নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

তামাশা-১

০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:১৩

তামাশা-১

--------------



দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ সকলেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার পুর্বে বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের থার্ড সিডিউলে বর্নিত যে শপথ বাক্য পাঠ করেন, আসুন দেখি সেটাতে তিনারা আসলে কি বলেন।

....The 117[Prime Minister 118* * * * and other Ministers, Ministers of State and Deputy Ministers.- Oaths (or affirmations) in the following forms shall be administered by the President-



(a) Oath (or affirmation) of office;

"I ........................, do solemnly swear (or Affirm) that I will faithfully discharge the duties of the office of Prime Minister (or as the case may be) according to law:

That I will bear true faith and allegiance to Bangladesh;

That I will Preserve, protect and defend the Constitution:

And That I will do right to all manner of people according to law, without fear of favour, affection or ill-will.



(b) Oath (or Affirmation) of secrecy;

"I, ........................, do solemnly swear (or affirm) that I will not directly or indirectly communicate or reveal to any person any matter which shall be brought under my consideration or shall become known to me as Prime Minister (or as the case may be) except as may be required for the due discharge of my duty as Prime Minister (or as the case may be)."



এখন প্রথম প্রশ্ন হলো, নারায়নগন্জের শামীম ওসমানকে নিয়ে সাম্প্রতিককালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ভাষন দিয়েছেন সেখানে উপরে বর্নিত কোন শপথ ভংগ হয়েছে কিনা?



দ্বিতীয় প্রশ্ন হলো, আজ বেসিক ব্যাংকের যে দুর্নীতির খবর পত্রিকাতে এসেছে, ".....বেসিক ব্যাংকের এই দশা করেছে ব্যাংকটিরই পরিচালনা পর্ষদ৷ ব্যাংকটি এখন লোকসান দিচ্ছে৷ অনিয়ম-দুর্নীতিতে লোপাট হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি৷

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও স্বীকার করেন, বেসিক ব্যাংকের আজকের অবস্থানের জন্য দায়ী পরিচালনা পর্ষদের দুর্বৃত্তপনা৷ বাংলাদেশ ব্যাংকও আইন মেনে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে৷ তার পরও ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার৷

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাচ্চু৷ তাঁর নেতৃত্বেই ব্যাংকটিতে সব ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে৷ তিনি সরকারের শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠজন৷ আর এ কারণেই এখনো পদে রয়ে গেছেন তিনি৷ বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নর একে ‘ব্যাংক ডাকাতি’ বলেছেন৷

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গতকাল আবদুল হাইয়ের অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনিও কৌশলে এড়িয়ে গেছেন৷ অর্থমন্ত্রী শুধু এটুকু বলেন, ‘বেসিক ব্যাংকের পর্ষদের দায়িত্ব আমার থাকলেও চেয়ারম্যান নিয়োগ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে।’

অর্থাৎ আর সব সিদ্ধান্তের মতো চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্তটিও নেবেন প্রধানমন্ত্রী৷ এখানে অর্থ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই৷ "--দৈনিক প্রথম আলো



তৃতীয় প্রশ্ন হলো, গোড়ায় গলদ থাকলে আগায় পানি ঢেলে লাভটা কি? তারপরও কত ইনিয়ে বিনিয়ে এই সব তামাশাগুলোকে আমরা জাষ্টিফাই করার চেষ্টা করি----------->কারন একটাইঃ 'যদি কিছু পাই'!



হায়রে আমার সোনার বাংলা



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:২৮

ঢাকাবাসী বলেছেন: চোরের কাছ থেকে চুরির ভাগ পেলে কি আর তাকে ধরা যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.