![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে যত বেশী গুরুত্বপুর্ণ মনে করবেন, তত বেশী সমস্যায় পড়বেন। বিষয়টা যতখানি না বাস্তব, তারচেয়েও বেশী মনস্তাত্বিক। সে আপনি যেই হোন না কেন! দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ কিংবা মাঠের রাখাল সবার একটা নিজস্ব মনোজগত থাকে, তিনি সেই মনোজগতের রাজা/রাণী। সে জগতটাকে যত বেশী প্রেসারে রাখবেন তত তার সহ্য ক্ষমতার উপর চাপ পড়বে, লিমিট ক্রস করলে ভেংগে পড়বে। তাই মনে হয়, সত্যিকার অর্থেই যারা বিনয়ী, অন্যকে শ্রদ্ধা করে, স্নেহ করে, অন্যের দুঃখে দুঃখী হয়, মাথা নীচু করে চলে, পরশ্রীকাতর নয়, তারা বেশী সুখ, শান্তিতে থাকেন। সবচেয়ে বড় যেটা আমরা প্রায়শই ভুলে যাই, আমাদের সকলেরই একটা জন্মদিন আছে। সেটা ঘটা করে আমরা পালনও করি অনেকেই। কিন্তু ভুলে যাই যেটা তা হলো, ঐ জন্মদিনের আগের দিনও কিন্তু পৃথিবী ছিল তবে আমি/আপনি ছিলাম না। তার মানেই হলো আর একটা দিন আমার আপনার জীবনে অবশ্যম্ভাবী সেটা হলো মৃত্যু দিবস। এখনও যারা বেচে আছি, তাদের জন্য একদিন ঐ শুন্যস্হানটা পূরন হয়ে যাবে। এখন যেমন জন্মদিন পালন করছি, আমাদের রেখে যাওয়া মানুষগুলো একদিন হয়তো আমাদের মৃত্যুদিবস পালন করবে। পালন না করলেও সেটা ঘটবে। তাই এত অহংকার, ঘৃনা, ডাট, ফাট কোথ্বেকে আসে! 'আমিই সব, আপনি কিছুই না' এই প্রবনতা থেকে বের হয়ে আসতে পারলেই পৃথিবীর অনেকে সমস্যার স্বয়ংক্রীয় সমাধান পাওয়া যেতে পারে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link