![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপজেলা নির্বাচন ও গনতন্ত্রের ঠিকাদারি................
১৯৮৪ সালে এরশাদ যখন পুরাতন থানাগুলোকে আপগ্রেড করে উপজেলায় উন্নত করলেন তখন তারা কিছুই বললেন না। যখন তিনি ওইসব উপজেলায় প্রশাসন বিকেন্দ্রীকরনের ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নিলেন তখনও তারা কিছুই বললেন না। এরপর তিনি যখন উপজেলার সিও অফিস গুলোকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন করলেন, প্রায় ২৫ থেকে ৩০টি মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রেষনে নিয়োগ দিলেন, সকল অফিসারদেরকে সমন্বয় করতে একজন নির্বাহী অফিসার তথা টিএনও/ইউএনও কে সকল ক্ষমতার প্রধান করে জনগনের উপর ছড়ি ঘুরানোর ব্যবস্হা করলেন তখনও তাহারা চুপটি করেই রইলেন।
দশ পনেরো মাইল দুর থেকে পায়ে হেটে এসে, ঘর্মাক্ত গায়ে, একজন কৃষক এক মুঠো সার কিংবা বীজের জন্য 'স্লিপ' দিয়েও 'তথাকথিত স্যার' ইউএনও সাহেবের সাক্ষাতের অপেক্ষায় ভারী পর্দার বাইরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতেন তখনও উনারা মানে গনতন্ত্রের মেকী দরদিরা মুখে তালা মেরে থাকলেন।
মজার ব্যাপার হলো এসব ঘটনার প্রায় বছর দুয়েক পর এরশাদ যখন সিদ্ধান্ত নিলেন এইসব অফিসারদেরকে তদারকি করতে, উপজেলার উন্নয়ন কাজের সকল দায় দায়িত্ব, জবাবদিহিতার জন্য একজন নির্বাচিত জনপ্রতিনিধির ব্যবস্হা করবেন, গনতন্ত্রকে জনগনের দোরগোড়ায় পৌছে দিবেন তখন আর তাদের সহ্য হলো না। তারা তাদের মুখের তালা খুলে ফেললেন, ভাবলেন, সর্বনাশ, এইবেটা সামরিক জান্তা বলে কি! ভুতের মুখে রাম নাম! গনতন্ত্রের ঠিকাদার হলেম আমরা, আর এই লোক বলছেটা কি! শুরু হলো তান্ডব, উপজেলা ব্যবস্হার বিরুদ্ধে নয়, উপজেলা নির্বাচনের বিরুদ্ধে। ইউএনও তথা আমলাতান্ত্রিক উপজেলার বিরুদ্ধে যারা এতদিন টু শব্দটিও করলেন না, তারাই এবার জনগনের প্রতিনিধি নির্বাচনের বিরুদ্ধে ঢাল তলোয়ার নিয়ে নেমে পরলেন। ছলেরতো আর অভাব থাকে না উনাদের। ঠিক যেমনটি এবার বললেন 'সংবিধান রক্ষার' কথা, তখন বললেন 'সকল নির্বাচনের আগে সংসদ নির্বাচন' দিতে হবে। সুতরাং উপজেলা নির্বাচন প্রতিহত করতে হবে। প্রাণ দিলেন সেলিম দেলোয়ার সহ অসংখ্য নিরীহ মানুষ। আজ যেমন দশম সংসদ নির্বাচন প্রতিহত করা গেল না, সেদিনও উপজেলা নির্বাচন প্রতিহত করা গেল না। নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা পুর্ন পাঁচটি বছর দায়িত্ব পালন করলেন.................(চলবে)
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫
একজন ঘূণপোকা বলেছেন:
এখন দেশে চলছে বাকশাল-২