নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a former teacher, writer of poems and essays, idol talker on facebook and blogs. Sometimes I make websites and always listen to songs, songs mean only Rabindra Sangeet. My idea is that there is no need for sports in human life, because life itself is

আবদুল হক

https://www.facebook.com/HaqueIsOne

আবদুল হক › বিস্তারিত পোস্টঃ

আদম কি সত্যিই ৬০ হাত লম্বা ছিলেন?

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪০

সহীহ বুখারী, সহীহ মুসলিম, মুসনাদে আহমদ, সহীহ ইবনে খুযায়মা প্রভৃতি হাদীসগ্রন্থে হযরত আবু হুরায়রার রেওয়ায়েতে একটি হাদীস উদ্ধৃত হয়েছে, যাতে বলা হয়েছে, আদি মানব হযরত আদম আ. ৬০ হাত দীর্ঘ দেহের অধিকারী ছিলেন। ব্যাপারটা নিয়ে বেশ মুশকিলে পড়ে গিয়েছি। কেননা সনদের দিক থেকে শক্তিশালী হওয়ায় হাদীসটি নির্ভরযোগ্য, কিন্তু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এরকম কোনো মানব-জীবাশ্ম উদ্ধার করা হয়েছে বলে শুনি নি।



ধর্মীয় একটা লেখায় আমি হাদীসটি উল্লেখ করতে চাই, আমার ধারণা ছিলো এটি নিছক কোনো কুসংস্কারই হবে, যা ধর্মীয় আবহে সমাজে চালু হয়ে গিয়েছে। কিন্তু হাদীসটি যাচাই করতে গিয়ে সমস্যা আরো জটিল হলো। আদম আ. সত্যিই যদি ৬০ হাত (সাবঊনা যিরাআ) লম্বা হয়ে থাকতেন, তবে কার হাতে ৬০ হাত? তাঁর নিজের হাতে ৬০ হাত হতেই পারে না, কেননা চিংড়ি মাছের শূঁড় নিয়ে হাতির জীবন চলতে পারে না। অন্যদিকে, যদি বলা হয় আমাদের হাতে ৬০ হাত, তাহলে প্রশ্ন : কীভাবে তা মাপা হলো? কোটি বছর পরের মাপকাঠি দিয়ে কোটি বছর আগে লুপ্ত হওয়া দেহ মাপা কি সম্ভব!



ইন্টারনেটে অনুসন্ধান করে কয়েকটি ছবি পেয়েছি, যা আরো বিভ্রান্তিকর। কয়েকটি ছবি আপলোড করে দিলাম। প্রাণিবিদ্যা, নৃতত্ত্ব বা প্রত্নতত্ত্ব বিষয়ে অভিজ্ঞ ব্লগারদের সহযোগিতা আশা করছি!



* ছবিগুলি নেয়া হয়েছে এখান থেকে : http://www.lilous-cafe.com/vb/t20830.html

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৫

বলাক০৪ বলেছেন: জটিল।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৭

আবদুল হক বলেছেন: আলবৎ!

২| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫২

মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেছেন: -
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এরকম কোনো মানব-জীবাশ্ম উদ্ধার করা হয়েছে বলে শুনেননি বা এখনো হয়নি বলে আপনি কি সহীহ হাদীসটির ওপর সন্দেহ প্রকাশ করছেন?

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৯

আবদুল হক বলেছেন: আমি শুধুই বাস্তবসম্মতভাবে বিষয়টি ব্যাখ্যা করার উপায় খুঁজছি।

৩| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৩

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আপনার প্রশ্নটা সুন্দর কিন্তূ ছবিগুলি আসলেই বিভ্রান্তিকর। আমার মনে হয় সবই ফেইক ছবি।

৪| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৯

শুটকাভাই বলেছেন: হাদিস পাকে যা বলা হয়েছে, তাই ঠিক। হাদিস লেখার সময়কালের মানুষের হাতের মাপ অনুসারেই ৬০ হাত বলা হয়েছে। আমাদের পূর্বপুরুষদের বাধানো কবর দেখেও তো সহজে অনুমান করা যায় যে, উনারা কতটুকু লম্বা ছিলেন।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৪

আবদুল হক বলেছেন: হয়তো বা। কিন্তু....

৫| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০২

রাকীব হাসান বলেছেন: সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আপনার প্রশ্নটা সুন্দর কিন্তূ ছবিগুলি আসলেই বিভ্রান্তিকর। আমার মনে হয় সবই ফেইক ছবি।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৬

আবদুল হক বলেছেন: খুব সম্ভব তাই। এই কঙ্কালগুলি কোন যাদুঘরে রাখা আছে, উল্লেখ নেই। তাই সত্য-মিথ্যা যাচাই করাও কঠিন!

