![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন মনে হয় আমি তোমার আপন কেউ নই, সত্যি কেমন যেন লাগে। অনেকটা খারাপ লাগার মত। সত্যি কী আমি তোমার মাঝে সীমাবদ্ধ, সত্যি কী তাই? মাঝে মাঝে মনে হয় আমাকে দেখাতে এমনটা কর কিন্তু তুমি তো এমন না যে কেউকে দেখাতে চাও। মাঝে মাঝে মনে হয় সবাই যেমনটা মনে করে আসলেই বুঝি তেমন। হয়ত আরাফাত সত্য। আমার বিশ্বাস মিথ্যা, হয়ত কিছুই না। তোমার থেকে দুরেও যেতে পারছিনা, পারছিনা সরে যেতে। সত্যি যদি পারতাম অনেক দূরে চলে যেতাম। তোমাকে ছেড়ে, সব ছেড়ে অনেক দূরে। যেখানে থাকবে সমুদ্রের ভালোবাসা বা পাহাড়ের হাতছানি বা এমন কোন জায়গা যেখানে কখনও খুজে পাবে না আমায়।
©somewhere in net ltd.