![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামে গন্জে 'মুড়ি' ভাজার প্রসেসটা অনেকেই জানেন বোধকরি। 'খোলা গরম' হলেই সেখানে চাউলগুলো উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে দ্রুত নাড়ানাড়ি করে, গোটা 'খোলা' (মাটির পাতিল) ধরে বিশেষ কায়দায় কিছুক্ষণ ডানে বামে ঘুরাতে থাকে আর মটমট করে মিষ্টি মধুর আওয়াজ করে চাউলগুলো ফুটে ফুটে মুড়ি হতে থাকে। আর যদি 'খোলা' গরম না হয়, হাজার চেষ্টা করেও কিন্তু চাউল থেকে মুড়ি বানানো যায় না। বাংলাদেশের রাজনীতির 'খোলা' এখন গরম। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষনের পর আরো গরম হয়েছে। এখনই বেশ কিছু জাতীয় বার্নিং ইস্যুকে রাজনীতির উত্তপ্ত হাড়ির মধ্যে দিয়ে ফলাফল বের করে আনার সময় হয়েছে। যে ফলাফলগুলো আগামী দিনের উন্নত বাংলাদেশের দুয়ার খুলে দিতে পারে। আশির দশকে বড় বড় মিথ্যা বাগাড়ম্বর করে জাতিকে এরশাদের বিরুদ্ধে জনগনকে খেপিয়ে তুলেছিল ২৩ দল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দল (পরবর্তিতে ৮ দল ও ৫ দল), বিএনপির নেতৃত্বে ৭ দল ও এদের বড়ই পিয়ারা জামাতে ইসলামী। মিথ্যা বাগাড়ম্বর এজন্যই বলছি, আজ এতদিন পর এটা প্রমান হয়েছে যে ঐ দল ও জোটগুলো ১৯৯০ এর পর দুই দুইবার করে ক্ষমতার মসনদে যেয়ে নিজেরা কোন দূর্ণীতিমুক্ত বাংলাদেশ উপহারতো দিতে পারেই নি, বরং এরশাদের চেয়ে হাজারগুন বেশী দূর্ণীতি করেছে, হত্যা, খুন গুম করেছে, মানুষের গনতান্ত্রিক অধিকার 'ভুয়া গনতন্ত্রের' ছদ্মাবরণে আরো বেশি করে হরণ করেছে। তাই এই দুটি দলের বিগত ২৩ বছরের কুশাষনের অভিজ্ঞতার ভিত্তিতে একথা আজ নির্দ্বিধায় বলা যায়, নানা ছলা কলা, দাবী দাওয়ার কৌশল নিয়ে এরা যেই আগামী নির্বাচনে তৃতীয়বারের মত ক্ষমতায় আসুক না কেন, জনগনকে সেই বিগত দিনের মতোই জ্বালাও পোড়াও, হত্যা, খুন, গুমের মুখোমুখি হতে হবে। যা দেশের সুশীল সমাজসহ সংখ্যাগরিষ্ঠ মানুষ সমর্থন করেন না। এমনকি বড় এই দুটো দলের মধ্যেও যারা লুটেরা নন, অনেক স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, প্রকৃত দেশপ্রেমিক আছেন, তারাও করেন না। তাই এই 'খোলা' গরম থাকতে থাকতেই নির্বাচনী ইস্যু সমাধানের সাথে সাথে আরও কিছু বিষয়ের সমাধান করে নেয়ার এখনই উৎকৃষ্ট সময়। যেমন, ১) জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করা, ২) সংসদে প্রয়োজনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেবার অধিকার প্রদান করা ৩) দল থেকে পদত্যাগ বা বহিস্কার হলেও স্বতন্ত্র সাংসদ হিসেবে বাকী মেয়াদ দায়িত্ব পালনের সুযোগ দেয়া ৪) সংবিধানে নির্বাচিত তত্বাবধায়ক সরকারের প্রথা চালু করা ৫) কাউন্সিলরদের গোপন ভোটে দলীয় সভাপতি/চেয়ারম্যান সহ সকল কর্মকর্তা নির্বাচিত করার ব্যবস্হা করা এবং তা প্রকাশ্যে অনুষ্ঠিত করা, প্রয়োজনে এর