নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

টাইপ রাইটার / হাসান ইকবাল

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পলেস্তারা কষে পড়া পুরনো দালানে কতযুগের শ্যাওলা
লালচে ইটগুলো যেন কত কালো সময়ের স্বাক্ষী
জমে উঠেছে এখানে আমাদের মহকুমার অফিসপাড়া।
বাজার পেরিয়ে সাবরেজিস্টারের কার্যালয়,
ঝুলে পড়া ডাকঘরের বাকসো ঘেষে
সোনা ফকিরের কবর হয়ে উঠেছে মাজার।
খোদাই করা বড় সাইনবোর্ডে ধুলোর পরতে
কয়লার কালিতে লেখা বাড়ন্ত প্রেমিকের যুগলনাম
"সুজন+ললিতা (আই লাভ ইউ) ১৯৮৬।"


শিমুলতলী পেরিয়ে বড় কলতলা, তারপর কুয়ো
দুই সময়ের যুগলবন্দীর পাশেই আদালত পাড়া।
কংক্রিটের বেন্চিতে বসা সারিসারি টাইপিস্ট
মুহুরির প্যাচানো হাতের লেখা দখলে তাদের।
জমির দলিল
তালাকনামা
চাকুরির বিজ্ঞাপন
আর্জিপত্র
দেওয়ানি স্ট্যাম্প
কার্বন পেপার
সমিতির গঠনতন্ত্র

কী নেই এখানে! জীবনের কোলাহলময় এ ছাউনিতে।
সকাল থেকে রাত ঝড় উঠে টাইপের মাতানো শব্দে
কালো ফিতে ফিকে হয় ওঠে যেমনটা ফিকে হয়ে যায়
টাইপ রাইটার সালু মিয়ার কালো চুল বয়সের ভারে।
বড় লাল রংয়ের সাইনবোর্ডে আটকে যায়
যাযাবর জাগতিক চোখ -
"৭৮৬
এখানে অতি
যত্ন সহকারে
কম মূল্যে
যাবতীয় টাইপ
করা হয়।"
- টাইপ রাইটার সালু মিয়া,
সাং বটতলী।"

[টাইপ রাইটার/ হাসান ইকবাল]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন এলাকার বর্ণনা ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.