৬| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৩

কাঙ্গাল মুরশিদ বলেছেন: এই হাদীসটি যদি সহিহ হয়ে থাকে তাহলে অবশ্বই রাসুল(স.) এর সময়কার হাতের ৬০ হাত হবে। আর মাপের হিসেবে 'হাত' ঠিক ১৮ ইঞ্চি কিন্তু মানুষের সত্যিকার হাতের দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে।

এই বিষয়টি যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত নয় - অর্থাৎ আদম(আ.) ৬০ হাত লম্বা ছিলেন কি ছিলেন না তার ভিত্তিতে আমাদের জীবনাচরন কোনভাবে প্রভাবিত হবে না সেহেতু এ'সব বিষয় নিয়ে বেশী মাথা ঘামানোর প্রয়োজন নেই। চিন্তা ভাবনা করার জন্য এর চেয়ে বহু গুরুত্বপুর্ণ জীবনধর্মী বিষয় আছে। এইসব উপমামুলক/ পর্যাপ্ত তথ্যহীন বিষয় নিয়ে বেশী চিন্তা করতে গেলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশী।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১০

আবদুল হক বলেছেন: আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করছি। ধন্যবাদ!

৭| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৭

েরজা , বলেছেন:

আমি জিন্না নিজে মাপছি , স্কেল ধইরা মাপছিলাম ,
তয় স্কেলডায় একটু সাইজে খাটো আছিল ;);)
ভাই , টেনশন ??

৮| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৮

আসিফ রেজা রাজ বলেছেন: কোন হাদিস? কত নং? পুরোপুরি রেফারেন্স দিন প্লিজ..........একটু পড়ে দেখি................

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫৭

আবদুল হক বলেছেন: জ্বি, দেখুন এখানে :
Click This Link

৯| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৯

সুইট টর্চার বলেছেন: ছবি গোলোর ব্যাপার বিভ্রন্ত হওয়ার কারণ কি ? এ গুলো এডিট করা হয়েছে বলে আমার মনে হ্য়না।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১১

আবদুল হক বলেছেন: কিন্তু সূত্র তো উল্লেখ নেই!

১০| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১৫

আধার রাতের মুসাফির বলেছেন: প্রথমতঃ আমার মনে হয় এই মাপটি এখনকার মানুষের ৬০ হাত। কারন মানুষ যত লম্বাই হোক না কেন সে তার নিজের হাতের সাড়ে তিন হাত। সুতরাং এই রেশিও অনুসারে আদম (আঃ) কখনও তার নিজের হাতের ৬০ হাত হতে পারেন না।

দ্বিতীয়ত, যে ছবিগুলো দেখানো হচ্ছে সেটি নিঃসন্দেহে আদম (আঃ) এর নয় কারন নবী, রাসূল কিংবা মোমিন ব্যক্তিদের লাশ কখনও পচে না।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫০

আবদুল হক বলেছেন: ছবিগুলি আদম আ. এর তো নয়ই, এমনকী কোনো চিহ্নিত মানুষেরও নয়। আমি ভাবছি ছবিগুলি কৃত্রিম কি না....!

১১| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১৫

মুরাদ আল মামুন বলেছেন: ফেইক ছবি ।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫২

আবদুল হক বলেছেন: সন্দেহজনক।

১২| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২০

গডফাদার০২ বলেছেন: ছবিগুলো ফেইক.. ১০০% নিশ্চিৎ।http://www.worth1000.com/ এ চেক করুন বা snopes.com এ চেক করে দেখুন।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫৫

আবদুল হক বলেছেন: অনেক ধন্যবাদ। দেখছি!

১৩| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৩

সপ্নদেথিএথনো বলেছেন: এই ছবি সহ আরো অনেক ছবি আছে আমার তো ফেইক মনে লয় না , আমার মনে হয় আশে পাশের কোন ভাল মুফতি সাহেবের কাছে গিয়ে আদমের ৬০ হাতের ব্যাখ্যা চাওয়া ভাল হতে পারে ,kaum samud নাম দিয়ে সার্চ দিন ইউ টিউবে , আমার প্রশ্ন কেন এই গুলো নিউজ মিডিয়াতে আসল না , না কি ইহুদি নাসার দের কোন শক্ত মাধ্যম এই টাকে নিয়ন্ত্রন করতেছে

