নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যক্তিত্বই আমার ভালোবাসা, আমার অস্তিত্বই আমার অহংকার..।

হাসান১২১২১২

আমার মতো আমি...

হাসান১২১২১২ › বিস্তারিত পোস্টঃ

ভুলের জীবন/জীবনের ভুলগুলো

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

রক্তাক্ত হৃদয়ের রক্ত-ক্ষরণ আমার আজও থামেনি, আজও থামেনি আমার ভুলের সাগরে ফুলের-তরি ভাসানোর নিস্ফল আয়োজন। ভুল করে ভুলে গিয়ে কস্টের বালুচরে নিজের নিয়তির বসতি গড়ে চলেছি আজ অবধি।

পলাতীত স্বপ্নবিলাসী ফ্রিজ মন আমার অস্বীকার করিনা। আল্লাহর অশেষ কৃপায় একজীবনে নিজের অবস্থানটাকে চাওয়া-পাওয়ার অনেক উপরে উঠিয়ে এনেছিলাম নিজের যোগ্যতায়। নিজেকে অনেকের কাছেই উদাহরণ হিসেবে দাড় করিয়েছিলাম এই বয়সেই। পরিশ্রম করে অজ্বন করেছি আর ভুল করে হারিয়েছি। ভুল করে সারাটা জীবন শুধু ভুল মানুষগুলোকে কাছে টেনেছি। আমার অবুঝ ভুলগুলো
আমার জীবনটাকেই আমার কাছে অচেনা বানিয়ে দিলো।

জন্মানোতে হয়তো আমার কোনো হাত ছিলোনা বলেই- ভুল করে জন্মেছি এটা বলার কোনো সুযোগ নেই। জন্মের পর থেকেই শুধু নিয়ম করে করে ভুল করেই চলেছি। এতোটাই সাধারণ জীবন যাপন করতে চেয়েছিলাম যে- ব্যাপারটা ভাবতেই আমার অসাধারণ লাগতো।

মানুষই ভুল করে। ভুল করে আবার ভুল শুধরায়। ভুল থেকেই ভুল না করার শিক্ষা নেয়। কিন্তু আমি তা পারিনি। পারিনি বলেই পুনরায় ভুল করি।। আমার বুকের লালিত সাজানো ছোট ছোট স্বপ্নগুলোকে কস্টের সুতোয় গেঁথে ভুলেরই মালা বানাই। একটা জীবনে মানুষ যতটা ভুল করতে পারে, আমি হয়তো তারও সীমা ছাড়িয়েছি। নিজের ভুলগুলো কারো ঘাড়ে ছাপিয়ে দায়মুক্তি চাইনি বলেই- আজও আমি চন্নছাড়া। দেহ নামের স্ট্যালিয়নটা আজ আমার বেজায় অবসন্ন। প্রতিক্ষার আকাশে কালো মেঘের হাতছানি। অন্ধকারের ঘনঘটা আমার আলোময় ভুবনে।

এবার ঘুরে দাঁড়াতে চাই! আরও একবার ঘুরে দাঁড়িয়ে জীবন থেকে ভুলগুলোকে ছুটি দিতে চাই। ভুলের তরী ডোবাতে চাই কস্টের অতল সাগরে। ভুলের মালা গলায় জড়িয়ে জীবনটাকে ভবিষ্যৎ এর হাতে বিসর্জন দিতে চাইনা- নিজের স্বপ্নগুলোকে কাচের টুকরো করে!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

কানিজ রিনা বলেছেন: আপনার ভুলগুল ছুরে ফেলে দিন। নিশ্চয়
আপনার ভবিষ্যত প্রজন্ম আলোকের দাড়
প্রান্তে দাড়িয়ে আপনার দিকে হাত বাড়াবে
ভুলগুল শুধরে দিবে। সুর্যী মেঘে ঢাঁকা
চাঁদটাকে আলকীত করবে। এটাই নিয়ম।
অসংখ্য ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

হাসান১২১২১২ বলেছেন: বলেছেন: ফুল-চন্দন পড়ুক আপনার মুখে।
ধন্যবাদ আপনাকেও... @kanizrinaবলেছেন: ফুল-চন্দন পড়ুক আপনার মুখে।
ধন্যবাদ আপনাকেও... @kanizrina

২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

হাসান১২১২১২ বলেছেন: ফুল-চন্দন পড়ুক আপনার মুখে।
ধন্যবাদ আপনাকেও... @kanizrina

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.