নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।
এক সময় গ্রামীণ মানুষের জনজীবনে বিনোদনের একমাত্র অনুষঙ্গ ছিল ভাটকবিতা। ভাটকবিতাগুলোর উপজীব্য ঘটনাবলী এক একটা আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ হলেও এসব কাহিনির কোন কোনটির প্রচলন বিশ্বব্যাপী। এই ভাটকবিতাগুলো প্রাচীনকাল থেকেই রচিত হয়ে লোকের মুখে মুখে চলে এসেছে। যদিও এর প্রচলন মধ্যযুগ থেকে দেখা যায়। হারিয়ে যাওয়া এসব ভাটকবিতার পয়ার ও ত্রিপদী ছন্দের ভাবধারা শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখতো। কারণ, কবিতার মধ্যে সমাজবাস্তবতা ও কল্পনার এক মিশেল অনুভূতি মূর্ত্ত হয়ে উঠতো। এ গ্রন্হে ভাটকবিতায় নারীর নানান অনুষঙ্গ নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করা হয়েছে। প্রেম-বিরহ-যাতনা-নিগ্রহের চিত্র ফুটে উঠেছে ভাটকবিতায়। নারীর রূপ-সৌন্দর্য উঠে এসেছে যেমনি দেহকাব্যের বর্ণনায়- তেমনি প্রাধান্য পেয়েছে যৌনতার বিষয়টিও। ভাটকবিরা সে সময়ের দর্পণে ধরা পড়েছে পুরুষতান্ত্রিকতার মাধ্যমে নারী অধস্তনতার বিষয়টিও। গ্রামের স্বল্প শিক্ষিত কবিদের এ সকল কবিতার অনুপ্রাস জীবনের খুব কাছাকাছি অনুভূতি থেকে নেয়া। আশাকরি গ্রামীণ কবিদের লেখা এসব কবিতা এ প্রজন্মের পাঠককে আবারো নতুন করে কবিতার দিকে নিয়ে যাবে। সে কবিতা- ভাটকবিতা।
বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। অমর একুশে গ্রন্থমেলায় এ বইটি পাওয়া যাবে প্রতিভা প্রকাশ-এর ৪৯৪-৪৯৫ নম্বর স্টলে।
বইয়ের নাম : ভাটকবিতায় নারী
বইয়ের ধরণ : ভাটকবিতাবিষয়ক গবেষণামূলক প্রবন্ধ
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৮
প্রকাশনী সংস্থা : প্রতিভা প্রকাশ, ঢাকা।
প্রচ্ছদ শিল্পী : মামুন হোসাইন
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১৯২৪-৮-০
পৃষ্ঠা সংখ্যা : ১০৪
মূল্য : ২০০ টাকা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
কানিজ রিনা বলেছেন: ফিরে আসুক ভাট কবিতার মননিবেশ।
শুভ কামনা।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: অবশ্যই সংগ্রহ করবো।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার নিঃসন্দেহে !!
খুব পড়তে ইচ্ছে করছে, আপনি কি অল্পকিছু অংশ ব্লগে দিতে পারেন ?
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
এস এম মামুন অর রশীদ বলেছেন: অনন্য এক বিষয় নিয়ে লিখেছেন। দীর্ঘজীবি হোক আপনার গ্রন্থ, আমাদের সাহিত্যে সৃষ্টি করুক গভীর প্রভাব, এ-ই প্রত্যাশা।