![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
ঢাকায় বসে মেলা নানান
সারা বছর দিয়ে জানান।
বইমেলা আর বৈশাখী
উচ্ছল প্রান কই রাখি।
সারা বছর তার আয়োজন
দিন গণনা আসছে ন।
বাণিজ্য মেলা ই-কমার্স
রাজস্ব মেলায় কর মার্চ।
কারু মেলা বস্ত্র বুননের
আছে মেলা, ুদ্র ঋণের।
কুটির শিল্প বৃক্ষ মেলা
পশু পাখির রঙিন মেলা।
ফ্রিল্যান্সিং, তথ্য মেলা
মোবাইল আর ল্যাপটপ মেলা।
শাড়ীর মেলা, বাড়ির মেলা
হচ্ছে নিত্য গাড়ীর মেলা।
হচ্ছে মেলা একটি দেশের
সে জন্য প্রতিষ্ঠান আসছে তাদের
মধু মাসে ফলের মেলা,
শীতের সময় পিঠার মেলা।
মুহররম আর ঈদের মেলা।
পীরের বাড়ীর ঔরষের মেলা,
দুর্গাপূজায় রাতের বেলা।
নানা রকম পন্য পশার
যেমন মেলা তেমন সেটার।
ঢাকার মেলা এসব নিয়ে
চলছে সারা বছর জুড়ে।
------------ ০ --------------
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
হানিফুর রহমান হানিফ বলেছেন: মনডা যদি আইবার চাই, আইয়া পড়েন না কেলা। হুদাই প্যাঁচাল পাড়েন ক্যান?
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
সুমন কর বলেছেন: আহ..সব মেলাই দেখি তুলে ধরেছেন।
ভালো লাগল।
+।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
রেইড ইন স্কাই বলেছেন: সব মেলার - মেলা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
ফেলুদার তোপসে বলেছেন: ঢাকা যেতে মন চায় ভাইয়া।।