![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
উচ্চ শিক্ষা লাভের আশায়
বিদেশী ভার্সিটিতে পড়তে চায়।
এমন যারা ছাত্র তারা
চোখে নিয়ে স্বপ্ন ভরা
যাচ্ছে তারা এসব ফার্মে
ভিসা পেতে ভর্তির ফরমে।
চটকদার বিজ্ঞাপনে
নানান রকম প্রলোভনে।
ছাত্র করছে আহবান
ভিসা নিন বিদেশ যান।
আগে ভিসা পরে টাকা
আয় দিয়েই পড়া লেখা।
এমন সুযোগ দিচ্ছি আমরা
ভার্সিটিও নাম করা।
যাবেন ইউরোপ, মালয়েশিয়া
লেখা-পড়া থাকা, খাওয়া।
কাজ করে শোধ করা যায়
এমন সুযোগ ছাড়ে বোকায়?
গেলে পরে এসব ফার্মে
কয়েক প্রকার রঙীন ফর্মে।
হাতে দিবে করতে পুরন
টাকা খরচ শুরু তখন।
কয়েক লাখ অল্প সময়ে
টাকা সব নিয়ে হাতিয়ে।
ঘুরাবে মাস বছর ধরে।
আসছে ভিসা করে করে।
হয়তো পাঠাবে এমন জায়গায়
যে ভার্সিটির কোয়ালিটি নাই।
খারাপ ভালো সকল মিলে
যাচ্ছে লোক দলে দলে।
------------ ০ ----------
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
হানিফুর রহমান হানিফ বলেছেন: বলেছেন ভালো
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
মাকড়সাঁ বলেছেন: Tho amader upay ki?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
হানিফুর রহমান হানিফ বলেছেন: অতি উৎসাহি না হয়ে ভালো করে খোজ নিলে কিছুটা সফলতা পেলেও পাওয়া যেতে পারে (ভালো বলেছেন)
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
নাজমুল হাসান রেদোয়ান বলেছেন: কঠিন বাস্তব। তবে অতি উৎসাহি না হয়ে ভালো করে খোজ নিলে কিছুটা সফলতা পেলেও পাওয়া যেতে পারে।