নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

এদের চেয়ে বড় স্বৈরাচার জনগন আর কিভাবে পাবে?

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

এই যে এরা কোনদিন রাজনীতির ধারে কাছেও ছিল না। কোন নেতার কর্মী হিসেবে কোন দিন কাজ করে নি। কোন স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় জীবনের কোন হল শাখা বা কোন কমিটির কোন মেম্বার ছিল না। কোন দিন কোন দেয়ালে চিকা মারলেন না, শীতর রাতে অন্ধকারে হঠাৎ গগন বিদারী চিৎকার দিয়ে মশাল মিছিলে অংশ নেবার অভিজ্ঞতাও এদের নেই। নেই কোন ভূমিহীনদের কাজ কিংবা ভুমির দাবীতে ঘটি বাটি থালা হাতে জীর্ণ শীর্ন মানুষগুলোর সাথে গ্রামের দীর্ঘ মেঠো পথ পায়ে হেটে ক্লান্তিজনিত শরীর নিয়ে জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় নিস্ফল ঘেরাও এর অভিজ্ঞতাও। দীর্ঘদিনের প্রবাসি লাক্সারী জীবন কাটিয়ে এরপর হঠাৎ একদিন যখন মা কিংবা বাবার কুলষিত রাজনৈতিক জীবনের হাল ধরতে বাংলাদেশের বিমান বন্দরে এসে নামেন, লক্ষ, লক্ষ মানুষের গগন বিদারী 'জিন্দাবাদ' শ্লোগানে আপ্লুত হয়ে যান, হুড খোলা জীপে, কালো গগলসের ফাক দিয়ে যতদুর দৃষ্টি যায় মানুষ আর মানুষ, ভোর রাত থেকে বসে থাকা অর্ধাহার অনাহারে ক্লান্ত চলন্ত জীপের ধুলো মাখা মানুষগুলোর পেছন পেছন দৌড়াতে থাকা, তাদের উদ্দেশ্যে দুহাত তুলে একটুখানি নাড়া নাড়ি করে নানা, দাদা কিংবা মা বাবার দুর্ণীতির টাকায় বানানো অট্টালিকায় পৌছে দামী সাবান দিয়ে স্নান সেরে ডজন খানেক চাকর বাকর পরিবেষ্ঠিত নাস্তা কিংবা লান্চের টেবিলে বসেন, আসমান থেকে নাজিল হওয়া কেন্দ্রীয় কমিটির একলাফে সর্বোচ্চ পদে আসীন ঐ কাচ্চা বাচ্চারা কিভাবে বুঝবে জন নেতা হবার যোগ্যতা আসলে কি জিনিষ! তাদের রাজনৈতিক জন্মইতো আজন্ম পাপ! এরা বড় হয়ে যদি সত্যিই কোনদিন কোন রাষ্ট্রের হাল ধরেন, এদের চেয়ে বড় স্বৈরাচার জনগন আর কিভাবে পাবে?

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯

খেয়া ঘাট বলেছেন: এরা বড় হয়ে যদি সত্যিই কোনদিন কোন রাষ্ট্রের হাল ধরেন, এদের চেয়ে বড় স্বৈরাচার জনগন আর কিভাবে পাবে?

এরাই সবচেয়ে বড় স্বৈরাচার।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, খেয়া ঘাট!

২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

নিরব বাংলাদেশী বলেছেন: আহারে এরশাদ চাচা, চাচা আমার বড়ই প্রিয় ছিল

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

বাঙ্গালীর কুঠার বলেছেন: এরা বড় হয়ে যদি সত্যিই কোনদিন কোন রাষ্ট্রের হাল ধরেন তাহলে বঙ্গ দেশ একদিন বঙ্গপসাগরে গিয়ে পড়বে।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৮

আব্দুল হালিম মিয়া বলেছেন: ভাল বলেছেন, বাঙালীর কুঠার।

৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

গরম কফি বলেছেন:
দেশে এধরনের কালচার বহু আগে থেকেই চলে আসছে । ইস্কুলের গন্ডি পার না হওয়া গৃহ বধু পারলে দু দিন পর আমার বাসার এস এস সি পাস কাজের মেয়েও হয়তো এই রাস্তায় যাবে .. আমরা আম জনগন তাদের ই ঘুরে ফিরে ভোট দিবো ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩০

আব্দুল হালিম মিয়া বলেছেন: "আমরা আম জনগন তাদের ই ঘুরে ফিরে ভোট দিবো"-- সহমত, গরম কফি।

৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

তৌফিক মাসুদ বলেছেন: উপমহাদেশে এই প্রচলনটা বেশী। তবে আমাদের দেশ ছাড়া বাকি দেশগুলোতে যোগ্যতার সাক্ষর রেখেছে।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

আব্দুল হালিম মিয়া বলেছেন: বুশের ছেলে বুশ রাজনীতিতে এলেও তাকে আসতে হয়েছে অন্যদের সাথে নিয়মতান্ত্রিকভাবে প্রতিযোগীতা করে। আমাদের দেশেও আসতে মানা নেই, অধিকার আছে সবারই, কিন্তু অন্যরাও কেন তাদের সাথে ফেয়ার প্রতিযোগীতা করতে পারে না! ধন্যবাদ, তৌফিক মাসুদ।

৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

গরম কফি বলেছেন:
সব গুলারে জুতা মারেন যারা আগে আসছে তাদের আগে মারেন তাহলে পরের গুলো সিধা হবে । সৎ সাহসের বড় অভাব আমাদের ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

আব্দুল হালিম মিয়া বলেছেন: সৎ সাহসের বড় অভাব আমাদের ।

৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

ফুরব বলেছেন: আম জনতা আসলেই আবাল।। কি লাভ এদের পিছে ছুটে।।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: "কি লাভ এদের পিছে ছুটে", খুব মুল্যবান প্রশ্ন! কিছু অতি নিকটস্হ ডেসপারেট চামচারা ছাড়া, বাকী লক্ষ লক্ষ কর্মী সমর্থকেরা কিন্তু কিছুই পায় না। তবুও পিছু ছাড়ে না। 'ভয় হয়, যদি ক্ষয় হয়' এরকম রোগে ভোগে মনে হয় সবাই। কিংবা 'যদি কোনদিন কাজে লাগে, যদি কখনো কিছু পাই' এরকম মুলার পিছনে ছোটে সবাই। যদিও সে পাওয়া আর কখনো হয়ে উঠে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.