নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

মাইক পাইলেই হইছে, বিসমিল্লাহ বলেই শুরু হবে অন্যের গালি গালাজ, খিস্তি খেউর!

২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৫

আমাদের গোটা উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের সমাজে, ঘরে ঘরে, পাড়ায় মহল্লায়, জেলা উপজেলায়, সরকারে বিরোধী দলে, গ্রামে গন্জে যে পরিমান হেট্রেড বা ঘৃনা, বিদ্বেষ, হিংসা ছড়ানো হয় তা বোধকরি পৃথিবীর আর কোন সভ্য দেশে কল্পনাও করা যায় না। সে সব দেশে আইন করে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। 'ডিসক্রিমিনেশন ইজ প্রহিবিটেড বাই ল।' এ্যানি কাইন্ড অব ডিসক্রিমিনেশন।



যে সমাজে নানান বাহানায়, নানান ছল ছাতুরিতে, কারনে অকারনে, ব্যাক্তি, রাজনৈতিক, ধর্মীয় হীন স্বার্থে এত ঘৃনা ছড়ানো হয়, সরকারের পৃষ্ঠপোষকতায়, রাজনীতিবিদদের তথাকথিত জনসভার মন্চে, মাইক পাইলেই হইছে, বিসমিল্লাহ বলেই শুরু হবে অন্যের গালি গালাজ, খিস্তি খেউর! কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে সমর্থকদেরকে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে হাত তুলেছেন, হে আল্লাহ, হে আল্লাহ বলে বিচার দিচ্ছেন, একই সাথে আবার অকথ্য ভাষায় নিজের লোকজনকে গালাগালি করছেন!



সেই সমাজে শান্তি আসবে কি করে! শান্তিপুর্ন ও কলহমুক্ত ঐক্যবদ্ধ সমাজ, জাতি ছাড়া দেশে কখনো আগাতে পারে না। নিজেকেই প্রশ্ন করুন, সকালে ঘুম থেকে উঠেই আপনি যে ঘৃনাটা ছড়াচ্ছেন, দিন শেষে আপনি কি অর্জন করলেন, নিজের আয়নায় নিজেকে দেখার জন্য রাত ১২টায় অন্তত একবার এক মিনিটের সময় ব্যয় করেই দেখুন না!



কারন, "Hatred does not cease by hatred, but only by love; this is the eternal rule."--Buddha



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:




মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।


সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার, অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।


স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।

২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭

কসমিক- ট্রাভেলার বলেছেন:




মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।


সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার, অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।


স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: 'ডিসক্রিমিনেশন ইজ প্রহিবিটেড বাই ল।' এ্যানি কাইন্ড অব ডিসক্রিমিনেশন।


রাষ্ট্রপ্রধান যখন উদ্যোক্তা হয়- জাতির জনগন তো আরও বেশী উৎসাহিত হয় .. দু:খজনক!!!!

.....

গৌতম বুদ্ধের বাণী সত্য। কিন্তু প্রয়োগ নেই।

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের ঘৃণা গালিগালাজের উত্তোরোত্তর উন্নয়য়ের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষদের মুখে বা সংসদ নেতাদের ভাষণে চলে গেছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য গর্বের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.