোন দিয়ে বলল মিরপুর চলে আসতে। বন্ধুত্ব বলে কথা। হাজার খানেক টাকা পকেটে নিয়ে রওয়ানা দিলাম।
রাস্তায় ভয়ংকর জ্যাম। কখন মিরপুর পৌছাবো, তার কোনো ঠিক নেই।
কাজেই রাস্তায় বসে অপেক্ষা করার ফাঁকে মোবাইল থেকে টাকা পাঠিয়ে দিলাম। বিকাশ আছে না।
বন্ধুটি টাকা পেয়ে মহা আনন্দিত। ডানে বায়ে একটু চোখ বোলালেই বিকাশের এজেন্ট বসে আছে। টাকাটি সে সহজে ভাঙ্গিয়ে নিলো।
বাইক সারানো হয়ে গেলো।
দেড় ঘন্টা পর মিরপুরে পৌঁছে দেখি, সেই বন্ধু গ্যারেজ থেকে বাইক সারিয়ে তার গন্তব্যে চলে গেছে।
হায় রে বন্ধুত্ব, হায় রে বিকাশ।
আই হেইট বিকাশ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নো নো... প্লিজ হেইট ইউর ফ্রেন্ড
বিকাশতো আপনার ভালবাসাকে দ্রুত করেছে, আর বন্ধু উপকার শেষে উপকালীল জণ্য অপেক্ষা বা ফোন করার ভব্যতাটুকু দেখাল না
হায় রে বন্ধুত্ব,