নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার পথে চলতে চলতে লিখে যায়। ঢাকার ছড়া, মিঠে কড়া। আর আছি একটা On-line পত্রিকার সাথে নাম www.valokhabor.com

হানিফুর রহমান হানিফ

ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।

হানিফুর রহমান হানিফ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় চাকুরীর নামে প্রতারনা

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

জরুরী নিয়োগ আবশ্যক।
বিজ্ঞাপন দেয় প্রতারক।
ঠিকানা নাই কোন তার
আছে শুধু মোবাইল নাম্বার।
সেই নাম্বার ধরে ঠিকানায়
কেউ যদি এসে যায় ।
ঝকঝকা সেই অফিসে
বিশ্বাস হয় নিমিষে।
পিয়ন থেকে ম্যানেজার
জি.এম. আর মার্চেনডাইজার।
চাকুরী আছে ভুরি ভুরি
চলে আসেন কল করি।
নামি দামি অফিস গাড়ী
আছে হাইফাই স্যালারী।
কিন্তু দিতে হবে জামানত
এটা ভাই আপনার আমানত।
ট্রেনিং আর জামা জুতা
খরচের কত ছুতা।
এক মাসেই উঠে যাবে
সব টাকা হাতে পাবে ।
বলে আপনার টাকা তো নিচ্ছি না
ইন্স্যুরেন্সে দিতে হবে জমা।
এই নেন কাগজ দলিলের খাম
এইবার হলো সারা কাম।
সব টাকা হয় নেয়া
চাকুরী কি হাতের মোয়া ?
এবার বুঝতে পারে বেকার
সে মহা প্রতারনার শিকার।
------------ ০ --------------

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

কথাসাহিত্যিক আওরঙ্গ বলেছেন: কিরে তর কি মাথাটাতা ঠিক ঠাক আছে।

এতা কি লিখছ?

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

হানিফুর রহমান হানিফ বলেছেন: বুইজা দেহুন ইতা খিতা লিখচুইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.