দায়িত্ব নির্বাচন কমিশনকে দেয়া ৬) সরকারী চাকুরী থেকে অবসর নেবার কমপক্ষে তিন বছর দলীয় রাজনীতি না করা ৭) কমপক্ষে তিন বছর দলের প্রাথমিক সদস্য না হলে নির্বাচন না করতে দেয়া ৮) খাদ্যে ফরমালিন বা বিষ মেশানো হলে মৃত্যুদন্ডের বিধান চালু করা ৯) বিচারপতি নিয়োগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে নিরপেক্ষ প্রক্রিয়া চালু করা ১০) দুদকের চেয়ারম্যান সহ কর্মকর্তা, নির্বচন কমিশন, পিএসসি, অডিটর জেনারেল নিয়োগে সরকারের হস্তক্ষেপ মুক্ত সাংবিধানিক কমিটি গঠন করা ১১) সরকারী কর্মকর্তা নিয়োগ, বদলী পদোন্নতিতেও অনুরূপ কমিটি করা ১২) ছাত্ররাজনীতি বন্ধ করা ১৩) কানাডার অন্টারিও প্রদেশের মত নির্দিষ্ট তিন ক্যাটাগরির ট্রেনিং (জি ওয়ান, জিট টু, জি) ছাড়া ড্রাইভিং লাইসেন্স না দেয়া ১৪) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সকল সরকারী কর্মকর্তাদের দেশের অভ্যন্তরে চিকিৎসা নিতে বাধ্য করা, বিদেশে নিতে হলে পদত্যাগ করে যেতে হবে। ১৫) গার্মেন্টসে এম্পলয়ি সেফটি নিশ্চিত করতে যথাযথ কমপ্লায়েন্স মানতে বাধ্য করা এবং এটা করতে শক্তিশালী প্রভাবমুক্ত ইন্সপেকশন টিম গঠন করা ১৬) ঢাকা থেকে সচিবালয়, জেলখানা গাজীপুরে স্হানান্তর করা ১৭) অন্যান্য কয়েকটি দুরবর্তি জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করা ১৮) মাদ্রাসা শিক্ষাকে আধুনিকিকরনে দেশ বরেণ্য আলেমসমাজকে নিয়ে যথাযথ ও কার্যকর উদ্যোগ গ্রহন করা ১৯) রাস্তা বন্ধ করে ভিভিআইপিদের চলাচলের ব্যবস্হা বন্ধ করা ২০) সর্বোপরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিচারপতি, পুলিশ অফিসার, এমপিদের দায়িত্ব গ্রহনের আগে সকল স্হাবর, অস্হাবর সম্পত্তির নিখুত হিসাব নেয়া এবং তা জনসমক্ষে প্রকাশ করা ২১) উপরোক্ত ব্যবস্হা কার্যকর করতে গোয়েন্দা ও কাউন্টার গোয়েন্দা নিয়োগ করা ২২) জাতীয় ইস্যুগুলোতে বিরোধি দলকে আস্হায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধানের রেওয়াজ চালু করা ২৩) জনকল্যানের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তার উপর জনসভা করার অসভ্য রেওয়াজ বন্ধ করা ইত্যাদি। মনে রাখা দরকার, শুধুমাত্র তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই শুধুমাত্র ক্ষমতার পালা বদল ছাড়া দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে না।
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০৩
নানাভাই বলেছেন: সর্ষের মধ্যেই যদি ভূত থাকে, তাইলে ?????????????
৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭
চলতি নিয়ম বলেছেন: অধিকাংশের সাথেই সহমত। ১৪ নং টা সবার আগে বাস্তবায়ন দরকার
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
রাজ্জাক রাজ বলেছেন: বুঝছি 2/4 বলি না দেওয়া পর্যন্ত ডাইনির পেট ভরবো না।
Typed with Panini Keypad