![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার পর যখন আমাদের সকলের দায়িত্ব ছিল কাধে কাধ মিলিয়ে দেশ গড়ার কাজে অংশ নেয়া, ঠিক যেমনটি বংগবন্ধু বলেছিলেন, 'স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন' তার সে আহবানে সাড়া না দিয়ে শুরু হয়েছিল পরিকল্পিত অরাজকতা ও অনৈক্যের রাজনীতি। সেই থেকে শুরু। আসুন আমরা দেখি কি ধরনের অরাজকতা বিশেষ করে নানা অছিলায় 'হরতাল' নামক অর্থনীতি ধ্বংসের রাজনীতি শুরু হয়েছিল। বিশেষ করে এখানে বিগত তিনটি সরকারের সময়কার তুলনামুলক চিত্রটা তুলে ধরা হলো। এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার সময়কার। এরশাদের ১৯৮৩-৮৬ পর্যন্ত হরতাল হয়েছিল মাত্র ৫২টি এবং ৮৭ থেকে ৯০ পর্যন্ত ২৪৫ টি, মোট হরতালের সংখ্যা ছিল ২৯৭, সময় প্রায় নয় বছর। এরশাদ সামরিক শাষন জারি করে ক্ষমতায় এসেছিল, তার স্বৈর শাষন থেকে জাতিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সহ ২৩টি দল যে গনতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবার অংগিকার করেছিল, স্বাধীন বিচার বিভাগ, দুর্ণীতিমুক্ত দেশ উপহার দেবার ওয়াদা তারা করেছিল, আসুন দেখি সে অংগিকার তারা কতটুকু পালন করতে পেরেছে। এরশাদ সরকারের বিদায়ের পর পালা করে গত ২৩ বছর দেশ শাষন করছে আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু প্রশ্ন হলো, জাতি কি দুর্ণীতিমুক্ত, স্বৈর শাষন মুক্ত, হত্যা, খুন, ধর্ষন, হরতালমুক্ত বাংলাদেশ পেয়েছে? আমাদের উচিত তার একটা তুলনামুলক পরিসংখ্যান জাতির সামনে তুলে ধরা। এখন শুধুমাত্র অর্থনিীতি বিধ্বংসী হরতালের একটা চিত্র নিয়ে আমরা আলোচনা করবো। পর্যায়ক্রমে, হত্যা ও দুর্ণীতির চিত্রও তুলে ধরা হবে। নীচের পরিসংখ্যানটা একটু খেয়াল করুন, বিগত তেইশ বছরে হরতালের সংখ্যা হাজারের উপরে। কিন্তু কেন? এরশাদের নয় বছরে ২৯৭টি হরতাল দিয়ে, অনেক রক্ত ঝরিয়ে, সম্পদ বিনষ্ট করে জাতিকে যে গনতান্ত্রিক সমাজ উপহার দেবার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেখানে কেন ১৯৯১-২০১৩ পর্যন্ত এক হাজারেরও বেশী হরতাল দিতে হলো? কি পরিমান সম্পদ ও প্রাণহানী হয়েছে তারও একটা চিত্র নীচের লিংকে ক্লিক করলে জানা যাবে। আসুন দেখিঃ
Click This Link
(১৯৯১ থেকে ২০০৬)
Click This Link
(২০০৯ থেকে ২০১৩= ১৫২ টি বা কিছু বেশী)
সিপিডির রিপোর্ট দেখুনঃ
As evidence bears out, hartal in Bangladesh is becoming more frequent in recent decades. Average hartal per year was significantly higher (46 per year) under the democratic governments (1991-2013) compared to the earlier regimes. It may be observed from the same figure that the occurrence of shutdown has been on the rise.
Click This Link
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
এম আর ইকবাল বলেছেন:
পরিসংখান দিয়ে কি হবে ।
রাজনীতিবীদরা বোঝে ক্ষমতা ।
তা যে মূল্যেই হোক ।
ক্ষমতা থাকলেই সম্পদের খনি পাওয়া যায় ।