১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০২

আবদুল হক বলেছেন: আমি মুফতীদের আশেপাশেই আছি। তারা তো এতে আপত্তির কারণ দেখছেন না।

১৪| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৫

দু-পেয়ে গাধ বলেছেন: একটা অদ্ভুত ব্যাপার হল যে এই রকম কাহিনী হিন্দুধর্মেও আছে। সত্যযুগের মানুষ ছিল ২১ হাত লম্বা, এর পরে হয় ১৪ হাত, তার পর ৭ হাত। বর্তমানে সাড়ে তিন হাত। সমস্ত মাপ বর্তমান যুগের হাতের মাপে।
এইসব মাপের ব্যাপারে পুরাণ গুলিতে অনেক বেশি বিস্তারিত দেওয়া আছে। কেবল মাপ নয়, তাদের গঠনতন্ত্র, পরিপাকতন্ত্র, জীবনকাল, ধর্মাচরণ, খাদ্য-পানীয় সবকিছুর ব্যাপারেই বলা আছে। বিশ্বাসযোগ্য কিনা সেটা পরের কথা। কিন্তু ইহুদী, ক্রীশ্চান এবং আরো অনেক ধর্মেই এই বিশ্বাস আছে।

ইসলাম হয়ত এইসব প্রাচীন বিশ্বাস গ্রহণ করেছে। কারণ পুরাণ এর হিসাব অনুসারে সময়টা বহুত আগেকার। যদ্দুর মনে পড়ছে প্রায় ১৩০ কোটি বছর আগের। (সময়টা কিন্তু অনুমানে বললাম। সঠিক বলতে গেলে আবার পড়তে হবে।)

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫৯

আবদুল হক বলেছেন: ধন্যবাদ। আপনার তথ্যপূর্ণ মন্তব্য থেকে উপকৃত হলাম।

১৫| ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

পারভেজ আলম বলেছেন: ভাই, ছবিগুলা হোক্স। এই জাতীয় ছবিগুলা ইণ্টারনেটে বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রেই পাবেন, কোন প্রত্নতাত্ত্বিক সূত্রে পাবেন না। অনেকে আবার এসব বিষয়ে চেইন মেইলের মধ্যদিয়েও বিভ্রান্তী ছড়ায়।

সহিহ হাদিস বলতে মুসলমানরা যা বোঝে তাতে আযগুবি এবং অযৌক্তিক জিনিসপত্রের অভাব নাই। বিশ্বাস অবিশ্বাস করা আপনের ব্যাপার।

১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:২৯

আবদুল হক বলেছেন: আমার ও তাই মনে হয়। এ বিষয়ক হাদীসগুলির নির্ভরযোগ্যতা আরো তলিয়ে দেখবো ভাবছি। ধন্যবাদ!

১৬| ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২২

মা-নবি০৩ বলেছেন: এই ছবিটা হোক্স। প্রথমে প্রচার করা হয়েছিল সেীদি আরামকো নামক কোন একটা তেল কম্পানির এক্সপ্লোরেশনের সময় পাওয়া গেছে । যথারীতি উহুদি নাসারার কোরানের সত্যতা প্রমান হবে এই ভয়ে মিডিয়ায় দ্য়ে নাই এই মর্মে এগলো গোপন ই আছে (বছর ২ এর পুরোনো সম্ভবত নিউজ টা বাংলাদেশে ই্নকিলাব সম্ভবত নিউজ দহসেবে ও ছাপছিল )

১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩২

আবদুল হক বলেছেন: চমৎকার তথ্য পেলাম। সরাসরি নিউজের লিঙ্ক তো খুঁজে পাওয়া যাবে না, কারণ ইনকিলাব বেরোয় পিডিএফ-এ।

১৭| ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫৪

শোভন এক্স বলেছেন: ছবিগুলো ১০০% ভূয়া। নেটে আরো একটু ভালো করে খোঁজ করুন, জানতে পারবেন।

১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৩

আবদুল হক বলেছেন: সারাদিন ধরেই খুঁজছি।

১৮| ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:০৮

সংবাদ বলেছেন: আলতু ফালতু পেচাল ভালো কিছু নিয়া পেচাল পারেন যদি পারেন

১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৪

আবদুল হক বলেছেন: না পারার কিছু নেই। কিন্তু এটা যে ফালতু তা প্রমাণ করা কিন্তু মোটেই ফালতু নয়। যদি পারেন, দেখুন চেষ্টা করে।

১৯| ২১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৩

কাকপাখি ২ বলেছেন: আদম (আঃ) ৬০ হাত লম্বা হওয়া আপনার কাছে অসম্ভব মনে হওয়ার কারন কি?

