![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সরকার যখন পতনের দ্বারপ্রান্তে পৌছে, সে সামরিক স্বৈর সরকার কিংবা গনতন্ত্রের নামাবলী পরিহিত স্বৈর সরকার যেই হোক না কেন, তাদের শেষ মুহুর্তের কাজগুলো হুবহ একই রকম ভুল। খেয়াল করুন, তার নমুনাঃ
১) নেতারা বলবেন , "এখন যে যেকথাই বলুক, যখন নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে যাবে তখন সবাই নির্বাচনমুখী হবে। এখন দেশে যা সমস্যা দেখা যাচ্ছে তা তখন আর থাকবে না ।"
২) ষাট/সত্তর ঘন্টার হরতালে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির পরও জনাব মখা টাইপের মন্ত্রীরা বলবেন, 'গ্রামে হরতালের কোন প্রভাব পড়ে নি'!
৩) হরতাল বিরোধী কিছু হোন্ডা, পান্ডার মিছিল শুধুমাত্র নিরাপদ রাস্তাগুলোতে মহড়া দিবেন
৪) মাননীয় সরকার প্রধান সরকারী হেলিকপ্টার, রসদ, পাইক পেয়াদা ব্যবহার করে জনসভায় যাবেন, বাধ্যতামুলকভাবে স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রীদের ঘামে ভিজে, রোদে পুড়ে উপস্হিত করবেন, এলাকার সকল সরকারী কর্মচারী, সকল আনসার ভিডিপি সদস্য, সরকারী রিলিফ সংগ্রহকারী তথা ভিজিডি কার্ডের সদস্যদের বাধ্যতামুলক উপস্হিত করে জনসভার কলেবর বৃদ্ধি করে সরকারী মিডিয়ায় সেটার ফুলিয়ে ফাপিয়ে দেখাবেন, প্রমান করার চেষ্টা করবেন সরকারের জনপ্রিয়তা এখনো তলানীতে যায় নি।
৫) সংবিধান রক্ষা আর গনতন্ত্রের বেশী বেশী ক্যাচাল পারবে
৬) প্রকাশ্য দিবালোকে সরকারী ক্যাডাররা বন্দুক উচিয়ে বিরোধীদেরকে ধাওয়া করবে
৭) চামচাদের বেশী বেশী উপস্হিতি, তাদের বক্তব্য বিবৃতি দেখে আপনার মনে হবে, 'বাপ মরে আন্ধারে মে, বেটা পাউয়ার হাউজ'!
(একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার অবজারভেশন, অতীতের অভিজ্ঞতা থেকে মিলিয়ে দেখুন)
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৩
ভিটামিন সি বলেছেন: ভালো অবজারভ করেছেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: সংবিধান রক্ষা আর গনতন্ত্রের বেশী বেশী ক্যাচাল পারবে - এটা সরকারী দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান বেশি বেশি বলবে!