![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুপ্ত শঙ্কা আর বিচ্ছিন্ন স্বপ্নের বাগানে ফোটে নতুন ফুল- শিমুল। বারান্দায় আশাজাগানিয়া একফালি রোদ্দুর। আসে ফাল্গুন। আসে বসন্ত। আসে প্রেম। আর এই প্রেম আর ভালোবাসাকে যারা একঘাটে পানি খাওয়ায় আমিতো তাদের দলে নই নিশ্চয়। মানব হৃদয়ে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে এটাইতো স্বাভাবিক, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের এখনকার ভালোবাসায়তো শুধু উষ্ণতা বা আবেগের ছড়াছড়ি।এই ভালোবাসাতো জেদ ও ঈর্ষাযুক্ত ভালোবাসা, আর বাস্তবমুখী ভালোবাসাও। ভালোবাসা হবে জীবনের জন্য। সৃষ্টির জন্য ভালোবাসা। সৃষ্টিকে ভালোবাসা।
যে হৃদয়ে ঘৃণার বসবাস সে হৃদয়ে ঈশ্বর বসবাস করেন না। প্রেমিক হৃদয়েই ঈশ্বরের আনাগোনা, তাইনা? সে প্রেম শুধু মানব মানবীর প্রেম নয়। সৃষ্টির সব জীব ও অজীবের জন্য যে প্রেম, ঈশ্বর সে প্রেমের প্রেমিক। যারা সব সৃষ্টিকে ভালোবাসেন তারাই প্রকৃত প্রেমিক-প্রেমিকা। হ্যাঁ, ভালোবাসি আমার মা-বাবাকে, ভাই-বোনকে, আত্মীয়-স্বজনকে, পাড়াপ্রতিবেশীকে, কাছের এবং হৃদয়ের ধারণ করা মানুষগুলোকেও।
কিন্তু আমরা অধম। ভালোবাসি শুধু শরীরকে। আত্মাকে নয়। নর-নারীকে, মানুষকে নয়। কিন্তু ভালোবাসার শুরু ও শেষ যে আত্মার অন্তরে। ওখান থেকেই ভালোবাসা উৎসারিত হয়। ভালোবাসার কত রূপ, কত বাহার। সেকি আমরা জানি, বুঝি। মহাসমুদ্রের উৎস থেকে ভালোবাসার কতটুকু সুধা পান করতে পারছি? ভালোবাসা মহান, সৃষ্টি মহান। কবি বলেন, তোমারেই যেন ভালোবাসিয়াছি/শত রূপে শত বার/ জনমে জনমে, যুগে যুগে অনিবার...’
কিন্তু আমরা মানুষ। হারিয়ে যেতে চাই না সময়ের ফাঁদে। সময়ের গলিতে খুঁজে ফিরি জীবনের রং-রূপ-গন্ধ, হাসি-আনন্দ এমনকি বেদনাও। সৃষ্টির সবটুকু রসআস্বাদনেইতো জীবনের পূর্ণতা। অতঃপর ফিরে যেতে চাই সময়ের পথে...।
Kamrul Hasan
©somewhere in net ltd.