![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
চামড়া শিল্পের নগরী
এই হাজারীবাগ ট্যানারী।
এই ঢাকাকে মারছে পিষে
ট্যানারীর ঐ বর্জ্য বিষে।
কারখানারই দুষণ ভিষন
বুড়িগঙ্গার আনছে মরণ।
মারছে নদী মারছে প্রানি
করছে ঢাকার অঙ্গহানি।
মানুষ যারা আশেপাশের
কারখানারই সব শ্রমিকের।
নানাবিধ ব্যাধীর জীবন
সল্প আয়ু জীবন হরন।
দুর্গন্ধ আর মাছি-মশা
বেঁধেছে এখানে স্থায়ী বাসা।
এই ঢাকারই বুকের ভিতর
যায় কি মানা বিষের আছর?
যাচ্ছে শোনা কবে থেকে
কারখানা যাবে সাভারেতে।
সকল দুষণ হবে শোধন
এমন কারখনার হবে উদ্ভোধন।
কিন্তু তা তো হচ্ছে না
ট্যানারী গুলো সরছে না।
------------ ০ ----------
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
রেইড ইন স্কাই বলেছেন: দেখার কেউ নেই। আমরা অভাগা নাগরিক।