![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
সব সমস্যার শেষ সমাধান
জ্যোতিষ বাবা মুশকিল আসান।।
প্রেম-বিরহ যাদুটোনা
ব্যাবসার ক্ষতি , জমিজমা ।।
শত্রু-ভিষন, করতে দমন
খুব সহজে বিদেশ গমন ।।
সকল ফাড়া, শনির দশা
কেটে যাবে পুরবে আশা ।।
তাই, জ্যোতিষ বাবার মুখ দর্শন
রত্ন-পাথর করতে ধারন।।
চলে আসুন এই ঠিকানায়
মুক্তি পাবেন ভাবনা নাই।।
বিপনী-বিতান, অভিজাত এলাকায়
খুলে অফিস অট্টালিকায়,
দিচ্ছে বাবা শেষ দর্শন
করছে অশেষ দোয়া বর্ষন।।
পত্রিকায় আর টেলিভিশনে
এমন কত বিজ্ঞাপনে ,
হচ্ছে মডেল ঢাকাই সিনেমার
নায়ক, ভিলেন চেনা সবার ।।
আমুক খাজা তমুক দেওয়ান
রুহানী শক্তিতে ভিষন বলিয়ান ।।
মুখ দেখে যত সমস্যা
দেবে বলে সব খাশা ।।
যাচ্ছে লোকে বিপদে পড়ে
যুক্তি-বুদ্ধি সকল ছেড়ে ।।
ব্যাবসা এমন প্রতারনার
সামনে সবার হচ্ছে দেদার ।।
০০০
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
হানিফুর রহমান হানিফ বলেছেন: বড়ই ভন্ডামী চলিতেছে ভাইয়া ।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬
আরণ্যক রাখাল বলেছেন: ছড়াটা খুব সুন্দর
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
আরণ্যক রাখাল বলেছেন: অবাক হই বিভিন্ন চ্যানেলে এগুলো দেখে| বিশেষ করে মাই টিভি