২০| ০১ লা এপ্রিল, ২০১১ ভোর ৬:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: দু-পেয়ে গাধ বলেছেন: একটা অদ্ভুত ব্যাপার হল যে এই রকম কাহিনী হিন্দুধর্মেও আছে। সত্যযুগের মানুষ ছিল ২১ হাত লম্বা, এর পরে হয় ১৪ হাত, তার পর ৭ হাত। বর্তমানে সাড়ে তিন হাত। সমস্ত মাপ বর্তমান যুগের হাতের মাপে।
এইসব মাপের ব্যাপারে পুরাণ গুলিতে অনেক বেশি বিস্তারিত দেওয়া আছে। কেবল মাপ নয়, তাদের গঠনতন্ত্র, পরিপাকতন্ত্র, জীবনকাল, ধর্মাচরণ, খাদ্য-পানীয় সবকিছুর ব্যাপারেই বলা আছে। বিশ্বাসযোগ্য কিনা সেটা পরের কথা। কিন্তু ইহুদী, ক্রীশ্চান এবং আরো অনেক ধর্মেই এই বিশ্বাস আছে।

ইসলাম হয়ত এইসব প্রাচীন বিশ্বাস গ্রহণ করেছে। কারণ পুরাণ এর হিসাব অনুসারে সময়টা বহুত আগেকার। যদ্দুর মনে পড়ছে প্রায় ১৩০ কোটি বছর আগের। (সময়টা কিন্তু অনুমানে বললাম। সঠিক বলতে গেলে আবার পড়তে হবে।)


গাধা ভাই (হায়রে কপাল, গাধারেও ভাই কইতে হয়), দুনিয়া পয়দা হইছে ৪৫৪ কোটি বছর আগে আর পরথম জীবন ফর্ম করছে ১০০ কোটি বছর। মানুষ আইছে আরও মেলা পরে! অনুমানে কইলেও ভাই একটু ধারে কাছে কানের কাছ দিয়া যায়, মাগার আপনি কান তো কান, লুঙ্গি ছাড়াই টয়লেট দিয়া দৌড়াইলেন!

মানুষের বিবর্তন হিসাবে ৫০ থিকা ৭০ লক্ষ বছরের ইতিহাস! আর সবচেয়ে পুরান ফসিলের কন্কাল খুইজা পাওয়া গেছে সেইটার সাইজও নর্মাল সাইজের কম বইলাই পাওয়া গেছে! ওমুন ৬০ হাত লম্বা হইলে তার কশেরুকা হইবো বিশাল, মাগার অতো বিশাল না! কিছু তো ভজোঘটো আছেই! সকল সমস্যার মূল হইলো মধ্যপ্রাচ্য, ওরা বর্বর মূর্খ, ওগো কাছে সবকিছুই বিকৃত হয়! আমাগো ধর্মে অনেক ফাও হাদিস ওরাই ঢুকাইছে!

২১| ০১ লা এপ্রিল, ২০১১ ভোর ৬:৫৭

রাগিব বলেছেন: জাল ছবি।

Click This Link

২২| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৯:১৮

রাগিব বলেছেন: কঙ্কালটা ম্যাস্টোডন, তথা, প্রাচীন দাতালো হাতির। কর্নেল ইউনিভার্সিটির একটা প্রজেক্টে তোলা। কিছু বাটপার ফটোশপ করে এটাকে মানুষের কঙ্কাল বলে চালায়। কর্নেলের সাইট থেকে মূল ছবিটি পাবেন।

Click This Link

২৩| ২৯ শে মে, ২০১১ দুপুর ১২:২৩

নভোচারী বলেছেন: আদম (আঃ ) যদি ৬০ হাত লম্বা হন তবে ঐ সময়ের অন্যান্য জীবজন্তুগুলোও তো সেই অনুপাতে বড় হওয়ার কথা। এই বিষয়ে জানলে তথ্য দিন।

২৪| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৩

নিভৃত পথচারী বলেছেন: হজরত আদম (আ:) এর নামের সাথে সংক্ষেপে বা বিস্তারিত ভাবে আলাইহিমুস সালাম যুক্ত করুন অকৃতজ্ঞ বংশধর। তিনি আপনার মত অপদস্থ ফেতনাবাজের আদি পিতাতো বটেই সে সাথে একজন সম্মানিত নবী (আ:)

২৫| ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: শুটকাভাই বলেছেন: হাদিস পাকে যা বলা হয়েছে, তাই ঠিক। হাদিস লেখার সময়কালের মানুষের হাতের মাপ অনুসারেই ৬০ হাত বলা হয়েছে। আমাদের পূর্বপুরুষদের বাধানো কবর দেখেও তো সহজে অনুমান করা যায় যে, উনারা কতটুকু লম্বা ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.