![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
ঢাকার ফুঁস ফুঁস রমনা পার্ক
দেয় অক্সিজেন চালু রাখে নার্ভ।
গাছপালা ফুলে ফলে
পাখিদের কোলাহলে।
সারাদিন মুখরিত
চারিদক সুরভিত।
বৈশাখ এলে রমনার বটমূলে
নববর্ষে, প্রানের মেলা মেলে।
সারাটি বছর উৎসব পার্বনে
মুখর থাকে, আনন্দ আয়োজনে।
বিকালে আর ভোর সকালে
নর-নারী সকলে।
করে ব্যায়াম এখানে
দলবেধে আয়োজনে।
আছে মসজিদ ঘর আল্লাহর
তাবলিগী মুসল্লী কোলাহল তার।
ধান্দাবাজ আর তার চাহনী
আছে সেজেগুজে দেহপসারিনী।
দলে দলে আসে কত হিজড়া
সুন্দরী যোয়ান তাগড়া।
চেনে তাদের ভালো ,
রমনার ঘাস, গাছ গাছড়া।
হকারেরা বেচে যায়
চা, পান সিগারেট।
চাইলে পাওয়া যায়
কেক আর বিস্কুট।
আরও কিছু চাও খেতে?
যাও চলে রমনার ক্যাফেতে।
------------ ০ ----------
©somewhere in net ltd.