![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
মহল্লার বড় ভাই
টাকা আর ক্ষমতায়।
তার পিছে লোক কত
দিন রাত ঘোরে শত।
ওয়ার্ড আর থানাতে
পদ আর পদবীতে।
সে যে বড় ভাগিদার
যেন ঠিক লোকাল জমিদার।
ঠিকাদারী ভাগাভাগি
মারামারি রাগারাগি।
সবখানে নেতা যে
থাকা তার চাই যে।
থানাতে কন্ট্রাকট
থাকে সব ঠিকঠাক।
লোকাল এমপির সে ডান হাত
এই পরিচয়ে ফেরে বরাত।
মিছিল আর মিটিংয়ে
ভাংচুর পিকেটিংয়ে।
দিতে লোক সাপ্লাই
তার কোন জুড়ি নাই।
ক্ষমতার পালাবদলে
কপালের ফেরে।
তাই সকল ফেলে
সে যায় শ্রীঘরে।
এরপর জেগে ওঠে
আর এক নেতা।
নতুন সকালে ফোটে
মহল্লায় নতুুন ত্রাতা।
------------ ০ --------------
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩
হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা রইলো।
২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
হানিফুর রহমান হানিফ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬
ইকবালবিডি০৯ বলেছেন: চমৎকার
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫
হানিফুর রহমান হানিফ বলেছেন: ভালো লাগলো।
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
বাংলিশ বাবু বলেছেন: ভাল লেগেছে...
শুভকামনা রইল ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে