![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
রাস্তার পাশে খাবার দোকান
হচ্ছে বিক্রী চলছে সমান।
সকাল বেলায় নাস্তা খেতে
দুপুর হলে লাঞ্চ করতে।
অল্প টাকায় সারতে খাওয়া
হাতের কাছে সামনে পাওয়া।
দিনমজুর আর অল্প আয়ের
মানুষ যারা এই শহরের।
খায় তারা সব এই হোটেলে
পেটটা ভরে ঢেকুর তুলে।।
পুরান ঢাকায়, পল্টনে
বনানী আর গুলশানে।
হোটেল গুলো ছালা, বেড়ার
বেঞ্চী পাতা, ছন্ন ছাড়ার।
রুটি, পরোটা, ডালভাজি
ছোট মাছ, শাক শবজি।
আলু দিয়ে ডিমের ভুনা
গরুর বট, মাংস রান্না।
খাবার রেঁধে নানার পদের
রঙবাহারী ভিন্ন স্বাদের।
ডাকে খদ্দের পশরা মেলে।
অল্প দামে আর কি মেলে।
------------ ০ ----------
©somewhere in net ltd.