নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

হাঙ্গা

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

নেত্রকোনায় অঞ্চলে প্রচলিত লোকছড়ায় 'হাঙ্গা' শব্দটির ব্যবহার দেখা যায়। 'হাঙ্গা' শব্দের অর্থ হলো 'বিয়ে করা/বিয়ে বসা।' কিন্তু শব্দটির প্রায়োগিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় শব্দটিকে লিঙ্গান্তর করা হয়েছে। যেমন-'হাঙ্গাওয়ালী'। অর্থাৎ যে নারী একাধিক বিয়ে করেছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এমনটি পরিলক্ষিত হয়না। কেউ 'হাঙ্গাওয়ালা' বলেনা। ''হাঙ্গাওয়ালীর ঘরে হাঙ্গাওয়ালী, তর মাগ তইয়া বেশ্যা অ, টেহা পয়সার অভাব অইবনা।' শব্দটির অর্থ 'বিয়ে করা/বিয়ে বসা' হলেও তাচ্ছিল্য অর্থে শব্দটির ব্যবহার বেশি সাহিত্যে কিংবা মৌখিক/কথ্য ভাষায়। শব্দটি গালি শব্দ হিসেবে এবং কাউকে খাটো করার মানসে তাচ্ছিল্য অর্থে নেত্রকোনার কয়েকটি লোকছড়ায় আছে 'হাঙ্গা' শব্দটির ব্যবহার, যেমন-

(১)
ইস্‌কুল ঘর ভাঙ্গা,
কাইল্যা বেডির হাঙ্গা।

(২)
এচ্ছেরিরে (এই ছেড়িরে) ধর
টুলার ভিত্‌রে ভর,
ছেরির নানী কইয়া দিছে
ধইর‌্যা হাঙ্গা কর।

(এমনও পাওয়া গেছে, "ছেরির নানী কইয়া দিছে এমুন এমুন কর।")

(৩)
এচ্ছেরি বেচ্ছেরি
কাডলের কুস,
তর মা মরছে
আমার কি দুস।
মাথা আছে চুল নাই
দেখতে অলম্বুত চুঙ্গা,
দশ টেহার মুরাদ নাই
করত চায় হাঙ্গা।

হাসান ইকবাল
২ নভেম্বর ২০১৪, ঢাকা।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

ভূতের কেচ্ছা বলেছেন: এচ্ছেরি বেচ্ছেরি
কাডলের কুস,
তর মা মরছে
আমার কি দুস।
মাথা আছে চুল নাই
দেখতে অলম্বুত চুঙ্গা,
দশ টেহার মুরাদ নাই
করত চায় হাঙ্গা।
:D :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.