![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
ছাদের উপর হচ্ছে বাগান
ফুল, ফল নয়তো ফ্যাশন।
সবজি ক্ষেত , ঔষধী গাছ
হচ্ছে চাষ বারো মাস।
বিষমুক্ত ফল ও ফসল
স্বাদে নিখাদ, একদম আসল।
ধুষর ছাদ নন্দন কানন
আনন্দে ভরে সবার মন।
কাজটা যখন নিজের হাতে
পরম তৃপ্তি ফল পেতে।
ছেলে, যুবা বাড়ীর মালিক
গৃহিনীও দেয় সময় খানিক।
সবাই মিলে ছাদের উপর
করে চাষ সারা বছর।
এখন ঢাকার ছাদে ছাদে
রয়েছে ভরে এই আবাদে।
------------ ০ ----------
©somewhere in net ltd.