নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বর্ষা বৃষ্টি কিংবা ভালোবাসার কবিতা

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৪৮



এই একখন্ড সাদা কাগজের উপর মেঘ এসে যখন দাঁড়ায়

তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে একেকটি বৃষ্টির ফোঁটা,

শব্দগুলি বর্ষাকাল

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিন্দু বিন্দু অশ্রুর কবিতা।



মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে

উত্তর গোলার্ধে যায়।



সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি,

ভালোবাসার গন্ধ

আমি হাত বাড়িয়ে সেই মেঘবৃষ্টির স্বর্ণমুদ্রা কুড়াতে থাকি,

এই শাদা কাগজ মূহুর্তে হয়ে ওঠে বিরহী মেঘদুত

অথই গীতবিতান।



কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা

লিখে রেখেছে আকাশে

সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি,

এই ভরা বর্ষা।



কবিঃ মহাদেব সাহা



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:০০

ফাইরুজ বলেছেন: চমত্‍কার একটা কবিতা।শেয়ার করার জন্য ধন্যবাদ

২| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:২০

ইহতিশাম আহমদ বলেছেন: কবিতাটা তো মহাদেব সাহার বুঝলাম। ফোটোকটা কি আপনার তোলা। চমৎকার ছবিটা।

৩| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:২৮

রাখালীয়া বলেছেন: চমত্‍কার

৪| ০২ রা জুন, ২০১১ রাত ১১:৩৬

আহমাদনািসর বলেছেন: আহা আহা আহা;;;;;;;;হা;;হা;হা;;;;;;

৫| ০২ রা জুন, ২০১১ রাত ১১:৪৩

পটল বলেছেন:

চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.